ETV Bharat / sports

বিদেশি কোচেই আস্থা, ছাংতে-গুরপ্রীতদের নয়া হেডস্যর মানোলো মার্কুয়েজ - INDIAN FOOTBALL TEAM - INDIAN FOOTBALL TEAM

MANOLO MARQUEZ APPOINTED NEW COACH OF INDIA: দীর্ঘসূত্রিতার পর ইগর স্টিম্যাচের উত্তরসূরি বেছে নিল এআইএফএফ ৷ মানোলো মার্কুয়েজকে জাতীয় দলের কোচ হিসেবে বেছে নিল ফেডারেশন ৷ আপতত এফসি গোয়া ও জাতীয় দলের দায়িত্ব পাশাপাশি সামলাবেন স্প্যানিশ কোচ ৷

MANOLO MARQUEZ
মানোলো মার্কুয়েজ (এফসি গোয়া -এক্স হ্যান্ডল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 7:42 PM IST

নয়াদিল্লি, 20 জুলাই: ইগর স্টিম্যাচের জুতোয় পা গলাবেন কে? দেশী নাকি বিদেশি কোচ, সে বিষয়ে আলোচনা চলেছে বিস্তর ৷ অর্থ সংকুলানের অভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন দেশী কোচে আস্থা রাখা হতে পারে বলে শোনা যাচ্ছিল ৷ তবে শেষমেশ ফের বিদেশি কোচেই আস্থা রাখল তারা ৷ জাতীয় দলের নয়া কোচ হিসেবে ঘোষিত হল এফসি গোয়ার প্রশিক্ষক মানোলো মার্কুয়েজের নাম ৷ শনিবার ফেডারেশনের কার্যকরী সমিতির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় ৷

যদিও জাতীয় দলের দায়িত্ব সামলানোর জন্য গোয়া শিবির ছাড়তে হচ্ছে না স্প্য়ানিশ কোচকে ৷ আগামী 31 মে, 2025 পর্যন্ত গোয়ার সঙ্গে চুক্তি রয়েছে মার্কুয়েজের ৷ ফেডারেশনের ঘোষণা অনুযায়ী এখনই সেই পদ থেকে অব্যাহতি নেওয়ার প্রয়োজন নেই মানোলোর ৷ তবে তার পরবর্তী সময় পাকাপাকিভাবে 'মেন ইন ব্লু'র দায়িত্ব সামলাবেন আইএসএল জয়ী কোচ ৷

ফেডারেশনের তরফে বলা হয়েছে, "2024-25 মরশুমে মার্কুয়েজ এফসি গোয়ার সিনিয়র দলের কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন ৷ পুরোদমে জাতীয় কোচের দায়িত্ব সামলানোর আগে আগামী মরশুমে জোড়া দায়িত্ব পালন করবেন তিনি ৷" তবে কত বছরের জন্য মানোলো দায়িত্ব গ্রহণ করছেন, তা এখনও নিশ্চিত নয় ৷

গত মাসের 17 তারিখ পূর্বতন কোচ ইগর স্টিম্যাচকে ছেঁটে ফেলে ফেডারেশন ৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে দেশকে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব ছিল ক্রোট কোচের কাঁধে ৷ সেটা না-হওয়ায় স্টিম্যাচে মোহভঙ্গ হয় ফেডারেশন কর্তাদের ৷ এরপর নয়া কোচের সন্ধানে বিজ্ঞপ্তি জারি হয় ৷ আবেদন তালিকায় ছিল বহু গুণী কোচেদের নাম ৷ তবে লাস্ট ল্যাপে পার্ক হ্যাং সিও এবং মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তোনিয়ো হাবাসও ছিলেন দৌড়ে ৷ তাঁদেরকে পিছনে ফেলে নয়া কোচ হিসেবে মনোনীত হলেন মানোলো ৷

নয়াদিল্লি, 20 জুলাই: ইগর স্টিম্যাচের জুতোয় পা গলাবেন কে? দেশী নাকি বিদেশি কোচ, সে বিষয়ে আলোচনা চলেছে বিস্তর ৷ অর্থ সংকুলানের অভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন দেশী কোচে আস্থা রাখা হতে পারে বলে শোনা যাচ্ছিল ৷ তবে শেষমেশ ফের বিদেশি কোচেই আস্থা রাখল তারা ৷ জাতীয় দলের নয়া কোচ হিসেবে ঘোষিত হল এফসি গোয়ার প্রশিক্ষক মানোলো মার্কুয়েজের নাম ৷ শনিবার ফেডারেশনের কার্যকরী সমিতির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় ৷

যদিও জাতীয় দলের দায়িত্ব সামলানোর জন্য গোয়া শিবির ছাড়তে হচ্ছে না স্প্য়ানিশ কোচকে ৷ আগামী 31 মে, 2025 পর্যন্ত গোয়ার সঙ্গে চুক্তি রয়েছে মার্কুয়েজের ৷ ফেডারেশনের ঘোষণা অনুযায়ী এখনই সেই পদ থেকে অব্যাহতি নেওয়ার প্রয়োজন নেই মানোলোর ৷ তবে তার পরবর্তী সময় পাকাপাকিভাবে 'মেন ইন ব্লু'র দায়িত্ব সামলাবেন আইএসএল জয়ী কোচ ৷

ফেডারেশনের তরফে বলা হয়েছে, "2024-25 মরশুমে মার্কুয়েজ এফসি গোয়ার সিনিয়র দলের কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন ৷ পুরোদমে জাতীয় কোচের দায়িত্ব সামলানোর আগে আগামী মরশুমে জোড়া দায়িত্ব পালন করবেন তিনি ৷" তবে কত বছরের জন্য মানোলো দায়িত্ব গ্রহণ করছেন, তা এখনও নিশ্চিত নয় ৷

গত মাসের 17 তারিখ পূর্বতন কোচ ইগর স্টিম্যাচকে ছেঁটে ফেলে ফেডারেশন ৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে দেশকে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব ছিল ক্রোট কোচের কাঁধে ৷ সেটা না-হওয়ায় স্টিম্যাচে মোহভঙ্গ হয় ফেডারেশন কর্তাদের ৷ এরপর নয়া কোচের সন্ধানে বিজ্ঞপ্তি জারি হয় ৷ আবেদন তালিকায় ছিল বহু গুণী কোচেদের নাম ৷ তবে লাস্ট ল্যাপে পার্ক হ্যাং সিও এবং মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তোনিয়ো হাবাসও ছিলেন দৌড়ে ৷ তাঁদেরকে পিছনে ফেলে নয়া কোচ হিসেবে মনোনীত হলেন মানোলো ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.