ETV Bharat / sports

স্টার্কের দাপটে ‘অস্তমিত’ হায়দরাবাদ, তিন বছর পর ফাইনালে নাইটরা - KKR in IPL 2024 Final - KKR IN IPL 2024 FINAL

KKR in IPL 2024 Final: বাজিমাত করল কেকেআর ৷ তিন বছর পর ফাইনালে উঠল নাইট শিবির ৷ 2012 ও 2014 সালে চ্যাম্পিয়ন হয়ে আইপিএল ট্রফির স্বাদ পেয়েছিল গৌতম গম্ভীরের দল ৷ একপেশে ম্যাচে হায়দরাবাদ 'বধ' করল ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দুরন্ত নাইটরা ৷

Etv Bharat
তিন বছর পর ফাইনালে নাইটরা (কেকেআর এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 10:53 PM IST

Updated : May 21, 2024, 11:02 PM IST

মোতেরা, 21 মে: ইতিহাসের সামনে কলকাতা নাইট রাইডার্স । প্রথম প্লে অফে হায়দরাবাদকে হেলায় হারিয়ে ফাইনালে উঠল নাইট শিবির । জয় এলো 8 উইকেটে । ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল কলকাতা । প্রথমে বল হাতে মিচেল স্টার্ক, তারপর ব্যাটে রহমতউল্লা গুরবাজ এবং সুনীল নারিনের সৌজন্যে অনায়াস জয় পেল কলকাতা । এই মরশুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে থাকা নাইটরা আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল । মাঠে হাজির ছিলেন স্বয়ং কিং খান । তাঁর সামনে বড় মঞ্চে আরও একবার জ্বলে উঠল নাইট শিবির ।

এ বছর শুরু থেকেই দারুণ খেলছে নাইটরা । বেশ কয়েকটি ম্যাচে 250 বা তার কাছাকাছি রান করেছিল নাইটরা । দু'একটি ম্যাচে অবশ্য ব্যাটিং ইউনিট ভালো করতে পারেনি । তখন নির্ভর করতে হয়েছিল বোলারদের উপর । তবে এখানেই নাইট থিঙ্ককে চিন্তায় রেখেছিল স্টার্কের ফর্ম । 25 কোটি টাকা খরচ করে নাইট শিবিরে নিয়ে আসা হয় এই অজি তারকাকে । তবে প্রত্যাশা মতো খেলতে পারছিলেন না তিনি । এটাও ঠিক গত কয়েক মাস আগে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপেও দেখা গিয়েছিল নক-আউট পর্বেই জ্বলে ওঠেন স্টার্ক । অন্যথা হল না আইপিএলেও ।

সবমিলিয়ে 2021 সালের পর ফের ট্রফির দোরগোড়ায় নাইটরা । সেবার কাছে এসেও খালি হাতে ফিরতে হয়েছিল । প্রথম দিকে পরপর হেরেছিল নাইটরা । এবার সেদিক থেকে 'অল ইজ ওয়েল' ।মঙ্গলবার বোলিং-ফিল্ডিং এবং ব্যাটিংয়ের আদর্শ পারফরম্যান্স মেলে ধরেছিল কেকেআর । বোলারদের দাপটে 159 রানে শেষ হয় নিজামদের ইনিংস । ওভারে 8 রানের সামান্য কিছু বেশি রান দরকার ছিল জয়ের জন্য । নাইটদের জন্য সহজ টার্গেটই বলা যায় ।

আরও পড়ুন:

  1. টি-20 বিশ্বকাপে 4 স্পিনার বাড়াবাড়ি, রিঙ্কুর হয়ে সওয়াল ভাজ্জির
  2. হায়দরাবাদের 'সূর্য ডুবিয়ে' তিন বছর পর ফাইনালে চোখ কেকেআরের

মোতেরা, 21 মে: ইতিহাসের সামনে কলকাতা নাইট রাইডার্স । প্রথম প্লে অফে হায়দরাবাদকে হেলায় হারিয়ে ফাইনালে উঠল নাইট শিবির । জয় এলো 8 উইকেটে । ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল কলকাতা । প্রথমে বল হাতে মিচেল স্টার্ক, তারপর ব্যাটে রহমতউল্লা গুরবাজ এবং সুনীল নারিনের সৌজন্যে অনায়াস জয় পেল কলকাতা । এই মরশুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে থাকা নাইটরা আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল । মাঠে হাজির ছিলেন স্বয়ং কিং খান । তাঁর সামনে বড় মঞ্চে আরও একবার জ্বলে উঠল নাইট শিবির ।

এ বছর শুরু থেকেই দারুণ খেলছে নাইটরা । বেশ কয়েকটি ম্যাচে 250 বা তার কাছাকাছি রান করেছিল নাইটরা । দু'একটি ম্যাচে অবশ্য ব্যাটিং ইউনিট ভালো করতে পারেনি । তখন নির্ভর করতে হয়েছিল বোলারদের উপর । তবে এখানেই নাইট থিঙ্ককে চিন্তায় রেখেছিল স্টার্কের ফর্ম । 25 কোটি টাকা খরচ করে নাইট শিবিরে নিয়ে আসা হয় এই অজি তারকাকে । তবে প্রত্যাশা মতো খেলতে পারছিলেন না তিনি । এটাও ঠিক গত কয়েক মাস আগে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপেও দেখা গিয়েছিল নক-আউট পর্বেই জ্বলে ওঠেন স্টার্ক । অন্যথা হল না আইপিএলেও ।

সবমিলিয়ে 2021 সালের পর ফের ট্রফির দোরগোড়ায় নাইটরা । সেবার কাছে এসেও খালি হাতে ফিরতে হয়েছিল । প্রথম দিকে পরপর হেরেছিল নাইটরা । এবার সেদিক থেকে 'অল ইজ ওয়েল' ।মঙ্গলবার বোলিং-ফিল্ডিং এবং ব্যাটিংয়ের আদর্শ পারফরম্যান্স মেলে ধরেছিল কেকেআর । বোলারদের দাপটে 159 রানে শেষ হয় নিজামদের ইনিংস । ওভারে 8 রানের সামান্য কিছু বেশি রান দরকার ছিল জয়ের জন্য । নাইটদের জন্য সহজ টার্গেটই বলা যায় ।

আরও পড়ুন:

  1. টি-20 বিশ্বকাপে 4 স্পিনার বাড়াবাড়ি, রিঙ্কুর হয়ে সওয়াল ভাজ্জির
  2. হায়দরাবাদের 'সূর্য ডুবিয়ে' তিন বছর পর ফাইনালে চোখ কেকেআরের
Last Updated : May 21, 2024, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.