ETV Bharat / sports

হল না হ্য়াটট্রিক, শুট-অফে হেরে 25 মিটার পিস্তলে পদক হাতছাড়া মনুর - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

MANU BHAKER: প্যারিসে পদকজয়ের হ্যাটট্রিকের খুব কাছে গিয়ে থামলেন শুটার মনু ভাকের ৷ শনিবার 25 মিটার পিস্তলে চারে শেষ করলেন হরিয়ানার শুটার ৷ শুট-অফে হেরে পদক হাতছাড়া করলেন জোড়া ব্রোঞ্জজয়ী ৷

MANU BHAKER
মনু ভাকের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 3, 2024, 1:24 PM IST

Updated : Aug 3, 2024, 1:32 PM IST

প্যারিস, 3 অগস্ট: জোড়া পদক জিতে ইতিমধ্যেই নাম তুলে ফেলেছেন ইতিহাসে ৷ শনিবার প্যারিসে পদকজয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নেমেছিলেন মনু ভাকের ৷ কিন্তু অল্পের জন্য পদকের হ্যাটট্রিক হাতছাড়া হল ভারতীয় শুটারের ৷ আরও একটি পদকের খুব কাছে গিয়ে থামলেন দেশের শুটিংয়ের নয়া সেনসেশন ৷ হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীর কাছে শুট-অফে হেরে শনিবার 25 মিটার পিস্তল ইভেন্টে পদক হাতছাড়া হল মনুর ৷ জোড়া ব্রোঞ্জের মালকিন এদিন শেষ করলেন চার নম্বরে ৷

পদকের হ্য়াটট্রিক হাতছাড়া হলেও মনুর লড়াই নিঃসন্দেহে লেখা হয়ে থাকবে স্বর্ণাক্ষরে ৷ শনিবার 25 মিটার পিস্তলেও মনুর পদক একসময় নিশ্চিত বলে মনে হচ্ছিল ৷ কিন্তু অষ্টম সিরিজের পর তৃতীয় এবং চতুর্থ স্থানের এলিমিনেশন শুট-অফে হাঙ্গেরির ভেরোনিকা মাঞ্জোরের কাছে হেরে পদকের দৌড় থেকে ছিটকে যান 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত এবং মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জজয়ী ৷ স্বাভাবিকভাবেই হৃদয় ভাঙে তামাম ভারতবাসীর ৷

উল্লেখ্য, 25 মিটার পিস্তলই চলতি অলিম্পিক্সে শেষ ইভেন্ট ছিল জোড়া পদকজয়ীর ৷ 30 জুলাই মিক্সড টিম ইভেন্টে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে ব্রোঞ্জ জয়ের পরই ইতিহাসে নাম তুলে ফেলেছিলেন মনু ৷ স্বাধীনতা পরবর্তী সময় প্রথম ভারতীয় হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদকজয়ের নজির গড়েছিলেন তিনি ৷ তারও আগে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতে প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে অলিম্পিক্স থেকে পদক এনে দেওয়ার কীর্তি গড়েছিলেন মনু ৷ তাই 25 মিটার পিস্তল ইভেন্টে পদক না-এলেও প্যারিসে মনুর কীর্তি ভারতের অলিম্পিক্স ইতিহাসে খোদাই হয়ে থাকবে ৷

এদিন মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সোনা, রুপো এবং ব্রোঞ্জ গিয়েছে যথাক্রমে কোরিয়া, ফ্রান্স এবং হাঙ্গেরির ঝুলিতে ৷ কোরিয়ার জিন ইয়াং এবং ফ্রান্সের ক্যামিলির মধ্যে সোনা এবং রুপোর ফয়সালা হয় শুট-অফের মাধ্যমেই ৷ মনুকে ছিটকে দিয়ে ব্রোঞ্জ জিতে নেন হাঙ্গেরির ভেরোনিকা ৷

প্যারিস, 3 অগস্ট: জোড়া পদক জিতে ইতিমধ্যেই নাম তুলে ফেলেছেন ইতিহাসে ৷ শনিবার প্যারিসে পদকজয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নেমেছিলেন মনু ভাকের ৷ কিন্তু অল্পের জন্য পদকের হ্যাটট্রিক হাতছাড়া হল ভারতীয় শুটারের ৷ আরও একটি পদকের খুব কাছে গিয়ে থামলেন দেশের শুটিংয়ের নয়া সেনসেশন ৷ হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীর কাছে শুট-অফে হেরে শনিবার 25 মিটার পিস্তল ইভেন্টে পদক হাতছাড়া হল মনুর ৷ জোড়া ব্রোঞ্জের মালকিন এদিন শেষ করলেন চার নম্বরে ৷

পদকের হ্য়াটট্রিক হাতছাড়া হলেও মনুর লড়াই নিঃসন্দেহে লেখা হয়ে থাকবে স্বর্ণাক্ষরে ৷ শনিবার 25 মিটার পিস্তলেও মনুর পদক একসময় নিশ্চিত বলে মনে হচ্ছিল ৷ কিন্তু অষ্টম সিরিজের পর তৃতীয় এবং চতুর্থ স্থানের এলিমিনেশন শুট-অফে হাঙ্গেরির ভেরোনিকা মাঞ্জোরের কাছে হেরে পদকের দৌড় থেকে ছিটকে যান 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত এবং মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জজয়ী ৷ স্বাভাবিকভাবেই হৃদয় ভাঙে তামাম ভারতবাসীর ৷

উল্লেখ্য, 25 মিটার পিস্তলই চলতি অলিম্পিক্সে শেষ ইভেন্ট ছিল জোড়া পদকজয়ীর ৷ 30 জুলাই মিক্সড টিম ইভেন্টে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে ব্রোঞ্জ জয়ের পরই ইতিহাসে নাম তুলে ফেলেছিলেন মনু ৷ স্বাধীনতা পরবর্তী সময় প্রথম ভারতীয় হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদকজয়ের নজির গড়েছিলেন তিনি ৷ তারও আগে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতে প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে অলিম্পিক্স থেকে পদক এনে দেওয়ার কীর্তি গড়েছিলেন মনু ৷ তাই 25 মিটার পিস্তল ইভেন্টে পদক না-এলেও প্যারিসে মনুর কীর্তি ভারতের অলিম্পিক্স ইতিহাসে খোদাই হয়ে থাকবে ৷

এদিন মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সোনা, রুপো এবং ব্রোঞ্জ গিয়েছে যথাক্রমে কোরিয়া, ফ্রান্স এবং হাঙ্গেরির ঝুলিতে ৷ কোরিয়ার জিন ইয়াং এবং ফ্রান্সের ক্যামিলির মধ্যে সোনা এবং রুপোর ফয়সালা হয় শুট-অফের মাধ্যমেই ৷ মনুকে ছিটকে দিয়ে ব্রোঞ্জ জিতে নেন হাঙ্গেরির ভেরোনিকা ৷

Last Updated : Aug 3, 2024, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.