লখনউ, 8 এপ্রিল: রবিবাসরীয় ডবল হেডারে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় কেএল রাহুলের লখনউ ও শুভমনের গুজরাত ৷ ম্যাচের সেরা লখনউ সুপার জায়ান্টসের যশ ঠাকুর ৷ তাঁর বলের গতির কাছে ধোপে টিকল না শুভমন অ্যান্ড কোং ৷ একাই পাঁচ উইকেট নিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের বুঝিয়ে দিলেন তাঁর পাওয়ার ৷ তরুণ যশ ঠাকুরের পাঁচ উইকেট তাঁকে এনে দিল ম্যাচের সেরা নায়কের ৷ তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদেই 164 রান তাড়া করতে নেমে 130 রানেই অল আউট হয়ে গেল শুভমন গিলের দল । ঘরের মাঠে 33 রানের বড় ব্যবধানে জিতে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠল রাহুল ব্রিগেড ৷
রবিবাসরীয় ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কে এল রাহুল ৷ 5 উইকেটের বিনিময়ে 163 রান তোলে রাহুল অ্যান্ড কোং ৷ 58 রানের ঝোড়ো ইনিংস খেলের মার্কাস স্টোয়ানিস ৷ রাহুলের ব্যাটে আসে 33 রান ও নিকোলাস পুরণ রান করেন 32 ৷ বাকি ব্যাটাররা কেউই আর 20 রানের গণ্ডি পেরোতে পারেননি ৷ অন্যদিকে, শুভমন বাহিনীর উমেশ যাদব ও দর্শন নালকান্ডে 2টি করে উইকেট নেন ৷ একটি উইকেট নেন রশিদ খান ৷
163 রান তাড়া করতে নেমে গুজরাত শুরুটা ভালো করেছিল ৷ পাওয়ারপ্লেতে গুজরাত এক উইকেট হারিয়ে 54 রান তোলে। 19 রান করে আউট হন অধিনায়ক শুভমন গিল। সাই সুদর্শন 31 রানে প্যাভিলিয়নমুখী হন ৷ পরে রাহুল তেওয়াটিয়া করেন 25 বলে 30 রান। বাকি ব্যাটাররা কেউই 19-এর গণ্ডি টপকাতে পারেননি ৷ চার ওভার বল করে 3.5 ওভারে মাত্র 30 রান দিয়ে 5 উইকেট নেন যশ ঠাকুর। শুভমন গিল, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান ও নূর আহমেদ তাঁর বলের শিকার হন ৷ 18.5 ওভারে 10 উইকেট খুইয়ে 130 রানে শেষ হয়ে যায় গুজরাতের ইনিংস। এই জয়ের পরে কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস দল 4 ম্যাচে 3টি জিতে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে এসেছে।
আরও পড়ুন: