ETV Bharat / sports

প্রাক্তনীর গোলে দ্বিতীয় ম্য়াচেই হার ম্য়ান ইউয়ের, ইনজুরি টাইমে জিতল ব্রিটন - EPL 2024 25

MAN UTD LOST TO BTIGHTON: ইংলিশ প্রিমিয়র লিগের দ্বিতীয় ম্য়াচেই মুখ থুবড়ে পড়ল ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড ৷ অ্য়াওয়ে ম্য়াচে শনিবার এরিক টেন হ্য়াগের দল ব্রিটনের কাছে হেরে বসল 1-2 গোলে ৷ সংযুক্তি সময়ে গোল করে হোম টিমকে জেতালেন জোয়াও পেদ্রো ৷

MAN UTD LOST
হার ম্য়ান ইউয়ের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 24, 2024, 8:08 PM IST

লন্ডন, 24 অগস্ট: ঘরের মাঠে ফুলহ্য়ামের বিরুদ্ধে প্রথম ম্য়াচ জিতলেও ইংলিশ প্রিমিয়র লিগের দ্বিতীয় ম্য়াচেই মুখ থুবড়ে পড়ল ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড ৷ অ্য়াওয়ে ম্য়াচে শনিবার এরিক টেন হ্য়াগের দল ব্রিটনের কাছে হেরে বসল 1-2 গোলে ৷ সংযুক্তি সময়ে গোল করে হোম টিমকে জেতালেন জোয়াও পেদ্রো ৷ তবে এদিন প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে ব্রিটনের হয়ে গোল করলেন ড্য়ানি ওয়েলবেক ৷

প্রায় দশ বছর আগে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়েছেন ওয়েলবেক ৷ এরপর আর্সেলান, ওয়াটফোর্ড ঘুরে 2020 সালে ব্রিটনে নাম লেখান ওয়েলবেক ৷ সেই ব্রিটিশ ফুটবলারের গোলেই এদিন 32 মিনিটে ম্যাচে এগিয়ে যায় ম্যান ইউয়ের প্রতিপক্ষ ৷ মিতোমার অ্যাসিস্ট থেকে গোল করে ব্রিটনকে এগিয়ে দেন রেড ডেভিলসের হয়ে একদা 92 ম্য়াচ খেলা ফুটবলার ৷ প্রথমার্ধে ওয়েলব্যাকের গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে হোম টিম ৷

যদিও দ্বিতীয়ার্ধে ম্য়াচে ফেরে টেন হ্য়াগের ছেলেরা ৷ 60 মিনিটে আমাদ দিয়ালোর গোলে ম্য়াচ সমতায় ফেরে তারা ৷ নবাগত মরক্কোন সাইডব্যাক নৌসের মাজরাউনি'র অ্যাসিস্ট থেকে গোল করে 1-1 করেন আইভরি কোস্টের মিডফিল্ডার ৷ সবাই যখন নিশ্চিত দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ছে দুই দল, তখনই নাটক ৷

সংযুক্তি সময়ের পঞ্চম মিনিটে সাইমন আদিংরার সেন্টারে মাথা ছুঁইয়ে ব্রিটনকে দ্বিতীয় গোল এবং সেইসঙ্গে জয়ের স্বাদ এনে দেন জোয়াও পেদ্রো ৷ এই নিয়ে সদ্য শুরু হওয়া মমরশুমের প্রথম দু'ম্য়াচ থেকেই জয় ছিনিয়ে নিল ব্রিটন ৷ প্রথম ম্য়াচে এভারটনকে 3-0 গোলে হারায় তারা ৷ অন্যদিকে প্রথম ম্য়াচে ফুলহ্য়ামকে 1-0 গোলে হারিয়েছিল ম্যান ইউ ৷

লন্ডন, 24 অগস্ট: ঘরের মাঠে ফুলহ্য়ামের বিরুদ্ধে প্রথম ম্য়াচ জিতলেও ইংলিশ প্রিমিয়র লিগের দ্বিতীয় ম্য়াচেই মুখ থুবড়ে পড়ল ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড ৷ অ্য়াওয়ে ম্য়াচে শনিবার এরিক টেন হ্য়াগের দল ব্রিটনের কাছে হেরে বসল 1-2 গোলে ৷ সংযুক্তি সময়ে গোল করে হোম টিমকে জেতালেন জোয়াও পেদ্রো ৷ তবে এদিন প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে ব্রিটনের হয়ে গোল করলেন ড্য়ানি ওয়েলবেক ৷

প্রায় দশ বছর আগে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়েছেন ওয়েলবেক ৷ এরপর আর্সেলান, ওয়াটফোর্ড ঘুরে 2020 সালে ব্রিটনে নাম লেখান ওয়েলবেক ৷ সেই ব্রিটিশ ফুটবলারের গোলেই এদিন 32 মিনিটে ম্যাচে এগিয়ে যায় ম্যান ইউয়ের প্রতিপক্ষ ৷ মিতোমার অ্যাসিস্ট থেকে গোল করে ব্রিটনকে এগিয়ে দেন রেড ডেভিলসের হয়ে একদা 92 ম্য়াচ খেলা ফুটবলার ৷ প্রথমার্ধে ওয়েলব্যাকের গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে হোম টিম ৷

যদিও দ্বিতীয়ার্ধে ম্য়াচে ফেরে টেন হ্য়াগের ছেলেরা ৷ 60 মিনিটে আমাদ দিয়ালোর গোলে ম্য়াচ সমতায় ফেরে তারা ৷ নবাগত মরক্কোন সাইডব্যাক নৌসের মাজরাউনি'র অ্যাসিস্ট থেকে গোল করে 1-1 করেন আইভরি কোস্টের মিডফিল্ডার ৷ সবাই যখন নিশ্চিত দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ছে দুই দল, তখনই নাটক ৷

সংযুক্তি সময়ের পঞ্চম মিনিটে সাইমন আদিংরার সেন্টারে মাথা ছুঁইয়ে ব্রিটনকে দ্বিতীয় গোল এবং সেইসঙ্গে জয়ের স্বাদ এনে দেন জোয়াও পেদ্রো ৷ এই নিয়ে সদ্য শুরু হওয়া মমরশুমের প্রথম দু'ম্য়াচ থেকেই জয় ছিনিয়ে নিল ব্রিটন ৷ প্রথম ম্য়াচে এভারটনকে 3-0 গোলে হারায় তারা ৷ অন্যদিকে প্রথম ম্য়াচে ফুলহ্য়ামকে 1-0 গোলে হারিয়েছিল ম্যান ইউ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.