ETV Bharat / sports

শুধু সূর্যের ক্যাচ নয়, বোলিং ভারতকে টি20 বিশ্বকাপ ফাইনাল জিতিয়েছে: মদন লাল - Madan Lal Praises Bowlers - MADAN LAL PRAISES BOWLERS

Madan Lal Praises Bowlers: তাঁর বোলিংয়ে মিড-উইকেট থেকে পিছনে দৌড়ে দূরন্ত ক্যাচ নিয়ে 83’র বিশ্বকাপ জয় নিশ্চিত করেছিলেন কপিল দেব ৷ ভারতের 2024 টি20 বিশ্বকাপ জয়ে তেমনই একটি ক্যাচের অবদান রয়েছে ৷ তবে, মদন লাল মনে করেন, শুধু ওই একটা ক্যাচ নয় ৷ শেষ পাঁচ ওভারে ভারতীয় বোলিং ফাইনাল জিতিয়েছে ৷ ইটিভি ভারতের সঞ্জীব গুহর সঙ্গে 17 বছর পর ভারতের টি20 বিশ্বকাপ জয়ের অনুভূতি ভাগ করলেন 83’র তারকা ৷

ETV BHARAT
ভারতের টি20 বিশ্বকাপ ফাইনাল জয়ে বোলারদের কৃতিত্ব মদন লালের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 6:37 PM IST

কলকাতা, 2 জুলাই: অপরাজিত থেকে টি20 বিশ্বকাপ জিতেছে ভারত ৷ বিশ্বকাপের যে কোনও ফরম্যাটে প্রথমবার অপরাজিত ৷ কিন্তু, ফিনিশিং লাইন ক্রস করার আগের মুহূর্তে ভারতকে বেশ কয়েকটি উদ্বেগজনক মুহূর্তের সঙ্গে লড়াই করতে হয়েছে ৷ গত শনিবার ব্রিজটাউন বারবাডোজের সেই ফাইনাল ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটার এবং ক্রিকেট অনুরাগীদের অনেক কিছু দিয়ে গেল ৷

যেমন, এমন একটি সময়ে মেন ইন ব্লু পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল, একের পর এক উইকেটের পতনে ৷ কিন্তু, সেখান থেকেই ম্যাচের হাল ধরেন ম্যাজিকম্যান বিরাট কোহলি ৷ পুরো টুর্নামেন্টে যাঁর ব্যাটে রান ছিল না ৷ কিন্তু, কেন তাঁকে বর্তমান যুগের সেরা ক্রিকেটার বলা হয়, তার প্রমাণ ফাইনালের বড় মঞ্চে 59 বলে 76 রানের ইনিংসে বুঝিয়ে দিয়েছেন ৷ উইকেটের একদিকে আঠার মতো সেঁটে গিয়েছিলেন ৷ আর তাঁকে খুঁটি করে বাকিরা আক্রমণে গিয়েছেন ৷ আবার প্রয়োজন বুঝে শেষের দিকে রান-গতি বাড়িয়েছেন ৷

আবার 176 রান ডিফেন্ড করতে নেমে একটা সময় বিশ্বকাপ জয়ে স্বপ্ন ভাঙার পরিস্থিতি চলে এসেছিল ৷ সেখানে ডেভিড মিলারের শটে বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ নিয়ে সূর্যকুমার যাদব ভারতের জয় নিশ্চিত করেন ৷ তাঁর সেই ক্যাচ কোথাও গিয়ে 1983 সালে ভিভিয়ান রিচার্ডসের উইকেটের কথা মনে করিয়ে দেয় ৷ কপিল দেবের মিড-উইকেট থেকে উলটোদিকে ছুটে বাউন্ডারি লাইনে ক্যাচ ভারতকে সঠিক অর্থে প্রথম বিশ্বকাপ জিততে সাহায্য করেছিল ৷ তবে, সূর্যকুমারের সেই ক্যাচ শুধু ভারতকে টি20 বিশ্বকাপ জিতিয়েছে, তা মানতে নারাজ 83’র ফাইনালে ভিভ রিচার্ডসের উইকেট শিকারি মদন লাল ৷

তাঁর মতে, শেষ পাঁচ ওভারে ভারতীয় বোলাররা ম্যাচটি জিতিয়েছেন ৷ বিশেষত, হেনরিক ক্লাসেনের উইকেট ৷ মদন লালের মতে, ক্লাসেন ক্রিজে থাকলে সূর্যর ওই ক্যাচ ধরার সুযোগই হয়তো আসত না ৷ 17 বছর পর ভারতের টি20 বিশ্বকাপ জয় নিয়ে উচ্ছ্বসিত 83’র নায়ক, ইটিভি ভারতকে বিশেষ সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানালেন ৷

প্রশ্ন- 1983’র বিশ্বকাপ ফাইনালে কপিল দেবের সেই ক্যাচ এবং শেষ টি20 বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমার যাদবের নেওয়া ক্যাচ ৷ এই দু’টিকে আপনি কীভাবে তুলনা করবেন ?

মদন লাল- এই ক্যাচ দু’টোর তুলনা করা খুবই কঠিন ৷ সূর্যকুমার খুব ভালো একটা ক্যাচ ধরেছে এবং কপিলের জন্যও একই কথা বলব ৷ ও অনেকটা পিছনে দৌড়ে গিয়ে ক্যাচটা ধরেছিল ৷ কিন্তু, এই ক্যাচগুলি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে ৷ আমি জানি না, কীভাবে ওই দু’টো ক্যাচের তুলনা করব ৷ আমি যেটা বলব, দু’টো ক্যাচই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল ৷

প্রশ্ন- তাই যদি হয়, তাহলে কপিল দেবের ক্যাচ ভারতকে তার প্রথম বিশ্বকাপ জিতিয়ে ছিল ৷ আপনি কি সহমত হবেন, স্কাইয়ের ওই ক্যাচ আবারও ভারতকে বিশ্বকাপ জেতাল ?

মদল লাল- এখানে আমি মনে করি না, শুধুমাত্র ওই ক্যাচটা (সূর্যকুমারের লং অফের ক্যাচ) ভারতকে খেতাব জিতিয়েছে ৷ আমার মতে, ভারতের বোলিং উইনিট আমাদের হয়ে টি20 বিশ্বকাপে বাজিটা জিতেছে ৷

প্রশ্ন- তাহলে, 1983’র বোলিংয়ের সঙ্গে 2024 বোলিং ইউনিটের কীভাবে তুলনা করবেন ?

মদন লাল- তুলনা এখানে চলে না ৷ কিন্তু, 2024-এ আমাদের বোলাররা ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে ৷ কারণ, একটা সময় দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জিতছিল ৷ ঠিক সেই মুহূর্তে (হেনরিক) ক্লাসেনের উইকেটের পিছনে ক্যাচ আউট হওয়া ৷ জসপ্রীত বুমরার এক বা দু’টি উইকেট তুলে নেওয়া, সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল ৷ সেই কারণে আমি মনে করি, শনিবারের ম্যাচে বোলাররা ভারতকে জিতিয়েছে ৷

প্রশ্ন- বিরাট কোহলির ইনিংস নিয়ে কী বলবেন ?

মদন লাল- আমি সবসময় বিশ্বাস করি বিরাট একজন ম্যাচ-উইনার ৷ ও এমন একজন ব্যাটার, যে পরিস্থিতি অনুযায়ী খেলে ৷ বিরাট সেই ধরনের ব্যাটার, যদি পরিস্থিতি অনুকূল না হয়, ও সেখানে উইকেটে আঠার মতো দাঁড়িয়ে থাকবে ৷ আর যখন ইনিংসের গতি বাড়ানোর সময় আসবে, তখন খুব সহজে অ্যাক্সিলেরেটরে চাপ দেবে ৷ একজন মহান ক্রিকেটার সবসময় পরিস্থিতি অনুযায়ী খেলেন ৷ আর সেই কারণে বিরাট গ্রেট ৷

প্রশ্ন- তাহলে, আপনার মতে, টি20 বিশ্বকাপ ফাইনালের ম্যাচে মোড় ঘোরানো মুহূর্ত কোনটা ?

মদন লাল- আমি মনে করি ক্লাসেনের উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল ৷ আমি জানি, তখনও ডেভিড মিলার ক্রিজে ছিলেন ৷ কিন্তু, ক্লাসেন যদি সেখানে আরও এক বা দু’ওভার টিকত, তাহলে ও ম্যাচটা পুরোপুরি আমাদের থেকে নিয়ে যেত ৷ ওটা অনেক বড় উইকেট ছিল ৷ ওটাই অন্যান্য প্রোটিয়া ব্যাটারদের উপর চাপ তৈরি করেছিল ৷

প্রশ্ন- তিন সেরা ক্রিকেটার — বিরাট কোহলি, অধিনায়ক রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা অবসর নিলেন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে ৷ এটা নিয়ে আপনার কী মত ?

