ETV Bharat / sports

'বাঁ-হাতি শেন ওয়ার্নের মতো বল করেছে', কুলদীপের প্রশংসায় ভন

Michael Vaughan Gives Compliment to Kuldeep Yadav: ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে 145 রানে অলআউট করে ভারতের জয়ের রাস্তা সহজ করে দিয়েছে ভারত ৷ সেখানে টেস্ট কেরিয়ারের 35 তম পাঁচ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ কিন্তু, মিডল-অর্ডারের 4 উইকেট নিয়ে ইংল্যান্ডের কোমর ভেঙে দিয়েছিলেন কুলদীপ যাদব ৷ তাই তাঁর প্রশংসাটাও একটু বিশেষভাবে করলেন প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ৷

Image Courtesy: BCCI X and ETV Bharat
Image Courtesy: BCCI X and ETV Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 9:22 PM IST

রাঁচি, 25 ফেব্রুয়ারি: একজন কিংবদন্তি প্রয়াত লেগস্পিনার শেন ওয়ার্ন ৷ আরেকজন বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব ৷ দু’জনের বোলিং স্টাইলে আকাশপাতাল তফাৎ ৷ তা সত্ত্বেও ভারতের তরুণ চায়নাম্যান ওয়ার্নের খুবই প্রিয় ছিলেন ৷ ভারতে হোক বা বিদেশের মাটিতে, কুলদীপের যে কোনও সমস্যায় একপায়ে সাহায্যের জন্য রাজি থাকতেন 'ওয়ার্নি' ৷ রবিবার রাঁচি টেস্টের চতুর্থদিন ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ বোলিংয়ের পর, সেই ওয়ার্নের সঙ্গে তুলনা টেনেই কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন ৷

15 ওভার বল করে 2টি মেডেন-সহ 22 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন কুলদীপ ৷ ইকনমি রেট 1.5 ৷ যা খুবই কৃপণ ৷ এদিন তাঁর সামনে 'থ্রি-লায়ন্স' ব্যাটাররা রীতিমতো নাকানি-চোবানি খেলেন শুরু থেকে শেষ পর্যন্ত ৷ বিশেষত বেন স্টোকস এবং জ্যাক ক্রলি ৷ ঠিক যেমনটা নিজের সময় ইংলিশ ব্যাটারদের ঘোল খাওয়াতেন শেন ওয়ার্ন ৷ আর তাই কুলদীপকে দেখে আজ ওয়ার্নের বোলিং মনে পড়ে গেল ভনের ৷

কুলদীপের বোলিংয়ের প্রশংসায় প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক সোশাল মিডিয়ায় লেখেন, "সেরা প্রশংসা যা আমি করতে পারি কুলদীপের জন্য তা হল, আজকে ও বাঁ-হাতি শেন ওয়ার্নের মতো বোলিং করল ৷" যে কোনও রিস্ট স্পিনারের জন্য এই প্রশংসা জীবনের সেরা প্রাপ্তি ৷ আর সেটা প্রতিপক্ষ শিবিরের এক প্রাক্তন ক্রিকেটারের থেকে পাওয়া, যা দায়িত্বকে আরও বাড়িয়ে দেয় ৷

কুলদীপ এদিন তাঁর প্রথম স্পেলের দ্বিতীয় ওভারেই হাফসেঞ্চুরি করা ওপেনার জ্যাক ক্রলিকে (60 রান) বোল্ড করেন ৷ এর কিছুক্ষণের মধ্যেই চা-বিরতির আগে বেন স্টোকসকে প্যাভিলিয়নে ফেরান কুলদীপ ৷ তাঁর আগে অবশ্য একাধিকবার ইংল্যান্ড অধিনায়ককে নাজেহাল করেছেন 'চায়নাম্যান' ৷ কুলদীপের অন্য দু'টি শিকার ছিলেন টম হার্টলি এবং অলি রবিনসন ৷ ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য 192 রান ৷ দুই ওপেনার রোহিত শর্মা (24 রানে অপরাজিত) এবং যশস্বী জয়সওয়াল (16 রানে অপরাজিত) ক্রিজে রয়েছেন ৷ দিনের শেষে ভারত 8 ওভারে বিনা উইকেটে 40 রান তুলেছে ৷ চতুর্থদিনে ভারতের সামনে আরও 152 রান তোলার চ্যালেঞ্জ রাঁচির পিচে ৷ তবে হাতে 10 উইকেট রয়েছে এবং সময় অফুরন্ত ৷ ফলে ভারত চতুর্থদিনেই ম্যাচ জিতে মাঠ ছাড়বে ধরে নেওয়া যায় ৷

আরও পড়ুন:

  1. অশ্বিনের প্রত্যাঘাতে দেড়শোর আগেই শেষ ইংল্যান্ড, সিরিজ জিততে ভারতের দরকার আর 152 রান
  2. ষষ্ঠ ইনস্টা পোস্টে লাইক ছুঁল এক কোটির অঙ্ক, প্রথম ভারতীয় হিসেবে সোশাল মিডিয়াতেও নজির কোহলির
  3. রাঁচি টেস্টে 46 রানের লিড ইংল্যান্ডের, দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্রিটিশদের ধাক্কা অশ্বিনের

রাঁচি, 25 ফেব্রুয়ারি: একজন কিংবদন্তি প্রয়াত লেগস্পিনার শেন ওয়ার্ন ৷ আরেকজন বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব ৷ দু’জনের বোলিং স্টাইলে আকাশপাতাল তফাৎ ৷ তা সত্ত্বেও ভারতের তরুণ চায়নাম্যান ওয়ার্নের খুবই প্রিয় ছিলেন ৷ ভারতে হোক বা বিদেশের মাটিতে, কুলদীপের যে কোনও সমস্যায় একপায়ে সাহায্যের জন্য রাজি থাকতেন 'ওয়ার্নি' ৷ রবিবার রাঁচি টেস্টের চতুর্থদিন ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ বোলিংয়ের পর, সেই ওয়ার্নের সঙ্গে তুলনা টেনেই কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন ৷

15 ওভার বল করে 2টি মেডেন-সহ 22 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন কুলদীপ ৷ ইকনমি রেট 1.5 ৷ যা খুবই কৃপণ ৷ এদিন তাঁর সামনে 'থ্রি-লায়ন্স' ব্যাটাররা রীতিমতো নাকানি-চোবানি খেলেন শুরু থেকে শেষ পর্যন্ত ৷ বিশেষত বেন স্টোকস এবং জ্যাক ক্রলি ৷ ঠিক যেমনটা নিজের সময় ইংলিশ ব্যাটারদের ঘোল খাওয়াতেন শেন ওয়ার্ন ৷ আর তাই কুলদীপকে দেখে আজ ওয়ার্নের বোলিং মনে পড়ে গেল ভনের ৷

কুলদীপের বোলিংয়ের প্রশংসায় প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক সোশাল মিডিয়ায় লেখেন, "সেরা প্রশংসা যা আমি করতে পারি কুলদীপের জন্য তা হল, আজকে ও বাঁ-হাতি শেন ওয়ার্নের মতো বোলিং করল ৷" যে কোনও রিস্ট স্পিনারের জন্য এই প্রশংসা জীবনের সেরা প্রাপ্তি ৷ আর সেটা প্রতিপক্ষ শিবিরের এক প্রাক্তন ক্রিকেটারের থেকে পাওয়া, যা দায়িত্বকে আরও বাড়িয়ে দেয় ৷

কুলদীপ এদিন তাঁর প্রথম স্পেলের দ্বিতীয় ওভারেই হাফসেঞ্চুরি করা ওপেনার জ্যাক ক্রলিকে (60 রান) বোল্ড করেন ৷ এর কিছুক্ষণের মধ্যেই চা-বিরতির আগে বেন স্টোকসকে প্যাভিলিয়নে ফেরান কুলদীপ ৷ তাঁর আগে অবশ্য একাধিকবার ইংল্যান্ড অধিনায়ককে নাজেহাল করেছেন 'চায়নাম্যান' ৷ কুলদীপের অন্য দু'টি শিকার ছিলেন টম হার্টলি এবং অলি রবিনসন ৷ ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য 192 রান ৷ দুই ওপেনার রোহিত শর্মা (24 রানে অপরাজিত) এবং যশস্বী জয়সওয়াল (16 রানে অপরাজিত) ক্রিজে রয়েছেন ৷ দিনের শেষে ভারত 8 ওভারে বিনা উইকেটে 40 রান তুলেছে ৷ চতুর্থদিনে ভারতের সামনে আরও 152 রান তোলার চ্যালেঞ্জ রাঁচির পিচে ৷ তবে হাতে 10 উইকেট রয়েছে এবং সময় অফুরন্ত ৷ ফলে ভারত চতুর্থদিনেই ম্যাচ জিতে মাঠ ছাড়বে ধরে নেওয়া যায় ৷

আরও পড়ুন:

  1. অশ্বিনের প্রত্যাঘাতে দেড়শোর আগেই শেষ ইংল্যান্ড, সিরিজ জিততে ভারতের দরকার আর 152 রান
  2. ষষ্ঠ ইনস্টা পোস্টে লাইক ছুঁল এক কোটির অঙ্ক, প্রথম ভারতীয় হিসেবে সোশাল মিডিয়াতেও নজির কোহলির
  3. রাঁচি টেস্টে 46 রানের লিড ইংল্যান্ডের, দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্রিটিশদের ধাক্কা অশ্বিনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.