ETV Bharat / sports

ধোনির পরিণত মস্তিষ্ক-কর্মক্ষমতাকে বেঞ্জামিন বাটনের সঙ্গে তুলনা মাইক হাসির - Michael Hussey lauds MS Dhoni

Michael Hussey lauds MS Dhoni: 42-এর মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট মস্তিষ্ক এবং তাঁর অক্লান্ত কর্মক্ষমতাকে এককথায় বিশ্লেষণ করা খুবই কঠিন ৷ কিন্তু, সেটাই করলেন প্রাক্তন অজি ক্রিকেটার তথা চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ANI

Published : Mar 19, 2024, 6:15 PM IST

চেন্নাই, 19 মার্চ: বেঞ্জামিন বাটন, হলিউড কল্পজগতের একটি আবিষ্কার ৷ যেখানে একজন মানুষের বয়স উর্ধ্বমুখী নয়, বরং নিম্নমুখী এবং সময়ের সঙ্গে সঙ্গে তা ক্রমাগত কমতে থাকে ৷ সেই বেঞ্জামিন বাটনের সঙ্গেই এবার বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়কের তুলনা টানলেন মাইক হাসি ৷ কারণ, ধোনির কর্মক্ষমতা ৷ যা সময়ের সঙ্গে সঙ্গে বেঞ্জামিন বাটনের মতোই বাড়ছে ৷ যদিও, হলিউডের সেই কল্পচরিত্র জন্মেছিল একজন বৃদ্ধের শরীর নিয়ে ৷ আর মৃত্যুকালে সে একজন শিশু ছিল ৷ ধোনির ক্ষেত্রে অবশ্যই বিষয়টি আর পাঁচজন মানুষের মতোই বাস্তবসম্পন্ন ৷ কিন্তু, বয়স যত বাড়ছে, তত ধোনির কাজ ও চাপ নেওয়ার ক্ষমতাও বাড়ছে ৷

তাই ধোনিকে বেঞ্জামিন বাটনের সঙ্গে তুলনা করলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইকেল হাসি ৷ ধোনির নেতৃত্বে ক্রিকেটার হিসেবে আইপিএল জিতিয়েছেন সিএসকে-কে ৷ সেই হাসি এবার ধোনির কোচ ৷ প্রাক্তন ভারত অধিনায়কের 42 বছর বয়সেও এই কর্মক্ষমতাকে কুর্ণিশ জানিয়েছেন হাসি ৷ তিনি বলেন, "এমএস আসন্ন সিজনের জন্য খুব ভালো প্রস্তুতি নিচ্ছে ৷ এই মুহূর্তে খুব ভালো ব্যাটিংও করছে ৷ আমাকে বলতেই হচ্ছে, ও একেবারে বেঞ্জামিন বাটনের মতো ! সময়ের সঙ্গে আরও ভালো হচ্ছে ৷"

তবে, ধোনির উইকেটের মাঝে দৌড়ানোর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে বলে জানালেন মাইক হাসি ৷ সিএসকের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে হাসি বলেন, "ব্যাটিংয়ের সময় ধোনির উইকেটে মাঝে দৌড়তে একটু সমস্যা হচ্ছে ৷ ও আর আগের মতো একজন চনমনে তরুণ নয় ৷ তাই উইকেটের মাঝে দৌড়ানোর ক্ষেত্রে সমস্যাটা আরও বাড়বে ওর জন্য ৷ কিন্তু, ইনিংসের শেষের দিকে যেখানে উইকেটের মাঝে বেশি দৌড়তে হবে না ৷ সেই সময় ও দারুণভাবে বল হিট করছে ৷ আর সেটা দেখতে দারুণ লাগছে ৷"

উল্লেখ্য, গতবছর হাঁটুর চোট নিয়ে খেলেছিলেন ধোনি ৷ দৌড়তে সমস্যা হচ্ছিল ৷ এমনকি উইকেট-কিপিংয়ের ক্ষেত্রেও সমস্যা হচ্ছিল তাঁর ৷ আইপিএল শেষ হওয়ার পর মুম্বইয়ে হাঁটুর সফল অস্ত্রোপচার হয় তাঁর ৷ বেশ কয়েকমাসের বিশ্রামের পর, ব্যক্তিগত উদ্যোগে রিহ্যাবও করেন ধোনি ৷ তারপর নিজেই জানিয়েছিলেন, হাঁটুতে আর কোনও সমস্যা নেই ৷ কিন্তু, বয়সের কিছুটা প্রভাব অবশ্য়ই শরীরে উপর পড়বে ৷ আর সেটাই হয়তো উইকেটের মাঝে দৌড়ের ক্ষেত্রে দেখা দিয়েছে ৷

আরও পড়ুন:

  1. টি-20 বিশ্বকাপের নিরিখে আইপিএলের প্রথমধাপ কোহলির জন্য গুরুত্বপূর্ণ
  2. আইপিএল টিভি কমেন্ট্রিতে ফিরছেন 'দ্য ওয়ান-লাইনার ম্যান'
  3. 'কেকেআর আমাকে সফল নেতা তৈরি করেছে', দাবি গৌতম গম্ভীরের

চেন্নাই, 19 মার্চ: বেঞ্জামিন বাটন, হলিউড কল্পজগতের একটি আবিষ্কার ৷ যেখানে একজন মানুষের বয়স উর্ধ্বমুখী নয়, বরং নিম্নমুখী এবং সময়ের সঙ্গে সঙ্গে তা ক্রমাগত কমতে থাকে ৷ সেই বেঞ্জামিন বাটনের সঙ্গেই এবার বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়কের তুলনা টানলেন মাইক হাসি ৷ কারণ, ধোনির কর্মক্ষমতা ৷ যা সময়ের সঙ্গে সঙ্গে বেঞ্জামিন বাটনের মতোই বাড়ছে ৷ যদিও, হলিউডের সেই কল্পচরিত্র জন্মেছিল একজন বৃদ্ধের শরীর নিয়ে ৷ আর মৃত্যুকালে সে একজন শিশু ছিল ৷ ধোনির ক্ষেত্রে অবশ্যই বিষয়টি আর পাঁচজন মানুষের মতোই বাস্তবসম্পন্ন ৷ কিন্তু, বয়স যত বাড়ছে, তত ধোনির কাজ ও চাপ নেওয়ার ক্ষমতাও বাড়ছে ৷

তাই ধোনিকে বেঞ্জামিন বাটনের সঙ্গে তুলনা করলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইকেল হাসি ৷ ধোনির নেতৃত্বে ক্রিকেটার হিসেবে আইপিএল জিতিয়েছেন সিএসকে-কে ৷ সেই হাসি এবার ধোনির কোচ ৷ প্রাক্তন ভারত অধিনায়কের 42 বছর বয়সেও এই কর্মক্ষমতাকে কুর্ণিশ জানিয়েছেন হাসি ৷ তিনি বলেন, "এমএস আসন্ন সিজনের জন্য খুব ভালো প্রস্তুতি নিচ্ছে ৷ এই মুহূর্তে খুব ভালো ব্যাটিংও করছে ৷ আমাকে বলতেই হচ্ছে, ও একেবারে বেঞ্জামিন বাটনের মতো ! সময়ের সঙ্গে আরও ভালো হচ্ছে ৷"

তবে, ধোনির উইকেটের মাঝে দৌড়ানোর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে বলে জানালেন মাইক হাসি ৷ সিএসকের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে হাসি বলেন, "ব্যাটিংয়ের সময় ধোনির উইকেটে মাঝে দৌড়তে একটু সমস্যা হচ্ছে ৷ ও আর আগের মতো একজন চনমনে তরুণ নয় ৷ তাই উইকেটের মাঝে দৌড়ানোর ক্ষেত্রে সমস্যাটা আরও বাড়বে ওর জন্য ৷ কিন্তু, ইনিংসের শেষের দিকে যেখানে উইকেটের মাঝে বেশি দৌড়তে হবে না ৷ সেই সময় ও দারুণভাবে বল হিট করছে ৷ আর সেটা দেখতে দারুণ লাগছে ৷"

উল্লেখ্য, গতবছর হাঁটুর চোট নিয়ে খেলেছিলেন ধোনি ৷ দৌড়তে সমস্যা হচ্ছিল ৷ এমনকি উইকেট-কিপিংয়ের ক্ষেত্রেও সমস্যা হচ্ছিল তাঁর ৷ আইপিএল শেষ হওয়ার পর মুম্বইয়ে হাঁটুর সফল অস্ত্রোপচার হয় তাঁর ৷ বেশ কয়েকমাসের বিশ্রামের পর, ব্যক্তিগত উদ্যোগে রিহ্যাবও করেন ধোনি ৷ তারপর নিজেই জানিয়েছিলেন, হাঁটুতে আর কোনও সমস্যা নেই ৷ কিন্তু, বয়সের কিছুটা প্রভাব অবশ্য়ই শরীরে উপর পড়বে ৷ আর সেটাই হয়তো উইকেটের মাঝে দৌড়ের ক্ষেত্রে দেখা দিয়েছে ৷

আরও পড়ুন:

  1. টি-20 বিশ্বকাপের নিরিখে আইপিএলের প্রথমধাপ কোহলির জন্য গুরুত্বপূর্ণ
  2. আইপিএল টিভি কমেন্ট্রিতে ফিরছেন 'দ্য ওয়ান-লাইনার ম্যান'
  3. 'কেকেআর আমাকে সফল নেতা তৈরি করেছে', দাবি গৌতম গম্ভীরের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.