চেন্নাই, 26 মে: কোয়ালিফায়ার ম্যাচ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই ফাইনালটা শুরু করলেন কেকেআর বোলাররা ৷ পেসার-স্পিনারদের মিলিত অবদানে ফের ব্যর্থ হায়দরাবাদের ব্যাটাররা ৷ কলকাতার বোলারদের দুরন্ত আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল সানরাইজার্সের ব্যাটিং-ব্রিগেড ৷ মেগা ম্যাচে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক, বৈভব অরোরারা ৷ ফাইনালে 113 রানে গুটিয়ে গেল আইপিএলের সবচেয়ে জৌলুশপূর্ণ ব্যাটিং লাইন-আপ ৷
সারা আইপিএল ‘ঝোলানো’ কেকেআরের সবচেয়ে দামি তারকা নিজের দাম চোকাচ্ছেন প্লে-অফে এসে ৷ তাঁকে এদিন যোগ্য সঙ্গত দিলেন বৈভব অরোরা, হর্ষিত রানারা ৷ কুড়ি-বিশের ফর্ম্যাটটাই বদলে দিয়েছিলেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ৷ তাঁদের এদিন নিস্ক্রিয় করে দিল কলকাতার বোলিং ইউনিট ৷ অভিষেকের উইকেট ভেঙেছিল স্টার্কের বিষাক্ত ডেলিভারি ৷ ট্রাভিস হেডকে ফেরালেন বৈভব অরোরা ৷ বিশ্বকাপের ফাইনালের নায়কে যে বলে ফেরালেন দেশের ‘আনক্যাপড’ খেলোয়াড়, অনেকদিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের ৷
আরও পড়ুন
2 রানে ফিরেছেন অভিষেক ৷ খাতাই খুলতে পারেননি হেড ৷ ফলে দায়িত্ব বেড়েছিল মিডল অর্ডারের ৷ এদিন তারাও ব্যর্থ ৷ ফলে মেগা ম্যাচে যা হওয়ার তাই হল ৷ 114 রান করলেই বাজিমাত করবে কেকেআর ৷ মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস আইপিএল ট্রফি জিতেছে পাঁচবার ৷ নাইট শিবির হায়দরাবাদের 'সূর্য ডোবাতে' পারলেই ঘরে আসবে তিন নম্বর ট্রফি ৷ এর আগে 2012 ও 2014 সালে কেকেআর চ্য়াম্পিয়ন হয়েছে ৷
চলতি আইপিএলের শুরু থেকেই স্বপ্নের ছন্দে রয়েছে নিজামের শহরের ব্যাটিং লাইন-আপ ৷ ফলে ফাইনালে তাদের 113 রানে গুটিয়ে যাওয়া অবাক করছে ভক্তদের ৷ রাহুল ত্রিপাঠি (13 বলে 9), হেনরিখ ক্লাসেন (17 বলে 16), এইডেন মার্করাম (23 বলে 20), নীতিশ কুমার রেড্ডি (10 বলে 13), আবদুল সামাদ (4 বলে 4), শাহবাজ আহমেদ (7 বলে 8), প্যাট কামিন্স (19 বলে 24), জয়দেব উনাদকাট (11 বলে 4) প্রত্যেকেই ব্যর্থ ৷