প্যারিস, 4 অগস্ট: অলিম্পিক্সে থামল লক্ষ্য সেনের জয়ের রথ ৷ রবিবার প্রবল প্রতিপক্ষ ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে সেমিফাইনালে হেরে গেলেন ভারতীয় শাটলার ৷ স্ট্রেট গেমে লক্ষ্যকে হারালেন ড্য়ানিশ শাটলার ৷ গতবারের সোনাজয়ী ভিক্টরের পক্ষে ম্যাচের ফল 22-20, 21-14 ৷
কোয়ার্টার ফাইনালে বিশ্বের প্রাক্তন দু'নম্বরকে পিছিয়ে পড়েও হারানোর পর লক্ষ্যকে নিয়ে প্রত্য়াশা বাড়ছিল ব্যাডমিন্টন মহলে ৷ মনে করা হচ্ছিল 'মিরাকল' সম্ভব ভারতীয় শাটলারের পক্ষে ৷ প্রত্যাশায় সিলমোহর দিয়ে প্রথম গেমে বিশ্বের বর্তমান দু'নম্বরকে কোণঠাসা করে দেন লক্ষ্য ৷ একসময় প্রথম গেমে এদিন 15-9 ব্যবধানে এগিয়েছিলেন দেশের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্স সেমিতে পৌঁছনো আলমোড়ার তরুণ ৷
শুধুই কি তাই? প্রথম গেমে এদিন গেম পয়েন্টেও পৌঁছে গিয়েছিলেন ভারতীয় শাটলার ৷ গতবারের সোনাজয়ীর বিরুদ্ধে কোর্টে তখন ঝরে পড়ছে লক্ষ্যর আত্মবিশ্বাস ৷ কিন্তু সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না অ্যাক্সেলসেন ৷ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুরন্ত বাউন্সব্য়াক করেন ড্যানিশ শাটলার ৷ 17-20 ব্যবধানে পিছিয়ে থেকে টানা পাঁচ পয়েন্ট সংগ্রহ করে প্রথম গেম নিজের নাম করে নেন দু'বারের অলিম্পিক্স পদকজয়ী ৷
🇮🇳👏 𝗚𝗥𝗘𝗔𝗧 𝗙𝗜𝗚𝗛𝗧 𝗙𝗥𝗢𝗠 𝗟𝗔𝗞𝗦𝗛𝗬𝗔! Lakshya Sen played exceptionally well today, but unfortunately for him, that wasn't enough to defeat World No.2, Viktor Axelsen. He will now compete in the Bronze medal match.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) August 4, 2024
🏸 Can he go on to win a first-ever medal for India… pic.twitter.com/bjxTX69yII
প্রথম গেমে নিরাপদ ব্যবধান তৈরি করেও হারের পর আত্মবিশ্বাসে চিড় ধরে লক্ষ্যর ৷ তবু দ্বিতীয় গেমে 6-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন ভারতীয় ৷ কিন্তু জল মেপে নিয়ে এরপরই নিজের সেরাটা মেলে ধরেন 6 ফুট 4 ইঞ্চির শাটলার ৷ একের পর এক স্ম্যাশে লক্ষ্যকে ম্যাচ থেকে ক্রমেই ছিটকে দেন ভিক্টর ৷ 11-10 ব্যবধানে লক্ষ্য দ্বিতীয় গেমের বিরতিতে এগিয়ে থাকলেও বিরতির পর কোর্টে ঝড় তোলেন ড্যানিশ ৷
21-14 ব্যবধানে দ্বিতীয় গেম এবং ম্যাচ নিজের নামে করে নেন ভিক্টর ৷ 54 মিনিটে লক্ষ্যকে স্ট্রেট গেমে হারিয়ে ফের সোনার জন্য লড়বেন তিনি ৷ অন্যদিকে সোমবারই ব্রোঞ্জ পদকের ম্যাচে মালয়েশিয়ার লি জিয়া জি'র মুখোমুখি হবেন লক্ষ্য ৷