ETV Bharat / sports

কলকাতায় ম্যাগনাস কার্লসেন-প্রজ্ঞানন্দ-বিশ্বনাথন আনন্দ, কবে আসছেন?

টাটা স্টিল দাবা প্রতিযোগিতায় তিলোত্তমায় আসছেন বিশ্বের সেরা দাবাড়ু ৷ নরওয়ের দাবাড়ু টাটা স্টিল দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পা রাখছেন কলকাতায় ৷

MAGNUS CARLSEN IN KOLKATA
ম্যাগনাস কার্লসেন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

কলকাতা, 21 অক্টোবর: বিশ্বের একনম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন কলকাতায় খেলতে আসছেন। আগামী 13 নভেম্বর থেকে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বসছে ষষ্ঠ টাটা স্টিল দাবা চ্যাম্পিয়নশিপ। চলবে 17 নভেম্বর পর্যন্ত। সেখানেই খেলবেন বিশ্বের এক নম্বর দাবাড়ু।

2019 সালে শেষবার এই দাবি প্রতিযোগিতা খেলতে এসেছিলেন কার্লসেন। 5 বছর পরে ফের শহরে নরওয়ের কিংবদন্তি দাবাড়ু। এবারের টাটা স্টিল দাবা প্রতিযোগিতায় শুধু কার্লসেন নয়, সম্প্রতি হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত দাবা অলিম্পিয়াডে সোনা জয়ী ভারতীয় দলের প্রতিনিধিরাও খেলবেন। সব মিলিয়ে হেমন্তের কলকাতায় চৌষট্টি খোপের যুদ্ধের উত্তাপ। এছাড়াও বিশ্বের সেরা দাবাড়ুদের দেখা যাবে এই প্রতিযোগিতায়। বরাবরের মতো এই প্রতিযোগিতার বাণিজ্যিক দূত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। কলকাতায় ফের দাবার রাজসূয় যজ্ঞ। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আনন্দ।

তিনি বলছেন, টাটা স্টিল দাবা প্রতিযোগিতা ভারতের মার্কি টুর্নামেন্ট। ম্যাগনাস কার্লসেনের মতো বিশ্বের একাধিক সেরা দাবাড়ুদের খেলতে দেখা যাবে। আমি মেয়েদের প্রতিযোগিতা নিয়ে বেশি আলোড়িত। যা দাবার উদযাপন।" টাটা স্টিলের তরফে বলা হয়েছে, এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করতে পেরে আমরা গর্বিত। দেশের সেরা দাবাড়ুরা অংশ নিচ্ছেন এখানে। থাকছেন ম্যাগনাস কার্লসেন। এই টুর্নামেন্টের সাফল্য হোক ৷

ছেলেদের বিভাগ-

ম্যাগনাস কার্লসেন, অলিম্পিয়াডে সোনা জয়ী ভারতীয় দলের প্রতিনিধিরা ছাড়াও ছেলেদের বিভাগে খেলতে দেখা যাবে নডিরবেক আবদুসাটোরভ, ওয়েসলে সো, ভিনসেন্ট কেমের, ডানিল ডুবভ, অর্জুন ইরিগাইসি, প্রজ্ঞানন্দ, ভিদিথ গুজরাথি, নিহাল সারিন, এসএল নারায়ণন।

মেয়েদের বিভাগ-

মেয়েদের বিভাগে খেলতে দেখা যাবে আলেকজান্দ্রা গোরাচিকিনা, ক্যাটেরয়ানা লাগনো, আলেকজান্দ্রা কোসেৎনিউক, নানা ড্যাজেনডেজ, ভ্যালেন্টিনা গুনিনা, কোনেরু হাম্পি, বৈশালী আর, হারিকা দ্রোণাভাল্লি, দিব্যা দেশমুখ, অবন্তিকা আগরওয়াল।

কলকাতা, 21 অক্টোবর: বিশ্বের একনম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন কলকাতায় খেলতে আসছেন। আগামী 13 নভেম্বর থেকে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বসছে ষষ্ঠ টাটা স্টিল দাবা চ্যাম্পিয়নশিপ। চলবে 17 নভেম্বর পর্যন্ত। সেখানেই খেলবেন বিশ্বের এক নম্বর দাবাড়ু।

2019 সালে শেষবার এই দাবি প্রতিযোগিতা খেলতে এসেছিলেন কার্লসেন। 5 বছর পরে ফের শহরে নরওয়ের কিংবদন্তি দাবাড়ু। এবারের টাটা স্টিল দাবা প্রতিযোগিতায় শুধু কার্লসেন নয়, সম্প্রতি হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত দাবা অলিম্পিয়াডে সোনা জয়ী ভারতীয় দলের প্রতিনিধিরাও খেলবেন। সব মিলিয়ে হেমন্তের কলকাতায় চৌষট্টি খোপের যুদ্ধের উত্তাপ। এছাড়াও বিশ্বের সেরা দাবাড়ুদের দেখা যাবে এই প্রতিযোগিতায়। বরাবরের মতো এই প্রতিযোগিতার বাণিজ্যিক দূত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। কলকাতায় ফের দাবার রাজসূয় যজ্ঞ। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আনন্দ।

তিনি বলছেন, টাটা স্টিল দাবা প্রতিযোগিতা ভারতের মার্কি টুর্নামেন্ট। ম্যাগনাস কার্লসেনের মতো বিশ্বের একাধিক সেরা দাবাড়ুদের খেলতে দেখা যাবে। আমি মেয়েদের প্রতিযোগিতা নিয়ে বেশি আলোড়িত। যা দাবার উদযাপন।" টাটা স্টিলের তরফে বলা হয়েছে, এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করতে পেরে আমরা গর্বিত। দেশের সেরা দাবাড়ুরা অংশ নিচ্ছেন এখানে। থাকছেন ম্যাগনাস কার্লসেন। এই টুর্নামেন্টের সাফল্য হোক ৷

ছেলেদের বিভাগ-

ম্যাগনাস কার্লসেন, অলিম্পিয়াডে সোনা জয়ী ভারতীয় দলের প্রতিনিধিরা ছাড়াও ছেলেদের বিভাগে খেলতে দেখা যাবে নডিরবেক আবদুসাটোরভ, ওয়েসলে সো, ভিনসেন্ট কেমের, ডানিল ডুবভ, অর্জুন ইরিগাইসি, প্রজ্ঞানন্দ, ভিদিথ গুজরাথি, নিহাল সারিন, এসএল নারায়ণন।

মেয়েদের বিভাগ-

মেয়েদের বিভাগে খেলতে দেখা যাবে আলেকজান্দ্রা গোরাচিকিনা, ক্যাটেরয়ানা লাগনো, আলেকজান্দ্রা কোসেৎনিউক, নানা ড্যাজেনডেজ, ভ্যালেন্টিনা গুনিনা, কোনেরু হাম্পি, বৈশালী আর, হারিকা দ্রোণাভাল্লি, দিব্যা দেশমুখ, অবন্তিকা আগরওয়াল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.