ETV Bharat / sports

ইডেনে লাস্ট-ওভার থ্রিলারে নাইটদের জয়, আরসিবির আইপিএল অভিযান কার্যত শেষ - IPL 2024 - IPL 2024

IPL 2024: শেষ ওভারের টানটান উত্তেজনায় ভরা ম্যাচে জয় কলকাতা নাইট রাইডার্সের ৷

Image Courtesy: KKR X
Image Courtesy: KKR X
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 7:50 PM IST

Updated : Apr 21, 2024, 8:28 PM IST

কলকাতা, 21 এপ্রিল: লাস্ট-ওভার থ্রিলারের সাক্ষী থাকল কলকাতার ইডেন গার্ডেন্স ৷ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ শেষ বলে মাত্র 1 রানে জিতল নাইটরা ৷ সেই সঙ্গে আইপিএল 2024-এর প্লে-অফসের অভিযান প্রায় শেষ হয়ে গেল বিরাট কোহলি ও আরসিবির জন্য ৷ সেই সঙ্গে আজকের ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় ফের 2 নম্বরে উঠে এলো কলকাতা নাইট রাইডার্স ৷

223 রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ বিরাট কোহলি এদিনও দারুণ ব্যাটে-বলে করছিলেন ৷ কিন্তু, হর্ষিত রানার একটি ফুলটস বলে কট অ্যান্ড বোল্ড হন বিরাট ৷ যদিও, ওই আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ নো-বল চেকিংয়ে বল-ট্র্যাকিং দেখায় বল বিরাটের কোমড়ের নিচে লাগছে ৷ কিন্তু, সেই বল-ট্র্যাকিং নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় বিরাটকে ৷ আউট ঘোষণার ফিল্ড আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁর ৷

তবে, বিরাট আউট হলেও উইল জ্যাক (55) এবং রজত পাতিদার (52) আরসিবিকে ম্যাচে ফিরিয়ে আনেন ৷ তাঁদের 102 রানের পার্টনারশিপের দৌলতে একটা সময় 11 ওভারে বেঙ্গালুরু 137 রান তুলে ফেলেছিল ৷ সেখানে 12 নম্বর ওভারে আন্দ্রে রাসেলকে বোলিংয়ে নিয়ে আসেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ রাসেল ওই ওভারেই উইল জ্যাক এবং পাতিদারের উইকেট নেন ৷ সঙ্গে ম্যাচে ফেরে নাইটরা ৷ এরপর সুনীল নারাইন এক ওভারে আরও 2টি উইকেট নিয়ে আরসিবির উপর চাপ তৈরি করেন ৷ 155 রানে 6 উইকেট পড়ে যায় আরসিবির ৷

সেখান থেকে ফের ইনিংসের হাল ধরেন সুয়াশ প্রভুদেশাই (24 রান) এবং দীনেশ কার্তিক (25 রান) ৷ এই দুই ব্যাটার আউট হতেই নাইটারা ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়, এমনটা মনে হয় সবার ৷ কিন্তু, শেষ ওভারে আরও ওঠা-নামা বাকি ছিল ৷ শেষ ওভারে আরসিবির 21 রান দরকার ছিল জয়ের জন্য ৷ সেখানে করণ শর্মা প্রথম চার বলে তিনটে ছয় মারেন মিচেল স্টার্ককে ৷ শেষ দু’বলে 3 রান দরকার ছিল ৷ এই পর্যায়ে আরসিবি ফের ম্যাচে ফেরে ৷ কিন্তু, ওভারের পাঁচ নম্বর বলে ফুলটস স্টার্কের হাতেই তুলে দেন ৷ শেষ বলে 3 রান তুলতে ব্যর্থ হয় আরসিবি ৷ দু’রান নিতে গিয়ে রান-আউট হন লকি ফার্গুসন ৷ 221 রানে আরসিবি অল-আউট হয়ে যায় ৷

এই ম্যাচ হারের পর আরসিবি-র আইপিএল প্লে-অফসের অভিযান প্রায় শেষ ৷ 8 ম্যাচে সাতটি হেরেছে বেঙ্গালুরু ৷ শেষ 6 ম্যাচের সবক’টি জিতলেও, অন্য দলগুলির দিকে তাকিয়ে থাকতে হবে কোহলিদের ৷ এদিনের জয়ের ফলে নাইটরা ফের দু’নম্বরে উঠে এসেছে পয়েন্ট তালিকায় ৷

আরও পড়ুন:

  1. পঞ্জাবের চিন্তায় টপ-অর্ডার, শেষ ম্যাচের ব্যাটিং বিপর্যয় ভুলে নতুন শুরুর পথে শুভমনরা
  2. বারবার রানের শীর্ষে ট্র্যাভিস হেড, ব্যাটারের একাধিক নজিরে লড়াকু স্কোর হায়দরাবাদের

কলকাতা, 21 এপ্রিল: লাস্ট-ওভার থ্রিলারের সাক্ষী থাকল কলকাতার ইডেন গার্ডেন্স ৷ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ শেষ বলে মাত্র 1 রানে জিতল নাইটরা ৷ সেই সঙ্গে আইপিএল 2024-এর প্লে-অফসের অভিযান প্রায় শেষ হয়ে গেল বিরাট কোহলি ও আরসিবির জন্য ৷ সেই সঙ্গে আজকের ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় ফের 2 নম্বরে উঠে এলো কলকাতা নাইট রাইডার্স ৷

223 রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ বিরাট কোহলি এদিনও দারুণ ব্যাটে-বলে করছিলেন ৷ কিন্তু, হর্ষিত রানার একটি ফুলটস বলে কট অ্যান্ড বোল্ড হন বিরাট ৷ যদিও, ওই আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ নো-বল চেকিংয়ে বল-ট্র্যাকিং দেখায় বল বিরাটের কোমড়ের নিচে লাগছে ৷ কিন্তু, সেই বল-ট্র্যাকিং নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় বিরাটকে ৷ আউট ঘোষণার ফিল্ড আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁর ৷

তবে, বিরাট আউট হলেও উইল জ্যাক (55) এবং রজত পাতিদার (52) আরসিবিকে ম্যাচে ফিরিয়ে আনেন ৷ তাঁদের 102 রানের পার্টনারশিপের দৌলতে একটা সময় 11 ওভারে বেঙ্গালুরু 137 রান তুলে ফেলেছিল ৷ সেখানে 12 নম্বর ওভারে আন্দ্রে রাসেলকে বোলিংয়ে নিয়ে আসেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ রাসেল ওই ওভারেই উইল জ্যাক এবং পাতিদারের উইকেট নেন ৷ সঙ্গে ম্যাচে ফেরে নাইটরা ৷ এরপর সুনীল নারাইন এক ওভারে আরও 2টি উইকেট নিয়ে আরসিবির উপর চাপ তৈরি করেন ৷ 155 রানে 6 উইকেট পড়ে যায় আরসিবির ৷

সেখান থেকে ফের ইনিংসের হাল ধরেন সুয়াশ প্রভুদেশাই (24 রান) এবং দীনেশ কার্তিক (25 রান) ৷ এই দুই ব্যাটার আউট হতেই নাইটারা ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়, এমনটা মনে হয় সবার ৷ কিন্তু, শেষ ওভারে আরও ওঠা-নামা বাকি ছিল ৷ শেষ ওভারে আরসিবির 21 রান দরকার ছিল জয়ের জন্য ৷ সেখানে করণ শর্মা প্রথম চার বলে তিনটে ছয় মারেন মিচেল স্টার্ককে ৷ শেষ দু’বলে 3 রান দরকার ছিল ৷ এই পর্যায়ে আরসিবি ফের ম্যাচে ফেরে ৷ কিন্তু, ওভারের পাঁচ নম্বর বলে ফুলটস স্টার্কের হাতেই তুলে দেন ৷ শেষ বলে 3 রান তুলতে ব্যর্থ হয় আরসিবি ৷ দু’রান নিতে গিয়ে রান-আউট হন লকি ফার্গুসন ৷ 221 রানে আরসিবি অল-আউট হয়ে যায় ৷

এই ম্যাচ হারের পর আরসিবি-র আইপিএল প্লে-অফসের অভিযান প্রায় শেষ ৷ 8 ম্যাচে সাতটি হেরেছে বেঙ্গালুরু ৷ শেষ 6 ম্যাচের সবক’টি জিতলেও, অন্য দলগুলির দিকে তাকিয়ে থাকতে হবে কোহলিদের ৷ এদিনের জয়ের ফলে নাইটরা ফের দু’নম্বরে উঠে এসেছে পয়েন্ট তালিকায় ৷

আরও পড়ুন:

  1. পঞ্জাবের চিন্তায় টপ-অর্ডার, শেষ ম্যাচের ব্যাটিং বিপর্যয় ভুলে নতুন শুরুর পথে শুভমনরা
  2. বারবার রানের শীর্ষে ট্র্যাভিস হেড, ব্যাটারের একাধিক নজিরে লড়াকু স্কোর হায়দরাবাদের
Last Updated : Apr 21, 2024, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.