ETV Bharat / sports

নভেম্বরে ক্যাঙারুর দেশে লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন শামির! - Mohammed Shami - MOHAMMED SHAMI

Mohammed Shami Set to be back in Indian Squad: গোড়ালিতে অস্ত্রোপচারের পর কয়েকমাস ধরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন শামি ৷ সবকিছু ঠিকঠাক চললে চলতি বছর নভেম্বরে শামিকে পাওয়া যাবে বলে ইটিভি ভারতের প্রতিনিধি সঞ্জীব গুহকে জানাল বোর্ডের প্রথমসারির এক সূত্র ৷

Mohammed Shami
মহম্মদ শামি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 10:25 PM IST

Updated : May 12, 2024, 10:58 AM IST

কলকাতা, 11 মে: সবকিছু ঠিকঠাক থাকলে একবছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে চলেছে মহম্মদ শামির ৷ চোটে কাবু উত্তরপ্রদেশের পেসারকে 2023 বিশ্বকাপ ক্রিকেটের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় আর দেখা যায়নি ৷ গোড়ালিতে অস্ত্রোপচারের পর আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন শামি ৷ চলতি বছরের শেষদিকে নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে দেখা যাবে 64টি টেস্ট খেলা ক্রিকেটারকে ৷

ইটিভি ভারত'কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক প্রথমসারির সূত্র বলেছে, "শামি ভারতীয় দলের সেরা বোলার এবং টেস্ট ক্রিকেটেও দেশের সেরা বাজি ও-ই ৷ খুব ভালো হবে যদি ও পুরোপুরি ফিট হয়ে বছর শেষে অস্ট্রেলিয়া সফরে জসপ্রীত বুুমরাকে সঙ্গ দিতে পারে ৷" পেস বোলারদের ব্যাপারে চটজলদি কোনও সিদ্ধান্ত না-নেওয়ার ব্যাপারেও এক্ষেত্রে সওয়াল করেছে সংশ্লিষ্ট সূত্র ৷

ওই সূত্রের দাবি, "পেসারদের বিষয়ে উপযুক্ত ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রয়োজন ৷ সম্প্রতি আমরা দেখছি আইপিএলে দেখেছি লখনউ সুপার জায়ান্ট পেসার ময়াঙ্ক যাদবকে ৷ চোট সত্ত্বেও তাঁকে খেলানোয় এখন ওর জায়গা রিজার্ভ বেঞ্চে ৷ এটা কখনোই কাম্য নয় ৷" এই প্রসঙ্গে শামিকে নিয়ে বলতে গিয়ে ওই সূত্র বলে, "অস্ত্রোপচারের পর শামি একদম সঠিক পথেই সুস্থ হয়ে উঠছে ৷ মনে করা হচ্ছে বছরের শেষদিকে ভারতের অস্ট্রেলিয়া সফরের আগেই ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে ৷" গত 26 ফেব্রুয়ারি ইংল্যান্ডে গোড়ালিতে অস্ত্রোপচার হয় শামির ৷

গোড়ালিতে চোটের আগে 2023 ক্রিকেট বিশ্বকাপে সেরা ফর্মে ছিলেন বাংলার হয়ে খেলা উত্তরপ্রদেশের এই পেসার ৷ 24 উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বাধিক উইকেটশিকারি ছিলেন তিনি-ই ৷ ফলত শামির প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়া সফরে ভারতের পেস বিভাগ যে শক্তপোক্ত হবে, তা বলাই বাহুল্য ৷ উল্লেখ্য, বছরশেষে অজিভূমে পাঁচম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ 22 নভেম্বর পারথে শুরু প্রথম টেস্ট ৷ পরবর্তী টেস্টগুলি যথাক্রমে অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে ৷

আরও পড়ুন:

  1. মুম্বই ছাড়ছেন রোহিত ! নায়ারের সঙ্গে কথোপকথনের ভিডিয়ো মুছল কেকেআর
  2. রাহুল-গোয়েঙ্কা ইস্যুতে মুখ খুললেন টিম ইন্ডিয়ার পেসার শামি

কলকাতা, 11 মে: সবকিছু ঠিকঠাক থাকলে একবছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে চলেছে মহম্মদ শামির ৷ চোটে কাবু উত্তরপ্রদেশের পেসারকে 2023 বিশ্বকাপ ক্রিকেটের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় আর দেখা যায়নি ৷ গোড়ালিতে অস্ত্রোপচারের পর আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন শামি ৷ চলতি বছরের শেষদিকে নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে দেখা যাবে 64টি টেস্ট খেলা ক্রিকেটারকে ৷

ইটিভি ভারত'কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক প্রথমসারির সূত্র বলেছে, "শামি ভারতীয় দলের সেরা বোলার এবং টেস্ট ক্রিকেটেও দেশের সেরা বাজি ও-ই ৷ খুব ভালো হবে যদি ও পুরোপুরি ফিট হয়ে বছর শেষে অস্ট্রেলিয়া সফরে জসপ্রীত বুুমরাকে সঙ্গ দিতে পারে ৷" পেস বোলারদের ব্যাপারে চটজলদি কোনও সিদ্ধান্ত না-নেওয়ার ব্যাপারেও এক্ষেত্রে সওয়াল করেছে সংশ্লিষ্ট সূত্র ৷

ওই সূত্রের দাবি, "পেসারদের বিষয়ে উপযুক্ত ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রয়োজন ৷ সম্প্রতি আমরা দেখছি আইপিএলে দেখেছি লখনউ সুপার জায়ান্ট পেসার ময়াঙ্ক যাদবকে ৷ চোট সত্ত্বেও তাঁকে খেলানোয় এখন ওর জায়গা রিজার্ভ বেঞ্চে ৷ এটা কখনোই কাম্য নয় ৷" এই প্রসঙ্গে শামিকে নিয়ে বলতে গিয়ে ওই সূত্র বলে, "অস্ত্রোপচারের পর শামি একদম সঠিক পথেই সুস্থ হয়ে উঠছে ৷ মনে করা হচ্ছে বছরের শেষদিকে ভারতের অস্ট্রেলিয়া সফরের আগেই ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে ৷" গত 26 ফেব্রুয়ারি ইংল্যান্ডে গোড়ালিতে অস্ত্রোপচার হয় শামির ৷

গোড়ালিতে চোটের আগে 2023 ক্রিকেট বিশ্বকাপে সেরা ফর্মে ছিলেন বাংলার হয়ে খেলা উত্তরপ্রদেশের এই পেসার ৷ 24 উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বাধিক উইকেটশিকারি ছিলেন তিনি-ই ৷ ফলত শামির প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়া সফরে ভারতের পেস বিভাগ যে শক্তপোক্ত হবে, তা বলাই বাহুল্য ৷ উল্লেখ্য, বছরশেষে অজিভূমে পাঁচম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ 22 নভেম্বর পারথে শুরু প্রথম টেস্ট ৷ পরবর্তী টেস্টগুলি যথাক্রমে অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে ৷

আরও পড়ুন:

  1. মুম্বই ছাড়ছেন রোহিত ! নায়ারের সঙ্গে কথোপকথনের ভিডিয়ো মুছল কেকেআর
  2. রাহুল-গোয়েঙ্কা ইস্যুতে মুখ খুললেন টিম ইন্ডিয়ার পেসার শামি
Last Updated : May 12, 2024, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.