ETV Bharat / sports

বিশ্বসেরা রোহিতরা ফিরলেন দেশে, বিমানবন্দরে সমর্থকদের উদ্দেশে হাত নাড়লেন বিরাট - T20 World Cup 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 6:32 AM IST

Updated : Jul 4, 2024, 8:32 AM IST

Team India Return From Barbados with T20 World Cup 2024 Trophy: প্রাকৃতিক দুর্যোগে আটকে থাকা রোহিত শর্মা, বিরাট কোহলিরা দেশে ফিরলেন ৷ বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ দিল্লির বিমানবন্দরে নামে রোহিতদের বিমান। 'বিশ্বসেরা'দের এক ঝলক দেখতে দিল্লি বিমানবন্দরে উপস্থিত হয়েছেন সমর্থকরা ৷

Team India Return From Barbados with T20 World Cup 2024 Trophy
ট্রফি হাতে সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা (এএনআই এক্স)

দিল্লি, 4 জুলাই: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গত শনিবার বার্বাডোজের মাটিতে বিশ্বসেরা হয়েছে ভারত ৷ বিশ্ব চ্য়াম্পিয়ন হওয়ার পর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল রোহিত অ্যান্ড কোম্পানি ৷ অবশেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরলেন রোহিত, বিরাট, হার্দিক, রাহুল দ্রাবিড়রা ৷ বিশ্বজয়ীদের এক ঝলক দেখার জন্য দিল্লি বিমানবন্দরে ভিড় করেছেন ভারতীয় সমর্থকরা ৷ আবেগে ফুটছেন তাঁরা ৷ রোহিতদের নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে টিম বাস।

শনিবার বার্বাডোজে ফাইনাল মহারণ শেষ হওয়ার পরই রবিবার দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার ৷ কিন্তু হারিকেন বেরিলের দাপটে কার্যত হোটেলবন্দি হয়ে থাকতে হয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের। শনিবার রাত সাড়ে 11টার পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার 105 ঘণ্টা অতিক্রান্ত হয়েছে ৷ তারপর বৃহস্পতিবার সকালে বিশেষ বিমান রোহিত শর্মা, বিরাট কোহলিদের নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করল ৷

সংবাদসংস্থা এএনআইয়ের এক্সে হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 3-এ টিম ইন্ডিয়ার বাস ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে ৷ এদিন সকালেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক্সেও পোস্ট করা হয়েছে একটি ভিডিয়ো ৷ তাতে দেখা যাচ্ছে, বুমরা, রোহিত, বিরাট, শিবম, চাহাল, জাদেজা, সিরাজ থেকে শুরু করে সকলেই একটি বাক্স খুলছেন ৷ ভিডিয়োটি বিমানেই করা হয়েছে ৷ তাতে রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ ট্রফি ৷ সকলেই সেই ট্রফি হাতে তুলছেন ও চুমু খাচ্ছেন ৷ এর পাশাপাশি ভিডিয়ো শেষ হতেই লেখা, 'ইটস হোম' ৷

It's home 🏆 #TeamIndia pic.twitter.com/bduGveUuDF

— BCCI (@BCCI) July 4, 2024

আরও একটি ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআই ৷ তাতে দেখা গিয়েছে, বিশ্বকাপ ট্রফি নিয়ে সসম্মানে ঘরে ফিরছে ভারতীয় দল ৷ সঙ্গে রয়েছে তাঁদের পরিবারও ৷

আজ দেশে ফেরার পর বিশ্বজয়ী ভারতীয় দলের জন্য মেগা আয়োজনের ব্যবস্থা করেছে বিসিসিআই ৷ কী কী সেই আয়োজন-

  • এদিন বিমানবন্দর থেকে রোহিত, কোহলিরা দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে চা-চক্রে যোগ দেওয়ার কথা রয়েছে রোহিত-সহ অন্য়ান্য় ক্রিকেটার-কোচ এবং সাপোর্ট স্টাফদের। ভারত টি-20 বিশ্বকাপ জেতার পরই রোহিতদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। কোহলিদের শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন তিনি।
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরেই চার্টার বিমানে মুম্বই উড়ে যাবেন রোহিতরা ৷ সেখানে মেরিন ড্রাইভ থেকে হুডখোলা বাসে চড়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ঘুরবেন ভারতীয় ক্রিকেটাররা ৷
  • এখানেই শেষ নয়, এরপর স্টেডিয়ামে ভারতীয় দলের জন্য রয়েছে বিশেষ সংবর্ধনার আয়োজন ৷ বিকেল 5টায় শুরু হবে ভিকট্রি প্যারাড অনুষ্ঠান ৷

দিল্লি, 4 জুলাই: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গত শনিবার বার্বাডোজের মাটিতে বিশ্বসেরা হয়েছে ভারত ৷ বিশ্ব চ্য়াম্পিয়ন হওয়ার পর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল রোহিত অ্যান্ড কোম্পানি ৷ অবশেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরলেন রোহিত, বিরাট, হার্দিক, রাহুল দ্রাবিড়রা ৷ বিশ্বজয়ীদের এক ঝলক দেখার জন্য দিল্লি বিমানবন্দরে ভিড় করেছেন ভারতীয় সমর্থকরা ৷ আবেগে ফুটছেন তাঁরা ৷ রোহিতদের নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে টিম বাস।

শনিবার বার্বাডোজে ফাইনাল মহারণ শেষ হওয়ার পরই রবিবার দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার ৷ কিন্তু হারিকেন বেরিলের দাপটে কার্যত হোটেলবন্দি হয়ে থাকতে হয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের। শনিবার রাত সাড়ে 11টার পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার 105 ঘণ্টা অতিক্রান্ত হয়েছে ৷ তারপর বৃহস্পতিবার সকালে বিশেষ বিমান রোহিত শর্মা, বিরাট কোহলিদের নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করল ৷

সংবাদসংস্থা এএনআইয়ের এক্সে হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 3-এ টিম ইন্ডিয়ার বাস ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে ৷ এদিন সকালেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক্সেও পোস্ট করা হয়েছে একটি ভিডিয়ো ৷ তাতে দেখা যাচ্ছে, বুমরা, রোহিত, বিরাট, শিবম, চাহাল, জাদেজা, সিরাজ থেকে শুরু করে সকলেই একটি বাক্স খুলছেন ৷ ভিডিয়োটি বিমানেই করা হয়েছে ৷ তাতে রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ ট্রফি ৷ সকলেই সেই ট্রফি হাতে তুলছেন ও চুমু খাচ্ছেন ৷ এর পাশাপাশি ভিডিয়ো শেষ হতেই লেখা, 'ইটস হোম' ৷

আরও একটি ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআই ৷ তাতে দেখা গিয়েছে, বিশ্বকাপ ট্রফি নিয়ে সসম্মানে ঘরে ফিরছে ভারতীয় দল ৷ সঙ্গে রয়েছে তাঁদের পরিবারও ৷

আজ দেশে ফেরার পর বিশ্বজয়ী ভারতীয় দলের জন্য মেগা আয়োজনের ব্যবস্থা করেছে বিসিসিআই ৷ কী কী সেই আয়োজন-

  • এদিন বিমানবন্দর থেকে রোহিত, কোহলিরা দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে চা-চক্রে যোগ দেওয়ার কথা রয়েছে রোহিত-সহ অন্য়ান্য় ক্রিকেটার-কোচ এবং সাপোর্ট স্টাফদের। ভারত টি-20 বিশ্বকাপ জেতার পরই রোহিতদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। কোহলিদের শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন তিনি।
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরেই চার্টার বিমানে মুম্বই উড়ে যাবেন রোহিতরা ৷ সেখানে মেরিন ড্রাইভ থেকে হুডখোলা বাসে চড়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ঘুরবেন ভারতীয় ক্রিকেটাররা ৷
  • এখানেই শেষ নয়, এরপর স্টেডিয়ামে ভারতীয় দলের জন্য রয়েছে বিশেষ সংবর্ধনার আয়োজন ৷ বিকেল 5টায় শুরু হবে ভিকট্রি প্যারাড অনুষ্ঠান ৷
Last Updated : Jul 4, 2024, 8:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.