ETV Bharat / sports

মোদি-মনু মোলাকাত ! প্রধানমন্ত্রীকে পিস্তলের খুঁটিনাটি শেখালেন জোড়া পদকজয়ী - Manu Meets Modi

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 15, 2024, 4:05 PM IST

Manu Bhaker meets Narendra Modi: প্যারিসে ইতিহাসে নাম লেখানোর পর এবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করলেন মনু ভাকের ৷ যে পিস্তলে জোড়া ব্রোঞ্জ বিঁধেছেন, তার খুঁটিনাটি শেখালেন মোদিকে ৷

Manu Bhaker meets Narendra Modi
মোদি-মনু সাক্ষাত (এএনআই এক্স হ্যান্ডেল)

নয়াদিল্লি, 15 অগস্ট: প্রেমের শহরে ইতিহাস গড়েছেন, 140 কোটি ভারতীয়র হৃদয় জিতে নিয়েছেন মনু ভাকের ৷ রাজকীয় অভ্যর্থনায় দেশে ফেরার পর এবার জোড়া পদকজয়ীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার লালকেল্লার স্বাধীনতা দিবস অনুষ্ঠানের পর প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় দলের সঙ্গে দেখা করেন মোদি ৷

10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্ট ও 10 মিটার এয়ার পিস্তলের সিঙ্গল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ঝজ্জরের মেয়ে ৷ ইতিহাস গড়ার পর এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন পিস্তল শুটার ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে যে পিস্তলে জোড়া ব্রোঞ্জ বিঁধেছেন মনু, তার খুঁটিনাটি মোদিকে শেখাচ্ছেন ৷ মনোযোগ দিয়ে তা দেখছেন প্রধানমন্ত্রীও ৷

প্যারিসে ভারতের পদকের খাতা খোলে মনুর হাত ধরেই ৷ তারপরে আর থামেননি ৷ পিভি সিন্ধু ও সুশীল কুমারের পর দু’টি অলিম্পিক পদক, প্রথম ভারতীয় হিসেবে এক অলিম্পিক্সে জোড়া পদক জেতার নজির গড়েছেন ভাকের ৷ 25 মিটার এয়ার পিস্তল ইভেন্টে চতুর্থ হয়েছেন ৷ পোডিয়াম ফিনিশ করতে পারলে ধরাছোঁয়ার বাইরে চলে যেতেন ৷ তা না-হলেও ‘সোনার মেয়ে’র ভালোবাসায় কমতি রাখেনি দেশ ৷

প্যারিস থেকে ছ’টি পদক নিয়ে ফিরেছে ভারত ৷ চতুর্থ স্থানে শেষ করে একটুর জন্য পোডিয়াম ফিনিশ না-করতে পারা খেলোয়াড়ের সংখ্যাও কম নয় ৷ মিরাবাই চানু, লক্ষ্য সেনরাও পোডিয়ামের কাছে গিয়েও হতাশ করেছেন ৷ ভিনেশ ফোগত দুর্ভাগ্যের দরুণ মেডেল হাতছাড়া করেছেন ৷ ফলে সব ঠিক থাকলে টোকিয়োর পদক সংখ্যাকে ছাপিয়ে যেতে পারত ভারত ৷

নয়াদিল্লি, 15 অগস্ট: প্রেমের শহরে ইতিহাস গড়েছেন, 140 কোটি ভারতীয়র হৃদয় জিতে নিয়েছেন মনু ভাকের ৷ রাজকীয় অভ্যর্থনায় দেশে ফেরার পর এবার জোড়া পদকজয়ীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার লালকেল্লার স্বাধীনতা দিবস অনুষ্ঠানের পর প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় দলের সঙ্গে দেখা করেন মোদি ৷

10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্ট ও 10 মিটার এয়ার পিস্তলের সিঙ্গল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ঝজ্জরের মেয়ে ৷ ইতিহাস গড়ার পর এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন পিস্তল শুটার ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে যে পিস্তলে জোড়া ব্রোঞ্জ বিঁধেছেন মনু, তার খুঁটিনাটি মোদিকে শেখাচ্ছেন ৷ মনোযোগ দিয়ে তা দেখছেন প্রধানমন্ত্রীও ৷

প্যারিসে ভারতের পদকের খাতা খোলে মনুর হাত ধরেই ৷ তারপরে আর থামেননি ৷ পিভি সিন্ধু ও সুশীল কুমারের পর দু’টি অলিম্পিক পদক, প্রথম ভারতীয় হিসেবে এক অলিম্পিক্সে জোড়া পদক জেতার নজির গড়েছেন ভাকের ৷ 25 মিটার এয়ার পিস্তল ইভেন্টে চতুর্থ হয়েছেন ৷ পোডিয়াম ফিনিশ করতে পারলে ধরাছোঁয়ার বাইরে চলে যেতেন ৷ তা না-হলেও ‘সোনার মেয়ে’র ভালোবাসায় কমতি রাখেনি দেশ ৷

প্যারিস থেকে ছ’টি পদক নিয়ে ফিরেছে ভারত ৷ চতুর্থ স্থানে শেষ করে একটুর জন্য পোডিয়াম ফিনিশ না-করতে পারা খেলোয়াড়ের সংখ্যাও কম নয় ৷ মিরাবাই চানু, লক্ষ্য সেনরাও পোডিয়ামের কাছে গিয়েও হতাশ করেছেন ৷ ভিনেশ ফোগত দুর্ভাগ্যের দরুণ মেডেল হাতছাড়া করেছেন ৷ ফলে সব ঠিক থাকলে টোকিয়োর পদক সংখ্যাকে ছাপিয়ে যেতে পারত ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.