ETV Bharat / sports

ওয়াংখেড়ের পর ইডেনেও মুম্বই 'বধ' নাইটদের, প্রথম দল হিসাবে প্লে-অফে কোয়ালিফাই কেকেআরের - IPL 2024 - IPL 2024

KKR vs MI: ক্রিকেটের নন্দনকাননে শনিবারের ম্যাচে কাঁটা ছড়ায় বৃষ্টি ৷ সন্ধে সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়ার বদলে সোয়া ন'টা নাগাদ ইডেনে ব্যাট করতে নামে কেকেআর ৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 16 ওভারে প্রথমে ব্যাট করে শ্রেয়স আইয়াররা করেন 7 উইকেট হারিয়ে 157 রান তোলেন। রান তাড়া করতে নেমে 8 উইকেটে 139-এই থমকে যায় হার্দিক ব্রিগেড ৷ 18 রানে ম্যাচ জিতে আইপিএলে প্রথম দল হিসাবে শেষ চারের দৌড়ে উত্তীর্ণ হল কেকেআর ৷

KKR vs MI
আইপিএলে কোয়ালিফাই করল কেকেআর (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 7:45 AM IST

Updated : May 12, 2024, 8:09 AM IST

কলকাতা, 12 মে: প্রথম ও দ্বিতীয় দুই সাক্ষাতেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কলকাতা নাইট রাইডার্স ৷ দিন ন'য়েক আগে ওয়াংখেড়েতে 12 বছর পর মুম্বই 'বধ' করে কেকেআর ৷ আর গতকাল বৃষ্টিভেজা ইডেনের 16 ওভারের ম্যাচে ফের পল্টনদের দুরমুশ করে নাইট শিবির ৷ 18 রানে ম্যাচ জিতে নিজেদের শেষ হোম ম্যাচেই আইপিএল 2024-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করল কেকেআর। পাশাপাশি লিগ টেবিলের প্রথম দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ার খেলার সম্ভাবনা উজ্জ্বল বলা যায়।

টস জিতে মুম্বই দলনায়ক হার্দিক পাণ্ডিয়া ব্যাট করতে পাঠান হোম টিমকে। কলকাতা নির্ধারিত 16 ওভারে 7 উইকেটের বিনিময়ে 157 রান সংগ্রহ করে। ব্যাটে সবথেকে বেশি রান করেন ভেঙ্কটেশ আইয়ার ৷ 21 বলের 42 রানের ইনিংসে 6টি চার ও 2টি ছক্কা হাঁকিয়েছেন ৷ নীতীশ রানা করেছেন 33 রান ৷ 24 রান আসে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে ৷ বাকি কোনও ব্যাটারই আর 20 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ পল্টনদের হয়ে দু'টি করে উইকেট নেন জসপ্রীত বুমরা ও পীযূষ চাওলা ৷ একটি করে উইকেট নেন নুয়ান তুষারা ও অনশূল কম্বোজ ৷

পালটা ব্যাট করতে নেমে মুম্বই 5 ওভারে কোনও উইকেট না- হারিয়ে 59 রান তোলে। ওপেনিং জুটির ঈশান কিষাণ 40 রানে আউট হন ৷ 19 রান করেন রোহিত শর্মা ৷ 11 রানেই চুপ থাকতে হয় সূর্যকুমারকে ৷ 17 বলে 32 রান করেন তিলক বর্মা ৷ হার্দিকের খাতায় মাত্র 2 রান ৷ পরে নামান ধির করেন 17 রান ৷ পাল্টা পার্পল ব্রিগেডের হর্ষিত রানা ও আন্দ্রে রাসেল 3 ওভার করে বল করে 34 রান দিয়ে 2টি করে উইকেট নেন ৷ 4 ওভার বল করে মাত্র 17 রান দিয়ে 2টি উইকেট নেন বরুণ চক্রবর্তী ৷ একটি উইকেট নেন সুনীল নারিন ৷ নেহাল ওয়াধেরা রান আউট হন ৷ ম্যাচের সেরা হন বরুণ চক্রবর্তী।

লিগ টেবিলে 12 ম্যাচের 9টি'তে জিতে 18 পয়েন্ট নিয়ে চলতি কোটিপতি লিগে প্রথম দল হিসাবে প্লে-অফে কোয়ালিফাই করেছে কলকাতা নাইট রাইডার্স ৷ দুই ম্যাচ আগেই আইপিএল থেকে বিদায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷

আরও পড়ুন:

  1. ইডেনে মুম্বই 'বধ' করে প্লে-অফের টিকিট পেতে মরিয়া নাইটরা
  2. ইডেনেও চলল ভেঙ্কটেশের ব্যাট, প্লে-অফের লক্ষ্যে 16 ওভারে দেড়শো পেরল নাইটরা
  3. মুম্বই ছাড়ছেন রোহিত ! নায়ারের সঙ্গে কথোপকথনের ভিডিয়ো মুছল কেকেআর

কলকাতা, 12 মে: প্রথম ও দ্বিতীয় দুই সাক্ষাতেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কলকাতা নাইট রাইডার্স ৷ দিন ন'য়েক আগে ওয়াংখেড়েতে 12 বছর পর মুম্বই 'বধ' করে কেকেআর ৷ আর গতকাল বৃষ্টিভেজা ইডেনের 16 ওভারের ম্যাচে ফের পল্টনদের দুরমুশ করে নাইট শিবির ৷ 18 রানে ম্যাচ জিতে নিজেদের শেষ হোম ম্যাচেই আইপিএল 2024-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করল কেকেআর। পাশাপাশি লিগ টেবিলের প্রথম দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ার খেলার সম্ভাবনা উজ্জ্বল বলা যায়।

টস জিতে মুম্বই দলনায়ক হার্দিক পাণ্ডিয়া ব্যাট করতে পাঠান হোম টিমকে। কলকাতা নির্ধারিত 16 ওভারে 7 উইকেটের বিনিময়ে 157 রান সংগ্রহ করে। ব্যাটে সবথেকে বেশি রান করেন ভেঙ্কটেশ আইয়ার ৷ 21 বলের 42 রানের ইনিংসে 6টি চার ও 2টি ছক্কা হাঁকিয়েছেন ৷ নীতীশ রানা করেছেন 33 রান ৷ 24 রান আসে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে ৷ বাকি কোনও ব্যাটারই আর 20 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ পল্টনদের হয়ে দু'টি করে উইকেট নেন জসপ্রীত বুমরা ও পীযূষ চাওলা ৷ একটি করে উইকেট নেন নুয়ান তুষারা ও অনশূল কম্বোজ ৷

পালটা ব্যাট করতে নেমে মুম্বই 5 ওভারে কোনও উইকেট না- হারিয়ে 59 রান তোলে। ওপেনিং জুটির ঈশান কিষাণ 40 রানে আউট হন ৷ 19 রান করেন রোহিত শর্মা ৷ 11 রানেই চুপ থাকতে হয় সূর্যকুমারকে ৷ 17 বলে 32 রান করেন তিলক বর্মা ৷ হার্দিকের খাতায় মাত্র 2 রান ৷ পরে নামান ধির করেন 17 রান ৷ পাল্টা পার্পল ব্রিগেডের হর্ষিত রানা ও আন্দ্রে রাসেল 3 ওভার করে বল করে 34 রান দিয়ে 2টি করে উইকেট নেন ৷ 4 ওভার বল করে মাত্র 17 রান দিয়ে 2টি উইকেট নেন বরুণ চক্রবর্তী ৷ একটি উইকেট নেন সুনীল নারিন ৷ নেহাল ওয়াধেরা রান আউট হন ৷ ম্যাচের সেরা হন বরুণ চক্রবর্তী।

লিগ টেবিলে 12 ম্যাচের 9টি'তে জিতে 18 পয়েন্ট নিয়ে চলতি কোটিপতি লিগে প্রথম দল হিসাবে প্লে-অফে কোয়ালিফাই করেছে কলকাতা নাইট রাইডার্স ৷ দুই ম্যাচ আগেই আইপিএল থেকে বিদায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷

আরও পড়ুন:

  1. ইডেনে মুম্বই 'বধ' করে প্লে-অফের টিকিট পেতে মরিয়া নাইটরা
  2. ইডেনেও চলল ভেঙ্কটেশের ব্যাট, প্লে-অফের লক্ষ্যে 16 ওভারে দেড়শো পেরল নাইটরা
  3. মুম্বই ছাড়ছেন রোহিত ! নায়ারের সঙ্গে কথোপকথনের ভিডিয়ো মুছল কেকেআর
Last Updated : May 12, 2024, 8:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.