ETV Bharat / sports

পিস্তলে ব্রোঞ্জ বিঁধলেন মনু, প্যারিসে ভারতের প্রথম পদক এল শুটিংয়ে - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

Manu Bhaker Wins :প্রত্যাশায় সিলমোহর দিয়ে প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন মনু ভাকের ৷ 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রবিবার ব্রোঞ্জ জিতলেন ভারতীয় শুটার ৷ প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্স শুটিংয়ে পদক জিতে নজিরও গড়লেন ঝজ্জরের শুটার ৷

Manu Bhaker
পদক জয়ের পর মনু ভাকের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 28, 2024, 3:58 PM IST

Updated : Jul 28, 2024, 5:16 PM IST

প্যারিস, 28 জুলাই: প্রত্যাশায় সিলমোহর দিয়ে প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন মনু ভাকের ৷ 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রবিবার ব্রোঞ্জ জিতলেন ভারতীয় শুটার ৷ রাজ্যবর্ধন সিং রাঠোর, গগন নারাং, অভিনব বিন্দ্রা, বিজয় কুমারের পর পঞ্চম ভারতীয় শুটার হিসেবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ পদক এনে দিলেন হরিয়ানার মনু ৷ টোকিয়ো অলিম্পিক্সে একই ইভেন্টে যোগ্যতা অর্জন পর্বে পিস্তল গোলযোগের কারণে মাঝপথে বাইরে বেরিয়ে যেতে হয়েছিল মনুকে ৷ তিন বছর বাদে দেশকে পদক দিয়ে সেই আক্ষেপ যেন সুদে-আসলে ঘোচালেন তিনি ৷

শনিবার যোগ্যতা অর্জন পর্বে তৃতীয়স্থানে শেষ করেই ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন মনু ৷ তারপর থেকেই তৈরি হয়েছিল প্রত্যাশা ৷ সেই প্রত্যাশায় সিলমোহর দিয়ে এদিক দেশকে চলতি অলিম্পিক্সের প্রথম পদক দিলেন 22 বছরের শুটার ৷ একই ইভেন্টে সোনা এবং রুপো গেল কোরিয়ার ঝুলিতে ৷ সোনা জয়ের পথে এদিন অলিম্পিক্স রেকর্ড গড়লেন কোরিয়ার ওহ ইয়ে জিন ৷ 221.7 স্কোর করে তিনে থামলেন মনু ৷

প্যারিসে মনুর পদক জয় ঐতিহাসিকও বটে ৷ প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জয়ের নজির গড়লেন ঝজ্জরের মেয়ে ৷ পাশাপাশি পঞ্চম ভারতীয় শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন তিনি ৷ মনু ভাকেরকে পদকজয়ের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী আবার ফোন কলে কথাও বলেন মনুর সঙ্গে ৷

রাষ্ট্রপতি মুর্মু এক্সে লেখেন, "10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতে ভারতের পদকের খাতা খোলার জন্য মনু ভাকেরকে আন্তরিক অভিনন্দন ৷ শুটিংয়ে পদকজয়ী প্রথম ভারতীয় সে ৷ সমগ্র ভারত আজ মনু ভাকেরের জন্য গর্বিত ৷ ওর কৃতিত্ব বহু ক্রীড়াবিদ, বিশেষ করে মহিলাদের উদ্বুদ্ধ করবে ৷ আগামীতে সাফল্যের আরও শিখরে পৌঁছনোর শুভেচ্ছা রইল ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "ঐতিহাসিক পদক ৷ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের অভিনন্দন মনু ভাকেরকে ৷ এই সাফল্য আরও স্পেশাল কারণ দেশের প্রথম মহিলা শুটার হিসেবে পদক এনে দিলেন তিনি ৷ এক অতুলনীয় কৃতিত্ব ৷" প্যারিসে দেশের প্রথম পদকজয়ীকে অভিনন্দন জানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি লেখেন, "মেয়েদের হাত ধরে দারুণ সূচনা ভারতের ৷ আরও পদক আসছে ৷"

প্যারিস, 28 জুলাই: প্রত্যাশায় সিলমোহর দিয়ে প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন মনু ভাকের ৷ 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রবিবার ব্রোঞ্জ জিতলেন ভারতীয় শুটার ৷ রাজ্যবর্ধন সিং রাঠোর, গগন নারাং, অভিনব বিন্দ্রা, বিজয় কুমারের পর পঞ্চম ভারতীয় শুটার হিসেবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ পদক এনে দিলেন হরিয়ানার মনু ৷ টোকিয়ো অলিম্পিক্সে একই ইভেন্টে যোগ্যতা অর্জন পর্বে পিস্তল গোলযোগের কারণে মাঝপথে বাইরে বেরিয়ে যেতে হয়েছিল মনুকে ৷ তিন বছর বাদে দেশকে পদক দিয়ে সেই আক্ষেপ যেন সুদে-আসলে ঘোচালেন তিনি ৷

শনিবার যোগ্যতা অর্জন পর্বে তৃতীয়স্থানে শেষ করেই ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন মনু ৷ তারপর থেকেই তৈরি হয়েছিল প্রত্যাশা ৷ সেই প্রত্যাশায় সিলমোহর দিয়ে এদিক দেশকে চলতি অলিম্পিক্সের প্রথম পদক দিলেন 22 বছরের শুটার ৷ একই ইভেন্টে সোনা এবং রুপো গেল কোরিয়ার ঝুলিতে ৷ সোনা জয়ের পথে এদিন অলিম্পিক্স রেকর্ড গড়লেন কোরিয়ার ওহ ইয়ে জিন ৷ 221.7 স্কোর করে তিনে থামলেন মনু ৷

প্যারিসে মনুর পদক জয় ঐতিহাসিকও বটে ৷ প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জয়ের নজির গড়লেন ঝজ্জরের মেয়ে ৷ পাশাপাশি পঞ্চম ভারতীয় শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন তিনি ৷ মনু ভাকেরকে পদকজয়ের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী আবার ফোন কলে কথাও বলেন মনুর সঙ্গে ৷

রাষ্ট্রপতি মুর্মু এক্সে লেখেন, "10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতে ভারতের পদকের খাতা খোলার জন্য মনু ভাকেরকে আন্তরিক অভিনন্দন ৷ শুটিংয়ে পদকজয়ী প্রথম ভারতীয় সে ৷ সমগ্র ভারত আজ মনু ভাকেরের জন্য গর্বিত ৷ ওর কৃতিত্ব বহু ক্রীড়াবিদ, বিশেষ করে মহিলাদের উদ্বুদ্ধ করবে ৷ আগামীতে সাফল্যের আরও শিখরে পৌঁছনোর শুভেচ্ছা রইল ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "ঐতিহাসিক পদক ৷ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের অভিনন্দন মনু ভাকেরকে ৷ এই সাফল্য আরও স্পেশাল কারণ দেশের প্রথম মহিলা শুটার হিসেবে পদক এনে দিলেন তিনি ৷ এক অতুলনীয় কৃতিত্ব ৷" প্যারিসে দেশের প্রথম পদকজয়ীকে অভিনন্দন জানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি লেখেন, "মেয়েদের হাত ধরে দারুণ সূচনা ভারতের ৷ আরও পদক আসছে ৷"

Last Updated : Jul 28, 2024, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.