ETV Bharat / sports

এবার সবুজ ঘাসে পৌঁছল প্রতিবাদ, ম্যাচের মাঝেই আরজি করের পাশে মহমেডান - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Mohammedan SC against RG Kar Incident: বাঙালির ফুটবল খেলা নয়, প্রতিবাদের মঞ্চ ৷ ব্রিটিশবিরোধী শক্তির আস্ফালন এই চামড়ার বলকে ঘিরেই ৷ এবার যা রাজ্য ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ, হত্য়াকাণ্ডে ন্যায় চাইছে ৷ খেলার মাঠ থেকেই এবার আরজি কর কাণ্ডে প্রতিবাদ মহমেডান ফুটবলারদের ৷

Mohammedan SC against RG Kar Incident
আরজি করের পাশে মহমেডান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 19, 2024, 7:47 PM IST

Updated : Aug 19, 2024, 7:56 PM IST

কলকাতা, 19 অগস্ট: মহমেডান স্পোর্টিং ফুটবলারদের ‘জাস্টিস ফর আরজি কর’ পোস্টার ৷ ডার্বি বাতিলের প্রতিবাদের মঞ্চে হাজির হয়ে সরব হয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট অধিনায়ক শুভাশিস বসু । সমাজমাধ্যমে সরব হয়েছেন ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তী, কেরালা ব্লাস্টার্সের প্রীতম কোটাল, প্রবীর দাসরা । তাঁদের প্রতিবাদের কণ্ঠ এবার ইসরাফিল দেওয়ানের হ্যাটট্রিকের উদযাপনে । যা কলকাতা ফুটবল লিগের মঞ্চে প্রথমবার ।

সাদা-কালো শিবিরের জার্সিতে ‘জাস্টিস ফর আরজি কর’ লিখে ম্যাচের পর ফুটবলাররা তুলে ধরেন । যা ম্যাচের স্কোরবোর্ডের আলোকে ম্লান করে দিল । ডুরান্ড ডার্বিতে প্রতিবাদী টিফোতে সরব হতে পারে গ্যালারি ৷ এই শঙ্কায় আয়োজন বাতিল করেছিল প্রশাসন ৷ ডুরান্ড কাপ আয়োজক সেনাবাহিনীকে অবশ্য সরকারিভাবে জানানো হয়েছে, ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত পুলিশ বর্তমান প্রেক্ষাপটে দেওয়া সম্ভব নয় ৷ ডার্বি বাতিল, ডুরান্ড কাপের বাকি ম্যাচ কলকাতা ছাড়া । কিন্তু প্রতিবাদ এল ফুটবলারদের তরফে ।

গতকাল বাতিল ডুরান্ড ডার্বির মঞ্চ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আরজি কর কাণ্ডের প্রতিবাদ ক্ষেত্রে পরিণত হয়েছিল ৷ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান স্বতঃস্ফূর্ত প্রতিবাদী স্বরে রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গন ও তৎপ্বার্শবর্তী অঞ্চল অবরুদ্ধ হয়ে পড়ে ৷ রবিবারের ব্যস্ত বাইপাস প্রায় সাড়ে চারঘণ্টা বন্ধ ছিল ৷ প্রতিবাদীদের তালিকায় যুক্ত হয়েছেন ইস্টবেঙ্গলের কোচিং স্টাফের সদস্য সেনেন আলভারেজ ৷ এমনকী এআইএফএফ সচিব কল্যাণ চৌবেও যুবভারতীর সামনে প্রতিবাদে সামিল হয়েছেন ৷

প্রতিবাদ জানানো হয়েছে ভারত-ভুটান অনুর্ধ্ব-20 ম্যাচেও ৷ ম্যাচের শেষে আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় খেলোয়াড় ৷

কলকাতা, 19 অগস্ট: মহমেডান স্পোর্টিং ফুটবলারদের ‘জাস্টিস ফর আরজি কর’ পোস্টার ৷ ডার্বি বাতিলের প্রতিবাদের মঞ্চে হাজির হয়ে সরব হয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট অধিনায়ক শুভাশিস বসু । সমাজমাধ্যমে সরব হয়েছেন ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তী, কেরালা ব্লাস্টার্সের প্রীতম কোটাল, প্রবীর দাসরা । তাঁদের প্রতিবাদের কণ্ঠ এবার ইসরাফিল দেওয়ানের হ্যাটট্রিকের উদযাপনে । যা কলকাতা ফুটবল লিগের মঞ্চে প্রথমবার ।

সাদা-কালো শিবিরের জার্সিতে ‘জাস্টিস ফর আরজি কর’ লিখে ম্যাচের পর ফুটবলাররা তুলে ধরেন । যা ম্যাচের স্কোরবোর্ডের আলোকে ম্লান করে দিল । ডুরান্ড ডার্বিতে প্রতিবাদী টিফোতে সরব হতে পারে গ্যালারি ৷ এই শঙ্কায় আয়োজন বাতিল করেছিল প্রশাসন ৷ ডুরান্ড কাপ আয়োজক সেনাবাহিনীকে অবশ্য সরকারিভাবে জানানো হয়েছে, ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত পুলিশ বর্তমান প্রেক্ষাপটে দেওয়া সম্ভব নয় ৷ ডার্বি বাতিল, ডুরান্ড কাপের বাকি ম্যাচ কলকাতা ছাড়া । কিন্তু প্রতিবাদ এল ফুটবলারদের তরফে ।

গতকাল বাতিল ডুরান্ড ডার্বির মঞ্চ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আরজি কর কাণ্ডের প্রতিবাদ ক্ষেত্রে পরিণত হয়েছিল ৷ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান স্বতঃস্ফূর্ত প্রতিবাদী স্বরে রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গন ও তৎপ্বার্শবর্তী অঞ্চল অবরুদ্ধ হয়ে পড়ে ৷ রবিবারের ব্যস্ত বাইপাস প্রায় সাড়ে চারঘণ্টা বন্ধ ছিল ৷ প্রতিবাদীদের তালিকায় যুক্ত হয়েছেন ইস্টবেঙ্গলের কোচিং স্টাফের সদস্য সেনেন আলভারেজ ৷ এমনকী এআইএফএফ সচিব কল্যাণ চৌবেও যুবভারতীর সামনে প্রতিবাদে সামিল হয়েছেন ৷

প্রতিবাদ জানানো হয়েছে ভারত-ভুটান অনুর্ধ্ব-20 ম্যাচেও ৷ ম্যাচের শেষে আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় খেলোয়াড় ৷

Last Updated : Aug 19, 2024, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.