মদন লাল- অবসর সবসময় একটা ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ কিন্তু হ্যাঁ, আমরা অবশ্যই তাঁদের অভাববোধ করব ৷ বিরাট কোহলি তাঁর আগ্রাসন ও ব্যাটিং ক্লাস মিলিয়ে একজন চ্যাম্পিয়ন ৷ ওকে নকল করা খুবই কঠিন ৷ আমরা রোহিত শর্মার পরিমার্জিত স্ট্রোকপ্লে মিস করব এবং জাদেজার অলরাউন্ড ক্রিকেট খেলার দক্ষতা ৷ দলের জন্য জাদেজা রান করতে পারে, উইকেট নিতে পারে এবং বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার ও ৷ ইন্ডিয়া অবশ্যই এই তিনজনের অভাববোধ করবে ৷

প্রশ্ন- সেরা ক্রিকেটারদের অবসরের পর, মেন ইন-ব্লুর স্টোর তাহলে কী থাকল ?

মদন লাল- তাদের ছাড়া, দলে প্রচুর প্রতিভা থাকা সত্ত্বেও, আমাদের আবারও শক্তিশালী ইউনিট গড়ে তুলতে হবে ৷

প্রশ্ন- তাহলে এখন দলকে কে নেতৃত্ব দেবে ? আপনি কারও নাম বলবেন ?

মদন লাল- এমন একজন কেউ, যার কথাকে সম্মান দেওয়া হয় এবং অবশ্যই নেতৃত্ব দেওয়ার গুণ আছে ৷ আমি নিশ্চিত নই, কে এরপর দলকে নেতৃত্ব দেবে ৷ কিন্তু, অনেকের মধ্যে ওখানে সবচেয়ে অভিজ্ঞতা বেশি হার্দিক পান্ডিয়ার ৷ বাকিদের মধ্যে সেই অভিজ্ঞতাটা নেই, যাতে নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিতে পারে ৷ জসপ্রীত বুমরা আরেকজন ক্রিকেটার, যিনি এক্ষেত্রে বিশ্বের সেরা একজন ৷ তবে, আমি ওর নেতৃত্বের গুনাগুন সম্পর্কে খুব একটা জানি না ৷ সেই হিসেবে পান্ডিয়া একমাত্র সেখানে রয়েছে, যিনি ইতিমধ্যে নেতৃত্ব দিয়েছেন দলকে ৷ তাই এই মুহূর্তে পান্ডিয়া ওই হট-সিটে বসার ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে ৷

কলকাতা, 2 জুলাই: অপরাজিত থেকে টি20 বিশ্বকাপ জিতেছে ভারত ৷ বিশ্বকাপের যে কোনও ফরম্যাটে প্রথমবার অপরাজিত ৷ কিন্তু, ফিনিশিং লাইন ক্রস করার আগের মুহূর্তে ভারতকে বেশ কয়েকটি উদ্বেগজনক মুহূর্তের সঙ্গে লড়াই করতে হয়েছে ৷ গত শনিবার ব্রিজটাউন বারবাডোজের সেই ফাইনাল ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটার এবং ক্রিকেট অনুরাগীদের অনেক কিছু দিয়ে গেল ৷

যেমন, এমন একটি সময়ে মেন ইন ব্লু পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল, একের পর এক উইকেটের পতনে ৷ কিন্তু, সেখান থেকেই ম্যাচের হাল ধরেন ম্যাজিকম্যান বিরাট কোহলি ৷ পুরো টুর্নামেন্টে যাঁর ব্যাটে রান ছিল না ৷ কিন্তু, কেন তাঁকে বর্তমান যুগের সেরা ক্রিকেটার বলা হয়, তার প্রমাণ ফাইনালের বড় মঞ্চে 59 বলে 76 রানের ইনিংসে বুঝিয়ে দিয়েছেন ৷ উইকেটের একদিকে আঠার মতো সেঁটে গিয়েছিলেন ৷ আর তাঁকে খুঁটি করে বাকিরা আক্রমণে গিয়েছেন ৷ আবার প্রয়োজন বুঝে শেষের দিকে রান-গতি বাড়িয়েছেন ৷

আবার 176 রান ডিফেন্ড করতে নেমে একটা সময় বিশ্বকাপ জয়ে স্বপ্ন ভাঙার পরিস্থিতি চলে এসেছিল ৷ সেখানে ডেভিড মিলারের শটে বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ নিয়ে সূর্যকুমার যাদব ভারতের জয় নিশ্চিত করেন ৷ তাঁর সেই ক্যাচ কোথাও গিয়ে 1983 সালে ভিভিয়ান রিচার্ডসের উইকেটের কথা মনে করিয়ে দেয় ৷ কপিল দেবের মিড-উইকেট থেকে উলটোদিকে ছুটে বাউন্ডারি লাইনে ক্যাচ ভারতকে সঠিক অর্থে প্রথম বিশ্বকাপ জিততে সাহায্য করেছিল ৷ তবে, সূর্যকুমারের সেই ক্যাচ শুধু ভারতকে টি20 বিশ্বকাপ জিতিয়েছে, তা মানতে নারাজ 83’র ফাইনালে ভিভ রিচার্ডসের উইকেট শিকারি মদন লাল ৷

তাঁর মতে, শেষ পাঁচ ওভারে ভারতীয় বোলাররা ম্যাচটি জিতিয়েছেন ৷ বিশেষত, হেনরিক ক্লাসেনের উইকেট ৷ মদন লালের মতে, ক্লাসেন ক্রিজে থাকলে সূর্যর ওই ক্যাচ ধরার সুযোগই হয়তো আসত না ৷ 17 বছর পর ভারতের টি20 বিশ্বকাপ জয় নিয়ে উচ্ছ্বসিত 83’র নায়ক, ইটিভি ভারতকে বিশেষ সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানালেন ৷

প্রশ্ন- 1983’র বিশ্বকাপ ফাইনালে কপিল দেবের সেই ক্যাচ এবং শেষ টি20 বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমার যাদবের নেওয়া ক্যাচ ৷ এই দু’টিকে আপনি কীভাবে তুলনা করবেন ?

মদন লাল- এই ক্যাচ দু’টোর তুলনা করা খুবই কঠিন ৷ সূর্যকুমার খুব ভালো একটা ক্যাচ ধরেছে এবং কপিলের জন্যও একই কথা বলব ৷ ও অনেকটা পিছনে দৌড়ে গিয়ে ক্যাচটা ধরেছিল ৷ কিন্তু, এই ক্যাচগুলি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে ৷ আমি জানি না, কীভাবে ওই দু’টো ক্যাচের তুলনা করব ৷ আমি যেটা বলব, দু’টো ক্যাচই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল ৷

প্রশ্ন- তাই যদি হয়, তাহলে কপিল দেবের ক্যাচ ভারতকে তার প্রথম বিশ্বকাপ জিতিয়ে ছিল ৷ আপনি কি সহমত হবেন, স্কাইয়ের ওই ক্যাচ আবারও ভারতকে বিশ্বকাপ জেতাল ?

মদল লাল- এখানে আমি মনে করি না, শুধুমাত্র ওই ক্যাচটা (সূর্যকুমারের লং অফের ক্যাচ) ভারতকে খেতাব জিতিয়েছে ৷ আমার মতে, ভারতের বোলিং উইনিট আমাদের হয়ে টি20 বিশ্বকাপে বাজিটা জিতেছে ৷

প্রশ্ন- তাহলে, 1983’র বোলিংয়ের সঙ্গে 2024 বোলিং ইউনিটের কীভাবে তুলনা করবেন ?

মদন লাল- তুলনা এখানে চলে না ৷ কিন্তু, 2024-এ আমাদের বোলাররা ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে ৷ কারণ, একটা সময় দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জিতছিল ৷ ঠিক সেই মুহূর্তে (হেনরিক) ক্লাসেনের উইকেটের পিছনে ক্যাচ আউট হওয়া ৷ জসপ্রীত বুমরার এক বা দু’টি উইকেট তুলে নেওয়া, সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল ৷ সেই কারণে আমি মনে করি, শনিবারের ম্যাচে বোলাররা ভারতকে জিতিয়েছে ৷

প্রশ্ন- বিরাট কোহলির ইনিংস নিয়ে কী বলবেন ?

মদন লাল- আমি সবসময় বিশ্বাস করি বিরাট একজন ম্যাচ-উইনার ৷ ও এমন একজন ব্যাটার, যে পরিস্থিতি অনুযায়ী খেলে ৷ বিরাট সেই ধরনের ব্যাটার, যদি পরিস্থিতি অনুকূল না হয়, ও সেখানে উইকেটে আঠার মতো দাঁড়িয়ে থাকবে ৷ আর যখন ইনিংসের গতি বাড়ানোর সময় আসবে, তখন খুব সহজে অ্যাক্সিলেরেটরে চাপ দেবে ৷ একজন মহান ক্রিকেটার সবসময় পরিস্থিতি অনুযায়ী খেলেন ৷ আর সেই কারণে বিরাট গ্রেট ৷

প্রশ্ন- তাহলে, আপনার মতে, টি20 বিশ্বকাপ ফাইনালের ম্যাচে মোড় ঘোরানো মুহূর্ত কোনটা ?

মদন লাল- আমি মনে করি ক্লাসেনের উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল ৷ আমি জানি, তখনও ডেভিড মিলার ক্রিজে ছিলেন ৷ কিন্তু, ক্লাসেন যদি সেখানে আরও এক বা দু’ওভার টিকত, তাহলে ও ম্যাচটা পুরোপুরি আমাদের থেকে নিয়ে যেত ৷ ওটা অনেক বড় উইকেট ছিল ৷ ওটাই অন্যান্য প্রোটিয়া ব্যাটারদের উপর চাপ তৈরি করেছিল ৷

প্রশ্ন- তিন সেরা ক্রিকেটার — বিরাট কোহলি, অধিনায়ক রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা অবসর নিলেন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে ৷ এটা নিয়ে আপনার কী মত ?

মদন লাল- অবসর সবসময় একটা ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ কিন্তু হ্যাঁ, আমরা অবশ্যই তাঁদের অভাববোধ করব ৷ বিরাট কোহলি তাঁর আগ্রাসন ও ব্যাটিং ক্লাস মিলিয়ে একজন চ্যাম্পিয়ন ৷ ওকে নকল করা খুবই কঠিন ৷ আমরা রোহিত শর্মার পরিমার্জিত স্ট্রোকপ্লে মিস করব এবং জাদেজার অলরাউন্ড ক্রিকেট খেলার দক্ষতা ৷ দলের জন্য জাদেজা রান করতে পারে, উইকেট নিতে পারে এবং বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার ও ৷ ইন্ডিয়া অবশ্যই এই তিনজনের অভাববোধ করবে ৷

প্রশ্ন- সেরা ক্রিকেটারদের অবসরের পর, মেন ইন-ব্লুর স্টোর তাহলে কী থাকল ?

মদন লাল- তাদের ছাড়া, দলে প্রচুর প্রতিভা থাকা সত্ত্বেও, আমাদের আবারও শক্তিশালী ইউনিট গড়ে তুলতে হবে ৷

প্রশ্ন- তাহলে এখন দলকে কে নেতৃত্ব দেবে ? আপনি কারও নাম বলবেন ?

মদন লাল- এমন একজন কেউ, যার কথাকে সম্মান দেওয়া হয় এবং অবশ্যই নেতৃত্ব দেওয়ার গুণ আছে ৷ আমি নিশ্চিত নই, কে এরপর দলকে নেতৃত্ব দেবে ৷ কিন্তু, অনেকের মধ্যে ওখানে সবচেয়ে অভিজ্ঞতা বেশি হার্দিক পান্ডিয়ার ৷ বাকিদের মধ্যে সেই অভিজ্ঞতাটা নেই, যাতে নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিতে পারে ৷ জসপ্রীত বুমরা আরেকজন ক্রিকেটার, যিনি এক্ষেত্রে বিশ্বের সেরা একজন ৷ তবে, আমি ওর নেতৃত্বের গুনাগুন সম্পর্কে খুব একটা জানি না ৷ সেই হিসেবে পান্ডিয়া একমাত্র সেখানে রয়েছে, যিনি ইতিমধ্যে নেতৃত্ব দিয়েছেন দলকে ৷ তাই এই মুহূর্তে পান্ডিয়া ওই হট-সিটে বসার ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.