ETV Bharat / sports

অবসরে সঙ্গী হতে চান কোন অ্যাথলিটের? নীরজের নামই নিলেন না মনু - MANU BHAKER - MANU BHAKER

MANU BHAKER'S FAVOURITE SPORTSPERSONS: কোনও ভারতীয় নন ৷ মনু ভাকেরের পছন্দের অ্যাথলিট তালিকার শীর্ষে রয়েছেন ভিনদেশের এক কিংবদন্তি ৷ তবে এরপর রয়েছে সচিন, বিরাট, ধোনিদের নাম ৷ তবে তালিকায় নেই নীরজ চোপড়া ৷ পড়ুন বিস্তারিত ৷

MANU BHAKER
মনু ভাকের (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 25, 2024, 1:58 PM IST

নয়াদিল্লি, 25 অগস্ট: জোড়া পদক জয়ে শুটার মনু ভাকেরকে নয়া পরিচিতি দিয়েছে প্যারিস অলিম্পিক্স ৷ দেশের খেলাধূলায় নয়া সেনসেশন বনে গিয়েছেন হরিয়ানার এই শুটার ৷ অলিম্পিক্সে সাফল্য়ের সঙ্গে সঙ্গে ব্র্য়ান্ড এনডোর্সমেন্ট যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই মনুর নামের সঙ্গে জুড়ছে গুঞ্জনও ৷ অলিম্পিক্স শেষ হওয়ার পর প্য়ারিসে নীরজ চোপড়ার সঙ্গে শুটারের সাক্ষাৎ ঘিরে সংবাদমাধ্যমে বেশ কিছু মুচমুচে খবর তৈরি হয়েছিল, যাকে খ্যাতির বিড়ম্বনা বললেও কম বলা হয় না ৷ সে যাইহোক, এবার প্রিয় অ্য়াথলিটের নাম নিজে মুখেই জানালেন মনু ভাকের ৷ তবে অবশ্যই নামটা নীরজ চোপড়া নয় ৷

সম্প্রতি এক জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে মনু ভাকের জানিয়ে দিলেন সুযোগ পেলে গোটা একটা দিন কোন কোন অ্যাথলিটের সঙ্গে সময় কাটাতে চান ৷ কসমোপলিটন'কে দেওয়া সাক্ষাৎকারে প্যারিসে জোড়া ব্রোঞ্জ পদকজয়ী জানালেন, সুযোগ পেলে প্রথমেই তিনি সময় কাটাতে চান জামাইকার কিংবদন্তি উসেইন বোল্টের সঙ্গে ৷ এরপর একে একে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির নাম নেন ব্রোঞ্জজয়ী শুটার ৷

ম্যাগাজিনকে মনু বলেন, "আমার প্রিয় অ্যাথলিটের তালিকায় বেশ কয়েকজনের নাম রয়েছে ৷ উসেইন বোল্ট তাঁদের মধ্যে একজন ৷ আমি তাঁর বই পড়েছি এবং তাঁর জার্নি সম্পর্কে আমার ধারণা রয়েছে ৷ আমি বোল্টের প্রচুর সাক্ষাৎকারও দেখেছি ৷ এরপর ভারতীয়দের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকর, ধোনি স্যর এবং বিরাট কোহলি ৷ এদের সঙ্গে এক ঘণ্টা সময় কাটাতে পারাটাও আমার কাছে সম্মানের ৷"

কসমোপলিটন'কে দেওয়া সাক্ষাৎকারে মনু প্রিয় অভিনেতা হিসেবে অমিতাভ বচ্চনের প্রতি তাঁর অনুরাগের কথাও জানান ৷ একইসঙ্গে তারকা শুটার জানান, অনুরাগীদের থেকে নিজেকে তাঁর লুকানোর কিছু নেই ৷ ইতিমধ্যেই অনুরাগীরা তাঁর সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছেন ৷

নয়াদিল্লি, 25 অগস্ট: জোড়া পদক জয়ে শুটার মনু ভাকেরকে নয়া পরিচিতি দিয়েছে প্যারিস অলিম্পিক্স ৷ দেশের খেলাধূলায় নয়া সেনসেশন বনে গিয়েছেন হরিয়ানার এই শুটার ৷ অলিম্পিক্সে সাফল্য়ের সঙ্গে সঙ্গে ব্র্য়ান্ড এনডোর্সমেন্ট যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই মনুর নামের সঙ্গে জুড়ছে গুঞ্জনও ৷ অলিম্পিক্স শেষ হওয়ার পর প্য়ারিসে নীরজ চোপড়ার সঙ্গে শুটারের সাক্ষাৎ ঘিরে সংবাদমাধ্যমে বেশ কিছু মুচমুচে খবর তৈরি হয়েছিল, যাকে খ্যাতির বিড়ম্বনা বললেও কম বলা হয় না ৷ সে যাইহোক, এবার প্রিয় অ্য়াথলিটের নাম নিজে মুখেই জানালেন মনু ভাকের ৷ তবে অবশ্যই নামটা নীরজ চোপড়া নয় ৷

সম্প্রতি এক জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে মনু ভাকের জানিয়ে দিলেন সুযোগ পেলে গোটা একটা দিন কোন কোন অ্যাথলিটের সঙ্গে সময় কাটাতে চান ৷ কসমোপলিটন'কে দেওয়া সাক্ষাৎকারে প্যারিসে জোড়া ব্রোঞ্জ পদকজয়ী জানালেন, সুযোগ পেলে প্রথমেই তিনি সময় কাটাতে চান জামাইকার কিংবদন্তি উসেইন বোল্টের সঙ্গে ৷ এরপর একে একে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির নাম নেন ব্রোঞ্জজয়ী শুটার ৷

ম্যাগাজিনকে মনু বলেন, "আমার প্রিয় অ্যাথলিটের তালিকায় বেশ কয়েকজনের নাম রয়েছে ৷ উসেইন বোল্ট তাঁদের মধ্যে একজন ৷ আমি তাঁর বই পড়েছি এবং তাঁর জার্নি সম্পর্কে আমার ধারণা রয়েছে ৷ আমি বোল্টের প্রচুর সাক্ষাৎকারও দেখেছি ৷ এরপর ভারতীয়দের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকর, ধোনি স্যর এবং বিরাট কোহলি ৷ এদের সঙ্গে এক ঘণ্টা সময় কাটাতে পারাটাও আমার কাছে সম্মানের ৷"

কসমোপলিটন'কে দেওয়া সাক্ষাৎকারে মনু প্রিয় অভিনেতা হিসেবে অমিতাভ বচ্চনের প্রতি তাঁর অনুরাগের কথাও জানান ৷ একইসঙ্গে তারকা শুটার জানান, অনুরাগীদের থেকে নিজেকে তাঁর লুকানোর কিছু নেই ৷ ইতিমধ্যেই অনুরাগীরা তাঁর সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.