ETV Bharat / sports

সুপার ওভারে জিতে বিশ্বকাপ অভিযান শুরু নামিবিয়ার - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

OMAN vs NAM: তৃতীয় ম্যাচেই সুপার ওভার দেখল চলতি টি-20 বিশ্বকাপ ৷ ব্রিজটাউনের কেনসিংটন ওভালে নামিবিয়া ও ওমানের ম্যাচ সুপার ওভারে গড়াল ৷ নির্ধারিত 20 ওভারে 109 রান তুলেছিল ওমান ৷ রান তাড়া করতে নেমে নামিবিয়াকেও ওই একই রানে বেঁধে ফেলে আকিব ইলিয়াসের দল ৷ ম্যাচ টাই হয় ৷ সুপার ওভারে ওমানকে 'বধ' করে বিশ্বকাপ অভিযান শুরু করল নামিবিয়া ৷

OMAN vs NAM
জিতে বিশ্বকাপ অভিযান শুরু নামিবিয়ার (টি-20 বিশ্বকাপ 2024 এক্স হ্য়ান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 10:30 AM IST

Updated : Jun 3, 2024, 11:15 AM IST

ব্রিজটাউন, 3 জুন: সুপার ওভারে জিতে বিশ্বকাপ মিশন শুরু নামিবিয়ার ৷ ব্রিজটাউনে সোমবার টস হেরে প্রথম ব্যাটিং কপে 19.4 ওভারে মাত্র 109 রানেই অলআউট হয় ওমান। রান তাড়া করতে নেমে নামিবিয়া 6 উইকেটে 109 রানে থেমে যায় ৷ ফলে ম্যাচ টাই হয় ৷ ফলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় সুপার ওভারে ৷ ব্যাটে বলে দাপট দেখান ডেভিড উইজ ৷ সুপার ওভারে দাপট দেখিয়ে ওমানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল নামিবিয়া ৷

এদিন সুপার ওভারে প্রথমে ব্যাট করে নামিবিয়া ৷ 109 রান তাড়া করে ম্যাচ জিততে না-পারলেও সুপার ওভারে ওমানের বিরুদ্ধে 21 রান করে নামিবিয়া ৷ জবাবে সুপার ওভারে মাত্র 10 রান তোলে ওয়ান ৷ ফলে 11 রানে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করে নামিবিয়া ৷ ম্যাচের নায়ক ডেভিড উইজ ৷ সুপার ওভারে অধিনায়ক গেরহার্ড ইরাসমাসকে সঙ্গে নিয়ে উইজ 6 বলে একটি ওভার বাউন্ডারি ও তিনটি বাউন্ডারি হাঁকান৷ টি-20 বিশ্বকাপের ইতিহাসে সুপার ওভারে এটাই সর্বোচ্চ রান ৷ ম্যাচ জিততে 22 রান তাড়া করতে নেমে ওমান ব্যাটারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান উইজ ৷

তার আগে টস হেরে ব্যাট করতে নামে ওমান ৷ শুরু থেকেই হোঁচট খেতে থাকে ওমান ব্যাটাররা ৷ আকিব ইলিয়াস বাহিনীর হয়ে সর্বোচ্চ রান করেন খালিদ কালি ৷ 39 বলে 34 রান করেন তিনি ৷ 22 রান করেন জিসান মকসুদ ৷ 19.04 ওভারে 10 উইকেট হারিয়ে 109 রান তোলে ওমান ৷ অন্যদিকে, নামিবিয়ার রুবেন ট্রাম্পেলম্যান এদিন 4 অভার হাত ঘুরিয়ে মাত্র 21 রান দিয়ে 4 টি উইকেট নেন ৷ তিনটি উইকেট নেন ডেভিড উইজ ৷ 2টি উইকেট নেন গেরহার্ড ইরাসমাস ৷

পালটা রান তাড়া করতে নেমে জান ফ্রাইলিনক 45 করেন ৷ সেটাই সর্বোচ্চ রান ৷ এরপর 24 রান করেন নিকোলাস ডেভিন ৷ অন্যদিকে, ওমানের মেহরান খান 3টি উইকেট নেন ৷ নাবিবিয়ার কাছে হারলেও ওমান কিন্তু যথেষ্টই লড়াই করল। নাবিবিয়ার পরের ম্যাচে আগামী 7 জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে।

ব্রিজটাউন, 3 জুন: সুপার ওভারে জিতে বিশ্বকাপ মিশন শুরু নামিবিয়ার ৷ ব্রিজটাউনে সোমবার টস হেরে প্রথম ব্যাটিং কপে 19.4 ওভারে মাত্র 109 রানেই অলআউট হয় ওমান। রান তাড়া করতে নেমে নামিবিয়া 6 উইকেটে 109 রানে থেমে যায় ৷ ফলে ম্যাচ টাই হয় ৷ ফলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় সুপার ওভারে ৷ ব্যাটে বলে দাপট দেখান ডেভিড উইজ ৷ সুপার ওভারে দাপট দেখিয়ে ওমানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল নামিবিয়া ৷

এদিন সুপার ওভারে প্রথমে ব্যাট করে নামিবিয়া ৷ 109 রান তাড়া করে ম্যাচ জিততে না-পারলেও সুপার ওভারে ওমানের বিরুদ্ধে 21 রান করে নামিবিয়া ৷ জবাবে সুপার ওভারে মাত্র 10 রান তোলে ওয়ান ৷ ফলে 11 রানে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করে নামিবিয়া ৷ ম্যাচের নায়ক ডেভিড উইজ ৷ সুপার ওভারে অধিনায়ক গেরহার্ড ইরাসমাসকে সঙ্গে নিয়ে উইজ 6 বলে একটি ওভার বাউন্ডারি ও তিনটি বাউন্ডারি হাঁকান৷ টি-20 বিশ্বকাপের ইতিহাসে সুপার ওভারে এটাই সর্বোচ্চ রান ৷ ম্যাচ জিততে 22 রান তাড়া করতে নেমে ওমান ব্যাটারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান উইজ ৷

তার আগে টস হেরে ব্যাট করতে নামে ওমান ৷ শুরু থেকেই হোঁচট খেতে থাকে ওমান ব্যাটাররা ৷ আকিব ইলিয়াস বাহিনীর হয়ে সর্বোচ্চ রান করেন খালিদ কালি ৷ 39 বলে 34 রান করেন তিনি ৷ 22 রান করেন জিসান মকসুদ ৷ 19.04 ওভারে 10 উইকেট হারিয়ে 109 রান তোলে ওমান ৷ অন্যদিকে, নামিবিয়ার রুবেন ট্রাম্পেলম্যান এদিন 4 অভার হাত ঘুরিয়ে মাত্র 21 রান দিয়ে 4 টি উইকেট নেন ৷ তিনটি উইকেট নেন ডেভিড উইজ ৷ 2টি উইকেট নেন গেরহার্ড ইরাসমাস ৷

পালটা রান তাড়া করতে নেমে জান ফ্রাইলিনক 45 করেন ৷ সেটাই সর্বোচ্চ রান ৷ এরপর 24 রান করেন নিকোলাস ডেভিন ৷ অন্যদিকে, ওমানের মেহরান খান 3টি উইকেট নেন ৷ নাবিবিয়ার কাছে হারলেও ওমান কিন্তু যথেষ্টই লড়াই করল। নাবিবিয়ার পরের ম্যাচে আগামী 7 জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে।

Last Updated : Jun 3, 2024, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.