ETV Bharat / sports

কমনওয়েলথ দাবায় চ্যাম্পিয়ন বাংলার ছেলে, অনুভূতি কেমন ইটিভি ভারতকে জানালেন গ্র্যান্ডমাস্টার মিত্রাভ - কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ

Commonwealth Chess Championship 2024: কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ওপেন রাউন্ডে ভারতীয় দাবাড়ুরাই সাম্প্রতিক সময়ে দাপট দেখিয়ে আসছেন। গত নয় বছরে সোনার পদক উঠেছে ভারতীয়দের গলায়। মঙ্গলবার মালয়েশিয়ার মালেকায় সেই ধারা অব্যহত রাখলেন বাংলার মিত্রাভ। কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সোনা পেলেন মিত্রাভ গুহ ৷ এরপরই ইটিভি ভারতকে গ্র্যান্ডমাস্টার মিত্রাভ জানালেন, চ্যাম্পিয়ন হওয়াটা আত্মবিশ্বাস বাড়ায় ৷

কমনওয়েলথ দাবায় চ্যাম্পিয়ন বাংলার ছেলে
Commonwealth Chess Championship 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 8:23 AM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সোনা মিত্রাভ গুহ'র। বাংলার দাবায় ফের সাফল্যের আলো। অগোচরে এই সাফল্য আদতে রাজ্যের দাবার উন্নতির ছবি। চিরকালের কম কথার মিত্রাভ বলছেন, পদকের রং বদলের লক্ষ্যপূরণ হওয়ায় আমি খুশি। কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে 9 পয়েন্টের মধ্যে সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলেন বাংলার এই গ্র্যান্ডমাস্টার।

  • অনেক রাতে নেটওয়ার্কের সমস্যা কাটিয়ে মালেকা থেকে ইটিভি ভারতের তরফে হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ করা গিয়েছিল মিত্রাভর সঙ্গে। সোনা জয়ের আনন্দে খুশি বাংলার গ্র্যান্ডমাস্টার আমাদের প্রতিনিধিকে বলেন, "এখানে জিততে পেরে ভালো লাগছে। যে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়াটা আত্মবিশ্বাস বাড়ায়। আশা করছি এই জয় ভবিষ্যতে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।"
    গ্র্যান্ডমাস্টার মিত্রাভ
    Commonwealth Chess Championship 2024
  • গত বছর শ্রীলঙ্কায় রানার্স হয়েছিলেন মিত্রাভ। এবার পদকের রং বদলে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। লক্ষ্যপূরণে বাড়তি খুশি তিনি। "কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে শেষবার রুপো পেয়েছিলাম। ফলে এবার প্রথম থেকেই চ্যাম্পিয়ন হওয়া নিয়ে বাড়তি তৎপর ছিল। সেই লক্ষ্যপূরণ হয়েছে," উচ্ছ্বাস মিত্রাভ'র গলায়।
  • মালেকায় চ্যাম্পিয়ন হয়ে থামছেন না। বরং ওখান থেকেই পরবর্তী লক্ষ্য নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন তিনি। 4 মার্চ থেকে মহারাষ্ট্রের নাসিকে শুরু হচ্ছে জাতীয় ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ। সেখানে ভালো ফল করাই মূল লক্ষ্য বাঙালি গ্র্যান্ডমাস্টারের।

এবারের কমনওয়েলথ দাবায় বাংলার দাপট। মিত্রাভই নন, মালেকা থেকে পদক নিয়ে ফিরছে আরও দুই বাঙালি দাবাড়ু। অনূর্ধ্ব-8 বিভাগে চ্যাম্পিয়ন সর্বার্থ মণি। সব ম্যাচ জিতে সম্ভাব্য 9 পয়েন্টের মধ্যে 9 পয়েন্টই পেয়েছে সে। গতবছর অনূর্ধ্ব-7 বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল সর্বার্থ। মেয়েদের অনূর্ধ্ব-14 বিভাগে রানার্স হয়েছে সাপার্যা ঘোষ। গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে চারটি পদক জয়ী সাপার্য কমনওয়েলথে রানার্স হয়েই সন্তষ্ট থাকতে হল।

বাংলার আরেক গ্র্যান্ডমাস্টার সায়ন্তন দাস ওপেন বিভাগে শেষ করেন নবম স্থানে। গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া বলছেন মিত্রাভ'র সাফল্য বাংলার দাবার উজ্জ্বল ছবি। গত একবছরে একাধিক গ্র্যান্ডমাস্টার পেয়েছে বাংলা। আরও কয়েকজন অপেক্ষায় রয়েছে। যাদের গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়া সময়ের অপেক্ষা। কমনওয়েলথ দাবায় এই সাফল্য আদতে বাংলার দাবার সঠিক পথে চলার ছবি।

