কলকাতা, 19 এপ্রিল: তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যে কলকাতায় পা দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ বিরাট কোহলি দলের সঙ্গে না-এসে পরের বিমানে কলকাতায় পা দিলেন। আর 'কিং'কোহলি শহরে পা-দিতেই শহরজুড়ে উন্মাদনা বাড়ল তার ভক্তদের মধ্যে । তবে আরসিবি শুক্রবার বিকেলে শহরে চলে এলেও ইডেনমুখী হয়নি। রবিবার ইডেনে সবুজ জার্সি পড়ে নামবেন কোহলিরা। পরিবেশ সচেতনার বার্তা দিতেই 'গো গ্রিন' স্লোগান লেখা জার্সি থাকবে আরসিবির ক্রিকেটারদের গায়ে।
সাধারণত আরসিবি হোম ম্যাচেই সচেতনার বার্তা সম্বলিত জার্সি পড়ে মাঠে নামে। কলকাতায় সবুজ জার্সি পড়ে মাঠে নামা সেই অর্থে 'চমক'। কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ইডেনে এসে পিচের চরিত্র বোঝার চেষ্টা করলেন। কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন। কথা বললেন, গৌতম গম্ভীরের সঙ্গেও। চলতি আইপিএলে ছ'টা ম্যাচে হেরে আইপিএলের প্লে-অফের দৌড় থেকে আরসিবি বাইরে চলে গিয়েছে। তবুও দলে বিরাট কোহলি, ক্যামেরুন গ্রিন, মহম্মদ সিরাজের ক্রিকেটারের উপস্থিতি বাড়তি ওজন বহন করে।
তাই প্রতিপক্ষ অগোছালো জেনেও কলকাতা নাইট রাইডার্স শিবিরে হালকা মেজাজ নেই। বরং, শেষ ম্যাচের ভুলত্রুটি শোধরাতে নাইট প্র্যাকটিসে ঝালিয়ে নেওয়ার পর্ব। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 223 রান করে জয় আসেনি। দলের ব্যর্থতার ময়নাতদন্ত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নাইটরা। দু'দিন ছুটি কাটিয়ে নাইটরা শুক্রবার অনুশীলন শুরু করল। আইপিএলের সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার মিচেল স্টার্কের ছন্দহীনতা নাইট থিঙ্কট্যাঙ্কের সবচেয়ে বড় মাথাব্যথা। তাই অনুশীলনে স্পট বোলিং অনুশীলন করিয়ে অজি পেসারকে ছন্দে ফেরানোর চেষ্টায় বোলিং কোচ ভরত অরুন।
স্টার্ক এবং দুষ্মন্ত চামিরাকে নিয়ে দীর্ঘক্ষণ অনুশীলনে ব্যস্ত রইলেন ভরত অরুন। বেশ কয়েকবার আলাদা করে স্টার্কের সঙ্গে তাঁকে কথা বলতে দেখা গেল। ফিল সল্টের সামনে সিমেন্টের স্ল্যাব দেওয়া ট্রলি রেখে তাতে বল ছুড়ে প্র্যাকটিস করালেন চন্দ্রকান্ত পণ্ডিত। ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং ক্লাস নিলেন আন্দ্রে রাসেল। চার দফা ব্যাটিং অনুশীলন করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। তারপর ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে পড়লেন তিনি। বড় শট নিতে হলে কী করতে হবে তা কার্যত হাতেকলমে দেখালেন তিনি।
নেটে বাড়তি সময় ব্যয় করলেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনিও চলতি আইপিএলে ছন্দে নেই। বড় রান পেতে নেটে দীর্ঘক্ষণ ব্যাট করলেন।
শেষ ম্যাচে সেঞ্চুরির পরে ছন্দে সুনীল নারিন। নেটেও বোলারদের বেধড়ক পেটালেন। জয়ের সরণিতে ফিরতে নাইটরা মাঠে আর শহরে পা-দিয়ে আরসিবি বিশ্রামে হোটেলে।
আরও পড়ুন: