ETV Bharat / sports

কার্টুনগিরি বন্ধ করুন, বল বিকৃতির অভিযোগে ইনজিকে নিশানা শামির - SHAMI SLAMS INZI

Mohammed Shami: টি20 বিশ্বকাপে আর্শদীপ সিং বল বিকৃতি করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হক ৷ তাঁর সেই অভিযোগের কড়া জবাব দিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি ৷ প্রাক্তন ক্রিকেটারকে দিলেন পরামর্শ ৷

ETV BHARAT
মহম্মদ শামি ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 6:55 PM IST

মুম্বই, 20 জুলাই: মহম্মদ শামির নিশানায় এবার প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হক ৷ ভারতের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে বল বিকৃতির অভিযোগের প্রেক্ষিতে এবার ইউটিউব পডকাস্টে বিস্ফোরক ভারতের তারকা পেসার ৷ ইনজির মন্তব্যতে 'কার্টুনগিরি' বলে কটাক্ষ করলেন তিনি ৷

উল্লেখ্য, টি20 বিশ্বকাপে সুপার এইটে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে আর্শদীপ সিংয়ের বোলিংয়ে রিভার্স স্যুইং হওয়া নিয়ে বল বিকৃতির অভিযোগ করেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার ৷ পাকিস্তানের একটি সংবাদ চ্যানেলে ইনজি প্রশ্ন তুলেছিলেন আর্শদীপের বলের স্যুইং নিয়ে ৷ তাঁর বক্তব্য ছিল, "14-15 ওভারে কীভাবে একজন পেসার এত দ্রুত বল রিভার্স স্যুইং করাতে পারেন ? এটা কীভাবে সম্ভব ?"

এবার শুভঙ্কর মিশ্রর ইউটিউব পডকাস্টে ভারতের তারকা পেসার মহম্মদ শামি এনিয়ে জবাব দিলেন ৷ তিনি বলেন, "একজন প্রাক্তন ক্রিকেটার হয়ে আপনি এসব কথা বলছেন, এটা মেনে নেওয়া যায় না ৷ এমনকী ওয়াসিম আক্রম পর্যন্ত বলেছেন, আম্পায়ার বোলারের হাতে বল তুলে দেন ৷ সেখানে বলের মধ্যে কোনও ডিভাইস সেট করা কখনই সম্ভব নয় ৷ এই ধরনের কার্টুনগিরি ভালো দেখায় না ৷ এই সমস্ত মন্তব্য বোকারা করে ৷"

এখানেই থামেননি শামি ৷ 2023 বিশ্বকাপেও মহম্মদ শামি-সহ ভারতীয় বোলারদের বোলিংয়ের স্যুইং সামলাতে হিমশিম খেয়েছিলেন তাবড় ব্যাটাররা ৷ সেই প্রসঙ্গে টেনে শামি বলেন, "আমি একবার বলেছিলাম একটি ইন্টাভিউতে যে, আমি বল কেটে দেখাব কোনও ডিভাই তাতে লাগানো আছে কিনা ! এবার ওরা আরও একটি নমুনা বের করে নিয়ে এসেছে ৷ ওরা বলছে, কীভাবে আর্শদীপ সিং রিভার্স স্যুইং পাচ্ছেন !"

ইনজামাম-উল-হকের সেই প্রশ্নের জবাবে শামি বলেন, "আমি ইনজামাম ভাইকে একটাই কথা বলব, আমি ওনাকে অনেক সম্মান করি ৷ যদি আপনারা এটা করেন, তাহলে কী সেটা বল বিকৃতি নয় ? আর যারা ওদের বিরুদ্ধে ভালো রিভার্স স্যুইং করবে, তাদের টার্গেট করা হবে ৷ ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী বটে ৷" উল্লেখ্য, শামি এই মুহূর্তে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন ৷ গোড়ালির অস্ত্রোপচারের পর সেখানে তাঁর রিহ্যাব চলছে ৷ 2023 বিশ্বকাপে গোড়ালির চোট নিয়েই খেলেছিলেন শামি ৷ মনে করা হচ্ছে, ঘরের মাঠে বাংলাদেশ অথবা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে কামব্যাক করতে পারেন ভারতের তারকা পেসার ৷

মুম্বই, 20 জুলাই: মহম্মদ শামির নিশানায় এবার প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হক ৷ ভারতের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে বল বিকৃতির অভিযোগের প্রেক্ষিতে এবার ইউটিউব পডকাস্টে বিস্ফোরক ভারতের তারকা পেসার ৷ ইনজির মন্তব্যতে 'কার্টুনগিরি' বলে কটাক্ষ করলেন তিনি ৷

উল্লেখ্য, টি20 বিশ্বকাপে সুপার এইটে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে আর্শদীপ সিংয়ের বোলিংয়ে রিভার্স স্যুইং হওয়া নিয়ে বল বিকৃতির অভিযোগ করেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার ৷ পাকিস্তানের একটি সংবাদ চ্যানেলে ইনজি প্রশ্ন তুলেছিলেন আর্শদীপের বলের স্যুইং নিয়ে ৷ তাঁর বক্তব্য ছিল, "14-15 ওভারে কীভাবে একজন পেসার এত দ্রুত বল রিভার্স স্যুইং করাতে পারেন ? এটা কীভাবে সম্ভব ?"

এবার শুভঙ্কর মিশ্রর ইউটিউব পডকাস্টে ভারতের তারকা পেসার মহম্মদ শামি এনিয়ে জবাব দিলেন ৷ তিনি বলেন, "একজন প্রাক্তন ক্রিকেটার হয়ে আপনি এসব কথা বলছেন, এটা মেনে নেওয়া যায় না ৷ এমনকী ওয়াসিম আক্রম পর্যন্ত বলেছেন, আম্পায়ার বোলারের হাতে বল তুলে দেন ৷ সেখানে বলের মধ্যে কোনও ডিভাইস সেট করা কখনই সম্ভব নয় ৷ এই ধরনের কার্টুনগিরি ভালো দেখায় না ৷ এই সমস্ত মন্তব্য বোকারা করে ৷"

এখানেই থামেননি শামি ৷ 2023 বিশ্বকাপেও মহম্মদ শামি-সহ ভারতীয় বোলারদের বোলিংয়ের স্যুইং সামলাতে হিমশিম খেয়েছিলেন তাবড় ব্যাটাররা ৷ সেই প্রসঙ্গে টেনে শামি বলেন, "আমি একবার বলেছিলাম একটি ইন্টাভিউতে যে, আমি বল কেটে দেখাব কোনও ডিভাই তাতে লাগানো আছে কিনা ! এবার ওরা আরও একটি নমুনা বের করে নিয়ে এসেছে ৷ ওরা বলছে, কীভাবে আর্শদীপ সিং রিভার্স স্যুইং পাচ্ছেন !"

ইনজামাম-উল-হকের সেই প্রশ্নের জবাবে শামি বলেন, "আমি ইনজামাম ভাইকে একটাই কথা বলব, আমি ওনাকে অনেক সম্মান করি ৷ যদি আপনারা এটা করেন, তাহলে কী সেটা বল বিকৃতি নয় ? আর যারা ওদের বিরুদ্ধে ভালো রিভার্স স্যুইং করবে, তাদের টার্গেট করা হবে ৷ ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী বটে ৷" উল্লেখ্য, শামি এই মুহূর্তে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন ৷ গোড়ালির অস্ত্রোপচারের পর সেখানে তাঁর রিহ্যাব চলছে ৷ 2023 বিশ্বকাপে গোড়ালির চোট নিয়েই খেলেছিলেন শামি ৷ মনে করা হচ্ছে, ঘরের মাঠে বাংলাদেশ অথবা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে কামব্যাক করতে পারেন ভারতের তারকা পেসার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.