ETV Bharat / sports

নাকে অস্ত্রোপচার, ‘মুখোশ’ পরেই ইউরো খেলবেন ফরাসি তারকা - Kylian Mbappe

Kylian Mbappe in Euro 2024: অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই নাক ফেটেছে কিলিয়ান এমবাপের ৷ অবস্থা এমনই যে অস্ত্রোপচারের পর এবার বিশেষভাবে তৈরি মাস্ক পরেই বাকি টুর্নামেন্ট খেলবেন ফরাসি তারকা ৷

নিজস্ব চিত্র
কিলিয়ান এমবাপে (Etv Bharat)
author img

By PTI

Published : Jun 18, 2024, 5:07 PM IST

ডুসেলডর্ফ (জার্মানি), 18 জুন: বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকে নজির গড়া তারকার ইউরো অভিযানের শুরুটা সুখকর হল না ৷ প্রথম ম্যাচেই ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাক ফাটল কিলিয়ান এমবাপের ৷ অস্ত্রোপচার সফল হলেও বিশেষভাবে তৈরি মাস্ক পরেই বাকি ইউরোটা খেলতে হবে তাঁকে ৷ এক্স পোস্টে সেই মাস্কের আবার খোঁজও করেছেন ফরাসি তারকা ৷

এমনিতেই ইউরো শুরু হলে নিজের স্কোরিং বুটটা ঘরে রেখে আসেন কিলিয়ান এমবাপে ৷ গত ইউরোতে তাঁর পেনাল্টি মিসেই ছিটকে যায় ফ্রান্স ৷ এবার কোয়ালিফাইং রাউন্ডে জিব্রাল্টারের বিরুদ্ধে হ্যাটট্রিক করে আশা জাগিয়েছিলেন এমবাপে ৷ মূলপর্ব শুরু হতেই ফের কক্ষচ্যূত কিলিয়ান ৷ ইউরোর প্রথম ম্যাচে ফরাসিদের জয় এসেছে আত্মঘাতী গোলে ৷ বিশ্বকাপে 12 গোল করে ফেলা তারকা অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের গোলরক্ষককে একা পেয়েও যেভাবে বল বাইরে মারলেন, তা একেবারেই এমবাপেসুলভ নয় ৷ প্রথম ম্যাচে ডিফেন্ডারদের বেড়াজালে জড়িয়ে আটকে গেলেন আসন্ন মরশুমে রিয়াল মাদ্রিদে যোগদান করতে চলা ফুটবলার ৷

এর আগে বহু ফুটবলার এই মাস্ক পরে মাঠে নেমেছেন ৷ চিরকাল হেডক্যাপ পরে তেকাঠি আগলেছেন চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক পের চেক ৷ পাভেল নেদভেদ, মাইকেল বালাককেও অতীতে এই মাস্ক পরে মাঠে নামতে দেখা গিয়েছে ৷ শেষ বিশ্বকাপেই ক্রোয়েশিয়ার দসকো গার্ডিয়ল, দক্ষিণ কোরিয়ার সন হিউ-মিন, তিউনিশিয়ার এলিস স্খিরিকে দেখা গিয়েছে এই মাস্ক পরে দলকে জেতাতে ৷ ফলে তা পরে মাঠে নামলে বিন্দুমাত্র সমস্যা নেই ৷

ইংল্যান্ডের জিওফ্রে চার্লস হার্স্টের পর বিশ্বকাপ ফাইনালে তিনবার বিপক্ষের জালে বল জড়ানোর নজির একমাত্র এমবাপেরই রয়েছে ৷ যদিও নজির গড়েও দলকে বিশ্বসেরা করতে পারেননি ৷ অন্যদিকে, 2000 সালের পর ইউরো আসেনি ফ্রান্সে ৷ ফলে দুই জ্বালা জোরানোরই সুযোগ রয়েছে ‘দ্য ব্লু’জদের কাছে ৷

24 বছর ইউরো না-জেতার আক্ষেপ ঘোচাতে এবার এমবাপের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব সঁপেছেন কোচ দিদিয়ের দেঁশ ৷ 2000 সালে শেষবার ফ্রান্সের ইউরো চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন যিনি ৷ ফলে গুরুদায়িত্ব এবং চোট সামলে বাকি ম্যাচগুলিতে কি প্রভাব ফেলেন বিশ্বকাপের ‘নায়ক’, তাই এখন দেখার ৷

সংবাদসূত্র: অ্যাসোসিয়েট প্রেস (এপি)

ডুসেলডর্ফ (জার্মানি), 18 জুন: বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকে নজির গড়া তারকার ইউরো অভিযানের শুরুটা সুখকর হল না ৷ প্রথম ম্যাচেই ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাক ফাটল কিলিয়ান এমবাপের ৷ অস্ত্রোপচার সফল হলেও বিশেষভাবে তৈরি মাস্ক পরেই বাকি ইউরোটা খেলতে হবে তাঁকে ৷ এক্স পোস্টে সেই মাস্কের আবার খোঁজও করেছেন ফরাসি তারকা ৷

এমনিতেই ইউরো শুরু হলে নিজের স্কোরিং বুটটা ঘরে রেখে আসেন কিলিয়ান এমবাপে ৷ গত ইউরোতে তাঁর পেনাল্টি মিসেই ছিটকে যায় ফ্রান্স ৷ এবার কোয়ালিফাইং রাউন্ডে জিব্রাল্টারের বিরুদ্ধে হ্যাটট্রিক করে আশা জাগিয়েছিলেন এমবাপে ৷ মূলপর্ব শুরু হতেই ফের কক্ষচ্যূত কিলিয়ান ৷ ইউরোর প্রথম ম্যাচে ফরাসিদের জয় এসেছে আত্মঘাতী গোলে ৷ বিশ্বকাপে 12 গোল করে ফেলা তারকা অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের গোলরক্ষককে একা পেয়েও যেভাবে বল বাইরে মারলেন, তা একেবারেই এমবাপেসুলভ নয় ৷ প্রথম ম্যাচে ডিফেন্ডারদের বেড়াজালে জড়িয়ে আটকে গেলেন আসন্ন মরশুমে রিয়াল মাদ্রিদে যোগদান করতে চলা ফুটবলার ৷

এর আগে বহু ফুটবলার এই মাস্ক পরে মাঠে নেমেছেন ৷ চিরকাল হেডক্যাপ পরে তেকাঠি আগলেছেন চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক পের চেক ৷ পাভেল নেদভেদ, মাইকেল বালাককেও অতীতে এই মাস্ক পরে মাঠে নামতে দেখা গিয়েছে ৷ শেষ বিশ্বকাপেই ক্রোয়েশিয়ার দসকো গার্ডিয়ল, দক্ষিণ কোরিয়ার সন হিউ-মিন, তিউনিশিয়ার এলিস স্খিরিকে দেখা গিয়েছে এই মাস্ক পরে দলকে জেতাতে ৷ ফলে তা পরে মাঠে নামলে বিন্দুমাত্র সমস্যা নেই ৷

ইংল্যান্ডের জিওফ্রে চার্লস হার্স্টের পর বিশ্বকাপ ফাইনালে তিনবার বিপক্ষের জালে বল জড়ানোর নজির একমাত্র এমবাপেরই রয়েছে ৷ যদিও নজির গড়েও দলকে বিশ্বসেরা করতে পারেননি ৷ অন্যদিকে, 2000 সালের পর ইউরো আসেনি ফ্রান্সে ৷ ফলে দুই জ্বালা জোরানোরই সুযোগ রয়েছে ‘দ্য ব্লু’জদের কাছে ৷

24 বছর ইউরো না-জেতার আক্ষেপ ঘোচাতে এবার এমবাপের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব সঁপেছেন কোচ দিদিয়ের দেঁশ ৷ 2000 সালে শেষবার ফ্রান্সের ইউরো চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন যিনি ৷ ফলে গুরুদায়িত্ব এবং চোট সামলে বাকি ম্যাচগুলিতে কি প্রভাব ফেলেন বিশ্বকাপের ‘নায়ক’, তাই এখন দেখার ৷

সংবাদসূত্র: অ্যাসোসিয়েট প্রেস (এপি)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.