ETV Bharat / sports

'স্বপ্নের দুনিয়ায় রয়েছি', টি20 বিশ্বজয় উদযাপন নিয়ে প্রতিক্রিয়া বুমরার - BUMRAH ON T20 WC WINNING - BUMRAH ON T20 WC WINNING

T20 World Cup 2024: ভারতের টি20 বিশ্বকাপ জয়ের এক সপ্তাহ অতিক্রান্ত ৷ কিন্তু, বিশ্বকাপ জয়ের উদযাপন এখনও থামছে না ৷ জসপ্রীত বুমরা তাঁর সোশাল মিডিয়া পেজে সেই নিয়েই একটি পোস্ট করলেন সোমবার ৷ জানালেন, এখন স্বপ্নের দুনিয়ায় রয়েছেন তিনি ৷

ETV BHARAT
মায়ের সঙ্গে জসপ্রীত বুমরা ৷ (ছবি- জসপ্রীত বুমরা এক্স)
author img

By PTI

Published : Jul 8, 2024, 4:06 PM IST

মুম্বই, 8 জুলাই: গত কয়েকদিন ধরে স্বপ্নের দুনিয়ায় রয়েছেন ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে এমনটাই লিখলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা ৷ টি-20 বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার তিনি ৷ সতেরো বছর পর ভারতের টি-20 বিশ্বকাপ জয়ে তাঁর অবদান অনেকবড় ৷ তাই বুমরাকে নিয়ে তাঁর পরিজনদের পাশাপাশি অনুরাগীদের উন্মাদনাও একটু বেশি ৷

উল্লেখ্য, ভারতীয় দল টি20 বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর, প্রথমে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে সাফল্য উদযাপন হয় ৷ ওইদিন মুম্বই ফিরে ভারতীয় ক্রিকেটাররা ট্রফি নিয়ে রোড শো করেন ৷ আর সবশেষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দলকে সংবর্ধনা দেওয়া হয় বিসিসিআই-এর তরফে ৷ কিন্তু, এখানেই শেষ নয় ৷ ভারতীয় ক্রিকেটাররা নিজেদের শহরে পৌঁছালে সেখানেও বিশ্বকাপ জয়ের সাফল্য উদযাপনের ছবি উঠে এসেছে ৷ যেমনটা দেখা গেল, জসপ্রীত বুমরার বাড়িতে ৷

বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর মায়ের সঙ্গে দেখা করতে যান বুমরা ৷ সেখানে ঢোল বাজিয়ে, পুষ্প বৃষ্টি ও মিষ্টি মুখ করিয়ে স্বাগত জানানো হয় ভারতীয় পেসারকে ৷ যে হাউজিং কমপ্লেক্সে বুমরার পরিবারের সদস্যরা থাকেন, সেই হাউজিং বাসিন্দারা তাঁকে সংবর্ধনা দেন ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন জসপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন ৷ মায়ের সঙ্গে ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন গুজরাত স্পিডস্টার ৷

রোজের এই উদযাপন এবং তাঁকে নিয়ে মাতামাতি, যেন স্বপ্নের মতো বুমরার কাছে ৷ এক্স হ্যান্ডেলে সোমবার 42 সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ সেখানে কোনও দেশাত্মবোধক গান নয় ৷ বরং ব্যাকগ্রাউন্ডে রয়েছে বিরাট কোহলির, তাঁকে নিয়ে করা মন্তব্য ৷ ওয়াংখেড়ের মাঠে দাঁড়িয়ে বিরাট বলেছিলেন, "বুমরার মতো বোলার প্রজন্মে একজনই আসে ৷ আর এটা ভারতীয় দলের সৌভাগ্য যে, বুমরা আমাদের হয়ে খেলে ৷" বিরাটের এই প্রশংসার অডিয়ো 42 সেকেন্ডের ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে জুড়েছেন বুমরা ৷

সঙ্গে তিনি লিখেছেন, "শেষ কয়েকদিনের জন্য আমি নিজেকে ধন্য মনে করছি ৷ আমি একটা স্বপ্নের মধ্যে বাঁচছি ৷ আর সেটা আমাকে খুবই আনন্দিতও করছে ৷" উল্লেখ্য, বুমরার ওই ভিডিয়োতে বিশ্বকাপ জয়ের পর থেকে, চলে আসা সাফল্য উদযাপনের প্রতিটি মুহূর্তকে তুলে ধরা হয়েছে ৷

মুম্বই, 8 জুলাই: গত কয়েকদিন ধরে স্বপ্নের দুনিয়ায় রয়েছেন ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে এমনটাই লিখলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা ৷ টি-20 বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার তিনি ৷ সতেরো বছর পর ভারতের টি-20 বিশ্বকাপ জয়ে তাঁর অবদান অনেকবড় ৷ তাই বুমরাকে নিয়ে তাঁর পরিজনদের পাশাপাশি অনুরাগীদের উন্মাদনাও একটু বেশি ৷

উল্লেখ্য, ভারতীয় দল টি20 বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর, প্রথমে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে সাফল্য উদযাপন হয় ৷ ওইদিন মুম্বই ফিরে ভারতীয় ক্রিকেটাররা ট্রফি নিয়ে রোড শো করেন ৷ আর সবশেষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দলকে সংবর্ধনা দেওয়া হয় বিসিসিআই-এর তরফে ৷ কিন্তু, এখানেই শেষ নয় ৷ ভারতীয় ক্রিকেটাররা নিজেদের শহরে পৌঁছালে সেখানেও বিশ্বকাপ জয়ের সাফল্য উদযাপনের ছবি উঠে এসেছে ৷ যেমনটা দেখা গেল, জসপ্রীত বুমরার বাড়িতে ৷

বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর মায়ের সঙ্গে দেখা করতে যান বুমরা ৷ সেখানে ঢোল বাজিয়ে, পুষ্প বৃষ্টি ও মিষ্টি মুখ করিয়ে স্বাগত জানানো হয় ভারতীয় পেসারকে ৷ যে হাউজিং কমপ্লেক্সে বুমরার পরিবারের সদস্যরা থাকেন, সেই হাউজিং বাসিন্দারা তাঁকে সংবর্ধনা দেন ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন জসপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন ৷ মায়ের সঙ্গে ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন গুজরাত স্পিডস্টার ৷

রোজের এই উদযাপন এবং তাঁকে নিয়ে মাতামাতি, যেন স্বপ্নের মতো বুমরার কাছে ৷ এক্স হ্যান্ডেলে সোমবার 42 সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ সেখানে কোনও দেশাত্মবোধক গান নয় ৷ বরং ব্যাকগ্রাউন্ডে রয়েছে বিরাট কোহলির, তাঁকে নিয়ে করা মন্তব্য ৷ ওয়াংখেড়ের মাঠে দাঁড়িয়ে বিরাট বলেছিলেন, "বুমরার মতো বোলার প্রজন্মে একজনই আসে ৷ আর এটা ভারতীয় দলের সৌভাগ্য যে, বুমরা আমাদের হয়ে খেলে ৷" বিরাটের এই প্রশংসার অডিয়ো 42 সেকেন্ডের ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে জুড়েছেন বুমরা ৷

সঙ্গে তিনি লিখেছেন, "শেষ কয়েকদিনের জন্য আমি নিজেকে ধন্য মনে করছি ৷ আমি একটা স্বপ্নের মধ্যে বাঁচছি ৷ আর সেটা আমাকে খুবই আনন্দিতও করছে ৷" উল্লেখ্য, বুমরার ওই ভিডিয়োতে বিশ্বকাপ জয়ের পর থেকে, চলে আসা সাফল্য উদযাপনের প্রতিটি মুহূর্তকে তুলে ধরা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.