প্যারিস, 28 জুলাই: প্রত্যাশায় সিলমোহর দিয়ে প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন মনু ভাকের ৷ 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রবিবার ব্রোঞ্জ জিতলেন ভারতীয় শুটার ৷ রাজ্যবর্ধন সিং রাঠোর, গগন নারাং, অভিনব বিন্দ্রা, বিজয় কুমারের পর পঞ্চম ভারতীয় শুটার হিসেবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ পদক এনে দিলেন হরিয়ানার মনু ৷ টোকিয়ো অলিম্পিক্সে একই ইভেন্টে যোগ্যতা অর্জন পর্বে পিস্তল গোলযোগের কারণে মাঝপথে বাইরে বেরিয়ে যেতে হয়েছিল মনুকে ৷ তিন বছর বাদে দেশকে পদক দিয়ে সেই আক্ষেপ যেন সুদে-আসলে ঘোচালেন তিনি ৷
🇮🇳🔥 𝗜𝗻𝗱𝗶𝗮'𝘀 𝗲𝗹𝗶𝘁𝗲 𝘀𝗵𝗼𝗼𝘁𝗲𝗿𝘀! A historic achievement for Manu Bhaker as she becomes the first-ever Indian woman to win an Olympic medal in shooting!
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 28, 2024
🧐 Here's a look at India's shooting medallists in the Olympics over the years.
👉 𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 @sportwalkmedia… pic.twitter.com/ODu5rBDUjp
শনিবার যোগ্যতা অর্জন পর্বে তৃতীয়স্থানে শেষ করেই ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন মনু ৷ তারপর থেকেই তৈরি হয়েছিল প্রত্যাশা ৷ সেই প্রত্যাশায় সিলমোহর দিয়ে এদিক দেশকে চলতি অলিম্পিক্সের প্রথম পদক দিলেন 22 বছরের শুটার ৷ একই ইভেন্টে সোনা এবং রুপো গেল কোরিয়ার ঝুলিতে ৷ সোনা জয়ের পথে এদিন অলিম্পিক্স রেকর্ড গড়লেন কোরিয়ার ওহ ইয়ে জিন ৷ 221.7 স্কোর করে তিনে থামলেন মনু ৷
প্যারিসে মনুর পদক জয় ঐতিহাসিকও বটে ৷ প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জয়ের নজির গড়লেন ঝজ্জরের মেয়ে ৷ পাশাপাশি পঞ্চম ভারতীয় শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন তিনি ৷ মনু ভাকেরকে পদকজয়ের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী আবার ফোন কলে কথাও বলেন মনুর সঙ্গে ৷
Heartiest congratulations to Manu Bhaker for opening India’s medal tally with her bronze medal in the 10 metre air pistol shooting event at the Paris Olympics. She is the first Indian woman to win an Olympic medal in a shooting competition. India is proud of Manu Bhaker. Her…
— President of India (@rashtrapatibhvn) July 28, 2024
রাষ্ট্রপতি মুর্মু এক্সে লেখেন, "10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতে ভারতের পদকের খাতা খোলার জন্য মনু ভাকেরকে আন্তরিক অভিনন্দন ৷ শুটিংয়ে পদকজয়ী প্রথম ভারতীয় সে ৷ সমগ্র ভারত আজ মনু ভাকেরের জন্য গর্বিত ৷ ওর কৃতিত্ব বহু ক্রীড়াবিদ, বিশেষ করে মহিলাদের উদ্বুদ্ধ করবে ৷ আগামীতে সাফল্যের আরও শিখরে পৌঁছনোর শুভেচ্ছা রইল ৷"
A historic medal!
— Narendra Modi (@narendramodi) July 28, 2024
Well done, @realmanubhaker, for winning India’s FIRST medal at #ParisOlympics2024! Congrats for the Bronze. This success is even more special as she becomes the 1st woman to win a medal in shooting for India.
An incredible achievement!#Cheer4Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "ঐতিহাসিক পদক ৷ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের অভিনন্দন মনু ভাকেরকে ৷ এই সাফল্য আরও স্পেশাল কারণ দেশের প্রথম মহিলা শুটার হিসেবে পদক এনে দিলেন তিনি ৷ এক অতুলনীয় কৃতিত্ব ৷" প্যারিসে দেশের প্রথম পদকজয়ীকে অভিনন্দন জানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি লেখেন, "মেয়েদের হাত ধরে দারুণ সূচনা ভারতের ৷ আরও পদক আসছে ৷"
#WATCH | Prime Minister Narendra Modi interacts with Olympic Bronze Medalist Manu Bhaker and congratulated her on winning a Bronze medal in Women’s 10 M Air Pistol at #ParisOlympics2024 pic.twitter.com/IHrumNS5yv
— ANI (@ANI) July 28, 2024