কলকাতা, 6 এপ্রিল: নয়াদিল্লিতে মোহনবাগান জিতে আইএসএল শিল্ড জয়ের লড়াইয়ে টিকে রইলেও কলকাতার ফুটবলপ্রেমীদের চোখ এদিন যেন বেশি করে ছিল শিলংয়ে ৷ পাহাড়ি শহরটিতে এদিন আইলিগের 21তম ম্যাচ খেলতে নেমেছিল ৷ যা ড্র করলেই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ৷ শুধু তাই নয়, সেইসঙ্গে পরবর্তী মরশুমে আইএসএলের টিকিট পেয়ে যাওয়া ৷ অপেক্ষা দীর্ঘায়িত না-করে এক ম্যাচে বাকি থাকতেই লিগ এবং আগামী মরশুমে আইএসএল খেলার টিকিট পকেটে পুরে ফেলল ব্ল্যাক প্য়ান্থার্স ৷ তবে ড্র নয়, শিলংয়ে গিয়ে শিলং লাজংকে 2-1 গোলে হারাল তারা ৷ গোল করলেন অ্যালেক্সিস এবং এভগেনি ৷ এদিকে, জয়ের জন্য মহামেডানকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতীা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
-
Scripting history, Mohammedan Sporting Club clinched the I-League title today with a 2-1 win against Shillong Lajjong.
— Mamata Banerjee (@MamataOfficial) April 6, 2024
My heart swells with pride today as yet another Kolkata club will follow East Bengal and Mohun Bagan in competing at the highest level of Indian football.
A…
সবমিলিয়ে 23 ম্যাচে 52 পয়েন্ট নিয়ে মোহনবাগান, ইস্টবেঙ্গলের পর কলকাতার তৃতীয় প্রধান হিসেবে দেশের টপ টিয়ার লিগে আন্দ্রে চেরনিশভের ছেলেরা ৷ ড্র করলে খেতাব ঘরে আসবে এমতাবস্থায় খেলতে নেমে মহমেডান প্রথম থেকেই জয়ের লক্ষ্যে খেলতে থাকে এদিন। তাদের লক্ষ্যপূরণ সহায় হয় ম্যাচের দ্বিতীয় মিনিটেই ৷ মাঝমাঠ থেকে উঁচু ভলিতে গোল করে 1-0 করেন অ্যালেক্সিস। আগুয়ান গোলরক্ষকের নাগাল এড়িয়ে তাঁর শট জালে জড়িয়ে যায়।
শুরুতে গোল খেয়ে লাজং পাল্টা আক্রমণে সমতায় ফেরে ৷ 15 মিনিটে পেনাল্টি থেকে 1-1 করে তারা। কিন্তু সাদা কালো রক্ষণভাগের নজরদারি এড়িয়ে এদিন তারা সেভাবে গোলের মুখই খুলতে পারেনি। বরং, মহমেডান ফের গোল করার মত পরিস্থিতি তৈরি করে ফেলেছিল একাধিকবার। শেষপর্যন্ত 62 মিনিটে মহমেডান স্পোর্টিং ফের গোল করে এগিয়ে যায়। গোলদাতা রাশিয়ান স্ট্রাইকার এভগেনি। বাকি সময় লাজং সেই গোল শোধ করতে ব্যর্থ।
প্রথমবার আই লিগ জয়ের কৃতিত্বে স্বাভাবিক ভাবেই সাদা-কালো সমর্থকরা আনন্দ করতে শুরু করেন নবনির্মিত ক্লাব তাঁবুতে। কোচ আন্দ্রে চেরনিশভ বলছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তারা সফল। কৃতিত্ব যদিও ফুটবলারদেরই দিচ্ছেন তিনি ৷ জানা গিয়েছে, হুডখোলা গাড়িতে আই লিগ চ্যাম্পিয়ন দলকে বরন করবে মহমেডান স্পোর্টিং। বিমানবন্দরে গুয়াহাটি থেকে দল কলকাতায় পা দেবে রবিবার সন্ধ্যা সাতটায়। তারপর হুডখোলা গাড়িতে ক্লাবে নিয়ে আসা হবে। সেখানেই আনন্দ উৎসব হবে বলে জানিয়েছেন মহমেডান স্পোর্টিং সচিব ইস্তেয়াক রাজু আহমেদ।
আরও পড়ুন: