রাঁচি, 25 ফেব্রুয়ারি: একজন কিংবদন্তি প্রয়াত লেগস্পিনার শেন ওয়ার্ন ৷ আরেকজন বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব ৷ দু’জনের বোলিং স্টাইলে আকাশপাতাল তফাৎ ৷ তা সত্ত্বেও ভারতের তরুণ চায়নাম্যান ওয়ার্নের খুবই প্রিয় ছিলেন ৷ ভারতে হোক বা বিদেশের মাটিতে, কুলদীপের যে কোনও সমস্যায় একপায়ে সাহায্যের জন্য রাজি থাকতেন 'ওয়ার্নি' ৷ রবিবার রাঁচি টেস্টের চতুর্থদিন ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ বোলিংয়ের পর, সেই ওয়ার্নের সঙ্গে তুলনা টেনেই কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন ৷
15 ওভার বল করে 2টি মেডেন-সহ 22 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন কুলদীপ ৷ ইকনমি রেট 1.5 ৷ যা খুবই কৃপণ ৷ এদিন তাঁর সামনে 'থ্রি-লায়ন্স' ব্যাটাররা রীতিমতো নাকানি-চোবানি খেলেন শুরু থেকে শেষ পর্যন্ত ৷ বিশেষত বেন স্টোকস এবং জ্যাক ক্রলি ৷ ঠিক যেমনটা নিজের সময় ইংলিশ ব্যাটারদের ঘোল খাওয়াতেন শেন ওয়ার্ন ৷ আর তাই কুলদীপকে দেখে আজ ওয়ার্নের বোলিং মনে পড়ে গেল ভনের ৷
কুলদীপের বোলিংয়ের প্রশংসায় প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক সোশাল মিডিয়ায় লেখেন, "সেরা প্রশংসা যা আমি করতে পারি কুলদীপের জন্য তা হল, আজকে ও বাঁ-হাতি শেন ওয়ার্নের মতো বোলিং করল ৷" যে কোনও রিস্ট স্পিনারের জন্য এই প্রশংসা জীবনের সেরা প্রাপ্তি ৷ আর সেটা প্রতিপক্ষ শিবিরের এক প্রাক্তন ক্রিকেটারের থেকে পাওয়া, যা দায়িত্বকে আরও বাড়িয়ে দেয় ৷
কুলদীপ এদিন তাঁর প্রথম স্পেলের দ্বিতীয় ওভারেই হাফসেঞ্চুরি করা ওপেনার জ্যাক ক্রলিকে (60 রান) বোল্ড করেন ৷ এর কিছুক্ষণের মধ্যেই চা-বিরতির আগে বেন স্টোকসকে প্যাভিলিয়নে ফেরান কুলদীপ ৷ তাঁর আগে অবশ্য একাধিকবার ইংল্যান্ড অধিনায়ককে নাজেহাল করেছেন 'চায়নাম্যান' ৷ কুলদীপের অন্য দু'টি শিকার ছিলেন টম হার্টলি এবং অলি রবিনসন ৷ ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য 192 রান ৷ দুই ওপেনার রোহিত শর্মা (24 রানে অপরাজিত) এবং যশস্বী জয়সওয়াল (16 রানে অপরাজিত) ক্রিজে রয়েছেন ৷ দিনের শেষে ভারত 8 ওভারে বিনা উইকেটে 40 রান তুলেছে ৷ চতুর্থদিনে ভারতের সামনে আরও 152 রান তোলার চ্যালেঞ্জ রাঁচির পিচে ৷ তবে হাতে 10 উইকেট রয়েছে এবং সময় অফুরন্ত ৷ ফলে ভারত চতুর্থদিনেই ম্যাচ জিতে মাঠ ছাড়বে ধরে নেওয়া যায় ৷
আরও পড়ুন: