হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: তিনি 'ক্রিকেট ঈশ্বর' ৷ তাঁর উইলো থেকে ছিটকে বেরনো কভার কিংবা স্ট্রেট ড্রাইভ সবুজ গালিচা চিরে বাউন্ডারির সীমানা পার করলে আন্দোলিত হত আসমুদ্র-হিমাচল ৷ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শতরানের সংখ্য়া 100 ৷ এছাড়া 24 বছরের লম্বা কেরিয়ারে ব্যাট হাতে ভূরি-ভূরি নজির গড়েছেন তিনি ৷ তবুও লম্বা কেরিয়ার জুড়ে 'ক্রিকেট ঈশ্বর' সচিন রমেশ তেন্ডুলকরকে ভুগিয়েছে 'নার্ভাস 90' ৷
নিন্দুকেরা মজা করেই বলেন, নব্বইয়ের ঘরে প্রবেশ করলে নাকি হাঁটু কেঁপে যেত 'মাস্টার-ব্লাস্টারে'র ৷ পরিসংখ্য়ান বলছে, নব্বইয়ের ঘরে আউট না-হয়ে শতরান পূর্ণ করলে কেরিয়ারে সচিনের সেঞ্চুরির সংখ্যা হত 127 ৷ একনজরে সেই পরিসংখ্যান রইল নীচে-
ওডিআই ফর্ম্যাট: কেরিয়ারে 463টি ওয়ান-ডে ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক ৷ শতরানের সংখ্য়া 49 ৷ পরিসংখ্যান বলছে, ওডিআই কেরিয়ারে 17 বার নব্বইয়ের ঘরে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন সচিন তেন্ডুলকর ৷ একটি ক্ষেত্রে তিনি 96 রানে অপরাজিত ছিলেন ৷ অর্থাৎ, ওডিআই ক্রিকেটে 18 বার তিনি নব্বইয়ের ঘরে থেমেছেন, যা রেকর্ড ৷
টেস্ট ক্রিকেট: আন্তর্জাতিক কেরিয়ারে সচিন টেস্ট ম্য়াচ খেলেছেন 200টি ৷ যেখানে তাঁর শতরানের সংখ্যা 51 ৷ সংখ্যাটা 61 হতে পারত যদি না তিনি নব্বইয়ের ঘর থেকে সাজঘরে ফিরতেন ৷ অর্থাৎ, টেস্টে 10 বার 'নার্ভাস 90'র শিকার 'বান্দ্রার বাদশা' ৷ সবমিলিয়ে কেরিয়ারে 664টি (একটি টি-20) আন্তর্জাতিক ম্যাচে 27 বার নব্বইয়ের ঘর থেকে ফিরেছেন সচিন ৷
একনজরে টেস্ট ক্রিকেটে সচিনের 'নার্ভাস 90'র তালিকা:
- 96 বনাম শ্রীলঙ্কা (বেঙ্গালুরু)- 1994
- 92 বনাম ইংল্যান্ড (ট্রেন্টব্রিজ)- 1994
- 92 বনাম ওয়েস্ট ইন্ডিজ (বার্বাডোজ)- 1997
- 97 বনাম দক্ষিণ আফ্রিকা (মুম্বই)- 2000
- 90 বনাম ইংল্যান্ড (বেঙ্গালুরু)-2001
- 94 বনাম পাকিস্তান (মোহালি)- 2005
- 91 বনাম ইংল্যান্ড (ট্রেন্টব্রিজ)- 2007
- 98 বনাম অস্ট্রেলিয়া (মোহালি)- 2010
- 91 বনাম ইংল্যান্ড (দ্য ওভাল)-2011
- 94 বনাম ওয়েস্ট ইন্ডিজ (ওয়াংখেড়ে)- 2011