আরও পড়ুন:

  1. খুদে 'দাবাড়ু'দের সঙ্গে এক ফ্রেমে গ্র‍্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়
  2. প্রজ্ঞানন্দের উন্নতি নজর কেড়েছে আনন্দের, ভিসির মুখে শোনা গেল গুকেশের প্রশংসাও
  3. 'স্বর্ণযুগে' প্রবেশ করেছে ভারতীয় দাবা, জানালেন ফেডারেশন সভাপতি

কলকাতা, 28 ফেব্রুয়ারি: কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সোনা মিত্রাভ গুহ'র। বাংলার দাবায় ফের সাফল্যের আলো। অগোচরে এই সাফল্য আদতে রাজ্যের দাবার উন্নতির ছবি। চিরকালের কম কথার মিত্রাভ বলছেন, পদকের রং বদলের লক্ষ্যপূরণ হওয়ায় আমি খুশি। কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে 9 পয়েন্টের মধ্যে সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলেন বাংলার এই গ্র্যান্ডমাস্টার।

  • অনেক রাতে নেটওয়ার্কের সমস্যা কাটিয়ে মালেকা থেকে ইটিভি ভারতের তরফে হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ করা গিয়েছিল মিত্রাভর সঙ্গে। সোনা জয়ের আনন্দে খুশি বাংলার গ্র্যান্ডমাস্টার আমাদের প্রতিনিধিকে বলেন, "এখানে জিততে পেরে ভালো লাগছে। যে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়াটা আত্মবিশ্বাস বাড়ায়। আশা করছি এই জয় ভবিষ্যতে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।"
    গ্র্যান্ডমাস্টার মিত্রাভ
    Commonwealth Chess Championship 2024
  • গত বছর শ্রীলঙ্কায় রানার্স হয়েছিলেন মিত্রাভ। এবার পদকের রং বদলে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। লক্ষ্যপূরণে বাড়তি খুশি তিনি। "কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে শেষবার রুপো পেয়েছিলাম। ফলে এবার প্রথম থেকেই চ্যাম্পিয়ন হওয়া নিয়ে বাড়তি তৎপর ছিল। সেই লক্ষ্যপূরণ হয়েছে," উচ্ছ্বাস মিত্রাভ'র গলায়।
  • মালেকায় চ্যাম্পিয়ন হয়ে থামছেন না। বরং ওখান থেকেই পরবর্তী লক্ষ্য নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন তিনি। 4 মার্চ থেকে মহারাষ্ট্রের নাসিকে শুরু হচ্ছে জাতীয় ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ। সেখানে ভালো ফল করাই মূল লক্ষ্য বাঙালি গ্র্যান্ডমাস্টারের।

এবারের কমনওয়েলথ দাবায় বাংলার দাপট। মিত্রাভই নন, মালেকা থেকে পদক নিয়ে ফিরছে আরও দুই বাঙালি দাবাড়ু। অনূর্ধ্ব-8 বিভাগে চ্যাম্পিয়ন সর্বার্থ মণি। সব ম্যাচ জিতে সম্ভাব্য 9 পয়েন্টের মধ্যে 9 পয়েন্টই পেয়েছে সে। গতবছর অনূর্ধ্ব-7 বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল সর্বার্থ। মেয়েদের অনূর্ধ্ব-14 বিভাগে রানার্স হয়েছে সাপার্যা ঘোষ। গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে চারটি পদক জয়ী সাপার্য কমনওয়েলথে রানার্স হয়েই সন্তষ্ট থাকতে হল।

বাংলার আরেক গ্র্যান্ডমাস্টার সায়ন্তন দাস ওপেন বিভাগে শেষ করেন নবম স্থানে। গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া বলছেন মিত্রাভ'র সাফল্য বাংলার দাবার উজ্জ্বল ছবি। গত একবছরে একাধিক গ্র্যান্ডমাস্টার পেয়েছে বাংলা। আরও কয়েকজন অপেক্ষায় রয়েছে। যাদের গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়া সময়ের অপেক্ষা। কমনওয়েলথ দাবায় এই সাফল্য আদতে বাংলার দাবার সঠিক পথে চলার ছবি।

আরও পড়ুন:

  1. খুদে 'দাবাড়ু'দের সঙ্গে এক ফ্রেমে গ্র‍্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়
  2. প্রজ্ঞানন্দের উন্নতি নজর কেড়েছে আনন্দের, ভিসির মুখে শোনা গেল গুকেশের প্রশংসাও
  3. 'স্বর্ণযুগে' প্রবেশ করেছে ভারতীয় দাবা, জানালেন ফেডারেশন সভাপতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.