লন্ডন, 3 ফেব্রুয়ারি: মাত্র 13 বছরের এক ছিপছিপে চেহারার বিস্ময় বালককে বিশ্বের অন্যতম সেরা ক্লাবে সই করানো হয়েছিল ৷ সেই সময় বার্সেলোনার এজেন্ট গাগিওলি সঙ্গে থাকা রুমালে চুক্তির বিষয়বস্তু লেখেন এবং সেই বিস্ময় বালককে ক্লাবে সই করান ৷ সঙ্গে এক নয়া ফুটবল যুগের সূচনা করেছিল বার্সেলোনা ৷ সেই বিস্ময় বালক আর কেউ নন, লিওনেল মেসি ৷ 24 বছর পর তাঁর সেই 'রুমাল' চুক্তিপত্র নিলামে উঠছে ৷
ব্রিটিশ সংস্থা বোনহ্যামস অনলাইনে মেসির 'রুমাল' চুক্তিপত্র নিলামে তুলবে ৷ এর বেস প্রাইজ রাখা হয়েছে, 3 লক্ষ পাউন্ড ৷ মার্কিন ডলারে এর মূল্য 3 লক্ষ 79 হাজার ৷ আগামী 18 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত অনলাইনে সেই চুক্তিপত্রটি নিলামের জন্য তোলা হবে ৷ 2000 সালের 14 ডিসেম্বর স্বাক্ষরিত 'রুমাল' চুক্তিপত্রে গাগিওলি, অন্য আরেক এজেন্ট জোসেপ মারিয়া মিনগুয়েলা এবং বার্সেলোনার তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাচের স্বাক্ষর রয়েছে ৷ যিনি বার্সেলোনার একটি টেনিস ক্লাবে মেসিকে প্রথম দেখেছিলেন ৷
সেই রুমালে মেসিকে দিয়ে চুক্তিপত্র সই করানোর উদ্দেশ্য ছিল, প্রাথমিকভাবে একটা রূপরেখা তৈরি করে ফেলা ৷ 13 বছরের মেসির বাবা জর্জে মেসিকে এজেন্টরা আশ্বাস দিয়েছিলেন, তাঁর ছেলেকে এরপর অফিসিয়ালি কাগজেকলমে চুক্তি করানো হবে ৷ সেটা ক্লাবের তরফে খুব দ্রুত করার আশ্বাস দিয়েছিলেন গাগিওলি ৷ মেসির 'রুমাল' চুক্তিপত্র নিলামকারী সংস্থা বোনহ্যামসের ফাইন বুক অ্যান্ড ম্যানিউস্ক্রিপ্ট হেড ইয়ান এহলিং বলেন, "আমার অধীনে থাকা এটা সবচেয়ে রোমাঞ্চকর বস্তু ৷ হ্যাঁ, এটা একটা পেপার ন্যাপকিন ৷ কিন্তু, এটা বিখ্যাত ন্যাপকিন ৷ এটা ছিল লিওনেল মেসির কেরিয়ারের সূচনা ৷"
তাঁর কথায়, "এই ন্যাপকিনটা মেসির জীবন বদলে দিয়েছিল ৷ এফসি বার্সেলোনার ভবিষ্যৎ বদলে দিয়েছিল ৷ সেই সঙ্গে এই ক্ষুদ্র ক্যাপনিক, সমগ্র বিশ্বের অগুণিত ফুটবল ভক্তকে অসাধারণ সুন্দর মুহূর্ত উপভোগ করার সুযোগ তৈরি করে দিয়েছিল ৷"
আরও পড়ুন: