ETV Bharat / sports

হ্যামস্ট্রিং চোট, মার্কিন মুলুকে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নেই মেসি - Hamstring Injury of Lionel Messi

Argentina friendlies in the US: ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আগামী আসন্ন ফিফা ফ্রেন্ডলি ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলতি ও আগামী সপ্তাহে দু’টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্তিনা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 11:02 AM IST

বুয়েনস আইরেস, 19 মার্চ: আবারও চোটের শিকার লিওনেল মেসি ৷ তার জেরে আগামী 22 ও 26 মার্চ মার্কিন মুলুকে আমেরিকার বিরুদ্ধে দু’টি ফিফা ফ্রেন্ডলি থেকে ছিটকে গেলেন আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ৷ আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে সোমবার জানানো হয়েছে, মেসির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট রয়েছে ৷ তাই বাড়তি সতর্কতা হিসেবে মেসিকে মার্কিন মুলুকে 2টি ফ্রেন্ডলি ম্যাচে না-খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

বিশ্বজয়ী দলের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "ইন্টার মিয়ামির হয়ে ন্যাশভিল এসসি-র বিরুদ্ধে খেলার সময় লিওনেল মেসি তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট পান ৷ সেই কারণে আর্জেন্তিনা দলের অধিনায়ক মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত দু’টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের দলে থাকছেন না ৷" গত সপ্তাহের বুধবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিল এসসি-র বিরুদ্ধে সেই ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অস্বস্তিবোধ করেন মেসি ৷ দ্রুত ইন্টার মিয়ামি কোচ জেরার্দো টাটা মার্টিনো মেসিকে মাঠ থেকে তুলে নেন ৷

সেই ম্যাচ শেষে মার্টিনো জানিয়েছিলেন, "ওর ডান পায়ের পেশীতে চাপ পড়ছিল ৷ তাই আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি ৷ আমরা চেষ্টা করেছিলাম, যাতে ওকে ম্যাচে খেলানো যায় কি না ৷ কিন্তু, ওর সমস্যা হচ্ছিল ৷ তাই আমরা মেসিকে মাঠ থেকে তুলে নিয়েছি ৷" সেই ম্যাচের প্রথমার্ধে মেসির দুরন্ত পারফর্ম্যান্সে ইন্টার মিয়ামি 2-0 গোলে এগিয়ে যায় ৷ যেখানে মেসি একটি গোল করেন ও একটিতে অ্যাসিস্ট ছিল৷

তবে, সেই সময় বোঝা যায়নি লিওনেল মেসির চোট কতটা গুরুতর ৷ আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়ে দিল, হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট রয়েছে ৷ সেই কারণে এএফএ কোনও ঝুঁকি নিতে নারাজ ৷ ফলে আপাতত তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে ৷ সেই মতো রি-হ্যাব শুরু হয়ে গিয়েছে মেসির ৷ তবে, আগামী 22 ও 26 মার্চ আর্জেন্তিনার জার্সিতে বিশ্বজয়ী এলএম10-কে দেখা যাবে না ৷ যা মেসি ও ফুটবল অনুরাগীদের জন্য কিছুটা খারাপ খবর ৷

আরও পড়ুন:

  1. টি-20 বিশ্বকাপের নিরিখে আইপিএলের প্রথমধাপ কোহলির জন্য গুরুত্বপূর্ণ
  2. স্মৃতিকে ভিডিয়ো কলে ডব্লিউপিএল জয়ের 'বিরাট' অভিনন্দন
  3. নীল জার্সি, বাদামি শর্টস; ইউরোর নয়া কিটে টিনটিনকে শ্রদ্ধা জানাবে বেলজিয়াম

বুয়েনস আইরেস, 19 মার্চ: আবারও চোটের শিকার লিওনেল মেসি ৷ তার জেরে আগামী 22 ও 26 মার্চ মার্কিন মুলুকে আমেরিকার বিরুদ্ধে দু’টি ফিফা ফ্রেন্ডলি থেকে ছিটকে গেলেন আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ৷ আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে সোমবার জানানো হয়েছে, মেসির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট রয়েছে ৷ তাই বাড়তি সতর্কতা হিসেবে মেসিকে মার্কিন মুলুকে 2টি ফ্রেন্ডলি ম্যাচে না-খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

বিশ্বজয়ী দলের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "ইন্টার মিয়ামির হয়ে ন্যাশভিল এসসি-র বিরুদ্ধে খেলার সময় লিওনেল মেসি তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট পান ৷ সেই কারণে আর্জেন্তিনা দলের অধিনায়ক মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত দু’টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের দলে থাকছেন না ৷" গত সপ্তাহের বুধবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিল এসসি-র বিরুদ্ধে সেই ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অস্বস্তিবোধ করেন মেসি ৷ দ্রুত ইন্টার মিয়ামি কোচ জেরার্দো টাটা মার্টিনো মেসিকে মাঠ থেকে তুলে নেন ৷

সেই ম্যাচ শেষে মার্টিনো জানিয়েছিলেন, "ওর ডান পায়ের পেশীতে চাপ পড়ছিল ৷ তাই আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি ৷ আমরা চেষ্টা করেছিলাম, যাতে ওকে ম্যাচে খেলানো যায় কি না ৷ কিন্তু, ওর সমস্যা হচ্ছিল ৷ তাই আমরা মেসিকে মাঠ থেকে তুলে নিয়েছি ৷" সেই ম্যাচের প্রথমার্ধে মেসির দুরন্ত পারফর্ম্যান্সে ইন্টার মিয়ামি 2-0 গোলে এগিয়ে যায় ৷ যেখানে মেসি একটি গোল করেন ও একটিতে অ্যাসিস্ট ছিল৷

তবে, সেই সময় বোঝা যায়নি লিওনেল মেসির চোট কতটা গুরুতর ৷ আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়ে দিল, হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট রয়েছে ৷ সেই কারণে এএফএ কোনও ঝুঁকি নিতে নারাজ ৷ ফলে আপাতত তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে ৷ সেই মতো রি-হ্যাব শুরু হয়ে গিয়েছে মেসির ৷ তবে, আগামী 22 ও 26 মার্চ আর্জেন্তিনার জার্সিতে বিশ্বজয়ী এলএম10-কে দেখা যাবে না ৷ যা মেসি ও ফুটবল অনুরাগীদের জন্য কিছুটা খারাপ খবর ৷

আরও পড়ুন:

  1. টি-20 বিশ্বকাপের নিরিখে আইপিএলের প্রথমধাপ কোহলির জন্য গুরুত্বপূর্ণ
  2. স্মৃতিকে ভিডিয়ো কলে ডব্লিউপিএল জয়ের 'বিরাট' অভিনন্দন
  3. নীল জার্সি, বাদামি শর্টস; ইউরোর নয়া কিটে টিনটিনকে শ্রদ্ধা জানাবে বেলজিয়াম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.