ETV Bharat / sports

সেনের 'লক্ষ্য'চ্যুতি, সেমিতে হেরে ব্রোঞ্জের জন্য লড়বেন ভারতীয় শাটলার - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 4, 2024, 4:33 PM IST

Updated : Aug 4, 2024, 5:06 PM IST

LAKSHYA SEN WILL COMPETE FOR BRONZE: প্রবল প্রতিপক্ষ ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে সেমিফাইনালে হেরে গেলেন লক্ষ্য সেন ৷ স্ট্রেট গেমে লক্ষ্যকে গতবারের সোনাজয়ী ৷ তাঁর পক্ষে ম্যাচের ফল 22-20, 21-14 ৷

LAKSHYA SEN
লক্ষ্য সেন (AP Photo)

প্যারিস, 4 অগস্ট: অলিম্পিক্সে থামল লক্ষ্য সেনের জয়ের রথ ৷ রবিবার প্রবল প্রতিপক্ষ ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে সেমিফাইনালে হেরে গেলেন ভারতীয় শাটলার ৷ স্ট্রেট গেমে লক্ষ্যকে হারালেন ড্য়ানিশ শাটলার ৷ গতবারের সোনাজয়ী ভিক্টরের পক্ষে ম্যাচের ফল 22-20, 21-14 ৷

কোয়ার্টার ফাইনালে বিশ্বের প্রাক্তন দু'নম্বরকে পিছিয়ে পড়েও হারানোর পর লক্ষ্যকে নিয়ে প্রত্য়াশা বাড়ছিল ব্যাডমিন্টন মহলে ৷ মনে করা হচ্ছিল 'মিরাকল' সম্ভব ভারতীয় শাটলারের পক্ষে ৷ প্রত্যাশায় সিলমোহর দিয়ে প্রথম গেমে বিশ্বের বর্তমান দু'নম্বরকে কোণঠাসা করে দেন লক্ষ্য ৷ একসময় প্রথম গেমে এদিন 15-9 ব্যবধানে এগিয়েছিলেন দেশের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্স সেমিতে পৌঁছনো আলমোড়ার তরুণ ৷

শুধুই কি তাই? প্রথম গেমে এদিন গেম পয়েন্টেও পৌঁছে গিয়েছিলেন ভারতীয় শাটলার ৷ গতবারের সোনাজয়ীর বিরুদ্ধে কোর্টে তখন ঝরে পড়ছে লক্ষ্যর আত্মবিশ্বাস ৷ কিন্তু সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না অ্যাক্সেলসেন ৷ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুরন্ত বাউন্সব্য়াক করেন ড্যানিশ শাটলার ৷ 17-20 ব্যবধানে পিছিয়ে থেকে টানা পাঁচ পয়েন্ট সংগ্রহ করে প্রথম গেম নিজের নাম করে নেন দু'বারের অলিম্পিক্স পদকজয়ী ৷

প্রথম গেমে নিরাপদ ব্যবধান তৈরি করেও হারের পর আত্মবিশ্বাসে চিড় ধরে লক্ষ্যর ৷ তবু দ্বিতীয় গেমে 6-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন ভারতীয় ৷ কিন্তু জল মেপে নিয়ে এরপরই নিজের সেরাটা মেলে ধরেন 6 ফুট 4 ইঞ্চির শাটলার ৷ একের পর এক স্ম্যাশে লক্ষ্যকে ম্যাচ থেকে ক্রমেই ছিটকে দেন ভিক্টর ৷ 11-10 ব্যবধানে লক্ষ্য দ্বিতীয় গেমের বিরতিতে এগিয়ে থাকলেও বিরতির পর কোর্টে ঝড় তোলেন ড্যানিশ ৷

21-14 ব্যবধানে দ্বিতীয় গেম এবং ম্যাচ নিজের নামে করে নেন ভিক্টর ৷ 54 মিনিটে লক্ষ্যকে স্ট্রেট গেমে হারিয়ে ফের সোনার জন্য লড়বেন তিনি ৷ অন্যদিকে সোমবারই ব্রোঞ্জ পদকের ম্যাচে মালয়েশিয়ার লি জিয়া জি'র মুখোমুখি হবেন লক্ষ্য ৷

প্যারিস, 4 অগস্ট: অলিম্পিক্সে থামল লক্ষ্য সেনের জয়ের রথ ৷ রবিবার প্রবল প্রতিপক্ষ ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে সেমিফাইনালে হেরে গেলেন ভারতীয় শাটলার ৷ স্ট্রেট গেমে লক্ষ্যকে হারালেন ড্য়ানিশ শাটলার ৷ গতবারের সোনাজয়ী ভিক্টরের পক্ষে ম্যাচের ফল 22-20, 21-14 ৷

কোয়ার্টার ফাইনালে বিশ্বের প্রাক্তন দু'নম্বরকে পিছিয়ে পড়েও হারানোর পর লক্ষ্যকে নিয়ে প্রত্য়াশা বাড়ছিল ব্যাডমিন্টন মহলে ৷ মনে করা হচ্ছিল 'মিরাকল' সম্ভব ভারতীয় শাটলারের পক্ষে ৷ প্রত্যাশায় সিলমোহর দিয়ে প্রথম গেমে বিশ্বের বর্তমান দু'নম্বরকে কোণঠাসা করে দেন লক্ষ্য ৷ একসময় প্রথম গেমে এদিন 15-9 ব্যবধানে এগিয়েছিলেন দেশের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্স সেমিতে পৌঁছনো আলমোড়ার তরুণ ৷

শুধুই কি তাই? প্রথম গেমে এদিন গেম পয়েন্টেও পৌঁছে গিয়েছিলেন ভারতীয় শাটলার ৷ গতবারের সোনাজয়ীর বিরুদ্ধে কোর্টে তখন ঝরে পড়ছে লক্ষ্যর আত্মবিশ্বাস ৷ কিন্তু সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না অ্যাক্সেলসেন ৷ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুরন্ত বাউন্সব্য়াক করেন ড্যানিশ শাটলার ৷ 17-20 ব্যবধানে পিছিয়ে থেকে টানা পাঁচ পয়েন্ট সংগ্রহ করে প্রথম গেম নিজের নাম করে নেন দু'বারের অলিম্পিক্স পদকজয়ী ৷

প্রথম গেমে নিরাপদ ব্যবধান তৈরি করেও হারের পর আত্মবিশ্বাসে চিড় ধরে লক্ষ্যর ৷ তবু দ্বিতীয় গেমে 6-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন ভারতীয় ৷ কিন্তু জল মেপে নিয়ে এরপরই নিজের সেরাটা মেলে ধরেন 6 ফুট 4 ইঞ্চির শাটলার ৷ একের পর এক স্ম্যাশে লক্ষ্যকে ম্যাচ থেকে ক্রমেই ছিটকে দেন ভিক্টর ৷ 11-10 ব্যবধানে লক্ষ্য দ্বিতীয় গেমের বিরতিতে এগিয়ে থাকলেও বিরতির পর কোর্টে ঝড় তোলেন ড্যানিশ ৷

21-14 ব্যবধানে দ্বিতীয় গেম এবং ম্যাচ নিজের নামে করে নেন ভিক্টর ৷ 54 মিনিটে লক্ষ্যকে স্ট্রেট গেমে হারিয়ে ফের সোনার জন্য লড়বেন তিনি ৷ অন্যদিকে সোমবারই ব্রোঞ্জ পদকের ম্যাচে মালয়েশিয়ার লি জিয়া জি'র মুখোমুখি হবেন লক্ষ্য ৷

Last Updated : Aug 4, 2024, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.