ETV Bharat / sports

প্রত্য়াবর্তনে ছন্দহীন শামি, মধ্যপ্রদেশের বিরুদ্ধে 228 রানে শেষ বাংলা - RANJI TROPHY 2024 25

360 দিন পর বাইশ গজে প্রত্যাবর্তন সুখের হল না মহম্মদ শামি কিংবা তাঁর দলের জন্য ৷ মধ্যপ্রদেশের বিরুদ্ধে কত ওভার বল করলেন শামি?

MOHAMMED SHAMI
ফাইল ছবি (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 13, 2024, 7:00 PM IST

ইন্দোর, 13 নভেম্বর: বাইশ গজে মহম্মদ শামির প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ সেই আশঙ্কাই যেন বাস্তব হয়ে ধরা দিল বুধের হোলকার স্টেডিয়ামে ৷ বাইশ গজে প্রত্যাবর্তনে ছন্দহীন মহম্মদ শামি ৷ অন্তত প্রথমদিন হাত ঘোরানোর নিরিখে ৷ বাংলা 228 রানে অলআউট হওয়ার পর প্রথমদিন ইন্দোরে এদিন 10 ওভার হাত ঘোরালেন বঙ্গ পেসার ৷ একটি মেডেন নিলেও উইকেটের ভাঁড়ার শূন্য শামির ৷ খরচ করলেন 34 রান ৷

কেবল শামি নয় ৷ গত দু'ম্য়াচে ভালো বোলিং উপহার দেওয়া ঈশান পোড়েল, ঋষভ বিবেকের অনুপস্থিতিতে এদিন সার্বিকভাবে ব্য়র্থ বাংলার বোলিং লাইন-আপ ৷ আর সেই সুযোগে প্রথমদিনের শেষে 30 ওভারে মাত্র এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 103 রানে তুলে ফেলেছে মধ্যপ্রদেশে ৷ ফলত প্রথমদিনের শেষে বাংলা নিঃসন্দেহে ব্য়াকফুটে ৷ বাংলার হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন শামির তুতো ভাই মহম্মদ কাইফ ৷ তবে এই ম্য়াচে সবচেয়ে বেশি নজর ছিল যাঁর দিকে, সেই শামি কাজের কাজ কিছু করতে না-পারায় হতাশ বাংলার ক্রিকেট অনুরাগীরা ৷

এদিন টস জিতে ঘরের মাঠে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠান মধ্যপ্রদেশ অধিনায়ক শুভম শর্মা ৷ শাহবাজ আহমেদে 92 এবং অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের 44 রান বাদ দিলে ডাহা ব্য়র্থ বাংলার ব্য়াটিং ৷ শতরান থেকে আটরান দূরে দাঁড়িয়ে এদিন আরিয়ান পাণ্ডের শিকার হন শাহবাজ ৷ অধিনায়ককে ফেরান কুলওয়ান্ত খেজরোলিয়া ৷ আরিয়ানের পাশাপাশি চার উইকেট তাঁর ঝুলিতেও ৷ 51.2 ওভার ব্যাট করে 228 রানে অলআউট হয়ে যায় বাংলা ৷

পাল্টা মধ্যপ্রদেশ যেভাবে ব্য়াটিং শুরু করেছে, তাতে দ্বিতীয়দিন সকালে বাংলাকে টপকে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা ৷ 44 রানে অপরাজিত শুভ্রাংশু সেনাপতি ৷ 41 রানে ব্যাট করছেন রজত পতিদার ৷ বড়সড় প্রত্যাঘাত ছাড়া এই ম্য়াচ থেকে পুরো পয়েন্ট পাওয়া ভীষণই কঠিন বাংলার জন্য ৷ আর এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট ছাড়া চলতি রঞ্জিতে বাংলার নকআউট আশা কার্যত শেষ ৷ আর সেটা হলে 360 দিন পর বাইশ গজে প্রত্য়াবর্তনের আগে শামির মরশুম স্মরণীয় রাখার যে বার্তা, সেটা শুরুতেই মাঠে মারা যাবে বৈকি ৷

ইন্দোর, 13 নভেম্বর: বাইশ গজে মহম্মদ শামির প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ সেই আশঙ্কাই যেন বাস্তব হয়ে ধরা দিল বুধের হোলকার স্টেডিয়ামে ৷ বাইশ গজে প্রত্যাবর্তনে ছন্দহীন মহম্মদ শামি ৷ অন্তত প্রথমদিন হাত ঘোরানোর নিরিখে ৷ বাংলা 228 রানে অলআউট হওয়ার পর প্রথমদিন ইন্দোরে এদিন 10 ওভার হাত ঘোরালেন বঙ্গ পেসার ৷ একটি মেডেন নিলেও উইকেটের ভাঁড়ার শূন্য শামির ৷ খরচ করলেন 34 রান ৷

কেবল শামি নয় ৷ গত দু'ম্য়াচে ভালো বোলিং উপহার দেওয়া ঈশান পোড়েল, ঋষভ বিবেকের অনুপস্থিতিতে এদিন সার্বিকভাবে ব্য়র্থ বাংলার বোলিং লাইন-আপ ৷ আর সেই সুযোগে প্রথমদিনের শেষে 30 ওভারে মাত্র এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 103 রানে তুলে ফেলেছে মধ্যপ্রদেশে ৷ ফলত প্রথমদিনের শেষে বাংলা নিঃসন্দেহে ব্য়াকফুটে ৷ বাংলার হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন শামির তুতো ভাই মহম্মদ কাইফ ৷ তবে এই ম্য়াচে সবচেয়ে বেশি নজর ছিল যাঁর দিকে, সেই শামি কাজের কাজ কিছু করতে না-পারায় হতাশ বাংলার ক্রিকেট অনুরাগীরা ৷

এদিন টস জিতে ঘরের মাঠে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠান মধ্যপ্রদেশ অধিনায়ক শুভম শর্মা ৷ শাহবাজ আহমেদে 92 এবং অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের 44 রান বাদ দিলে ডাহা ব্য়র্থ বাংলার ব্য়াটিং ৷ শতরান থেকে আটরান দূরে দাঁড়িয়ে এদিন আরিয়ান পাণ্ডের শিকার হন শাহবাজ ৷ অধিনায়ককে ফেরান কুলওয়ান্ত খেজরোলিয়া ৷ আরিয়ানের পাশাপাশি চার উইকেট তাঁর ঝুলিতেও ৷ 51.2 ওভার ব্যাট করে 228 রানে অলআউট হয়ে যায় বাংলা ৷

পাল্টা মধ্যপ্রদেশ যেভাবে ব্য়াটিং শুরু করেছে, তাতে দ্বিতীয়দিন সকালে বাংলাকে টপকে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা ৷ 44 রানে অপরাজিত শুভ্রাংশু সেনাপতি ৷ 41 রানে ব্যাট করছেন রজত পতিদার ৷ বড়সড় প্রত্যাঘাত ছাড়া এই ম্য়াচ থেকে পুরো পয়েন্ট পাওয়া ভীষণই কঠিন বাংলার জন্য ৷ আর এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট ছাড়া চলতি রঞ্জিতে বাংলার নকআউট আশা কার্যত শেষ ৷ আর সেটা হলে 360 দিন পর বাইশ গজে প্রত্য়াবর্তনের আগে শামির মরশুম স্মরণীয় রাখার যে বার্তা, সেটা শুরুতেই মাঠে মারা যাবে বৈকি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.