ETV Bharat / sports

মার্চে কলকাতায় শুরু হচ্ছে নাইটদের 7 দিনের শিবির - কলকাতা নাইট রাইডার্স

Kolkata Knight Riders 7 Days Camp: খুব শীঘ্রই আইপিএল সিজন 17-র নির্ঘণ্ট ঘোষণা করবে বিসিসিআই ৷ তার আগে মার্চে কলকাতায় শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের 7 দিনের বিশেষ ক্যাম্প ৷ যে ক্যাম্পে প্লেয়ারদের উপর নজর থাকবে স্বয়ং প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান মেন্টর গৌতম গম্ভীরের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 6:29 AM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: আইপিএল ট্রফি জয়ের স্বাদ তাঁর অধিনায়কত্বে পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স ৷ গত 16টি আইপিএলে যে দু’বার নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে, সব ক’টি তাঁরই নেতৃত্বে ৷ নাইটদের প্রাক্তন নেতা গৌতম গম্ভীর এবার ফের কেকেআরের ডাগ-আউটে ৷ মেন্টরের ভূমিকা পালন করবেন তিনি ৷ লখনউ সুপার জায়ান্টস শিবির ছেড়ে কলকাতায় ফিরেই তিনি নাইটদের চ্যাম্পিয়ন করার রেসিপি তৈরিতে নেমে পড়েছেন ৷ আর তার প্রস্তুতি শুরু হবে আগামী মার্চ মাসে 7 দিনের বিশেষ ক্যাম্প থেকে ৷

খুব শীঘ্রই আইপিএলের ঢাকে কাঠি পড়তে চলেছে ৷ এখনও সূচি ঘোষণা হয়নি ৷ তবে, প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রায় সব ফ্রাঞ্চাইজি ৷ ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করে দিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ৷ মুম্বইয়ে কেকেআরের অ্যাকাডেমিতে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্যেই অনুশীলন শুরু হয়েছে নাইটদের ৷ ভারতীয় দলে নেই ও রঞ্জি খেলছেন না, সেইসব ক্রিকেটাররা নাইটের অ্যাকাডেমিতে অনুশীলন করছেন ব্যাটিং কোচ অভিষেক নায়ারে অধীনে ৷

তবে, দলে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে মূল শিবির এবার মুম্বই নয় কলকাতায় করতে চলেছে নাইটরা ৷ আইপিএলের আগে সাত দিনের বিশেষ অনুশীলন শিবিরের আয়োজন করা হয়েছে কলকাতায়। মার্চ মাসের 15 তারিখ থেকে সাত দিনের শিবির করবে নাইটরা ৷ আইপিএলের অফিসিয়াল সূচি ঘোষণা হয়নি ৷ মার্চের বাইশ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হতে পারে বলে খবর ৷ আইপিএল সূচির খসড়া বিসিসিআই তৈরি করে রেখেছে বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, 23 মার্চ ইডেনে কেকেআরের প্রথম ম্যাচ রয়েছে ৷

নাইট শিবিরের খবর মার্চ মাসে সাত দিনের ওই শিবিরে প্রথম দিন থেকে প্রায় সব ক্রিকেটারকে যোগ দিতে বলা হয়েছে ৷ বিদেশি ক্রিকেটারেরাও থাকবেন শুরুতেই ৷ আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের শিবিরে প্রথম দিন থেকে যোগ দেওয়ার কথা রয়েছে ৷ তবে, অধিনায়ক শ্রেয়স আইয়ার শুরু থেকেই থাকবেন কি না, তা নিয়ে জল্পনা রয়েছে ৷ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে চোট পেয়েছেন তিনি ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রি-হ্যাবে ব্যস্ত তিনি ৷ ফলে শ্রেয়স কবে থেকে নাইট শিবিরে যোগদান করবেন, সেই বিষয়টি স্পষ্ট নয় ৷ গতবছর চোটের কারণে, শ্রেয়স ছিটকে যাওয়ায় নেতৃত্বের ব্যাটন উঠেছিল নীতীশ রানার হাতে ৷

দলের মেন্টর গৌতম গম্ভীরের উদ্যোগে ইডেন গার্ডেন্সে প্রস্তুতি শিবির করবে শাহরুখ খানের দল ৷ ইডেনের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে এই প্রস্তুতি শিবিরের পরিকল্পনা ৷ মুম্বইতে যে শিবির চলছে সেটাও গম্ভীরের পরামর্শেই হচ্ছে ৷ বিগত 10 বছর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি কেকেআর ৷ 2021 সালে ফাইনালে উঠলেও, চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছিল শ্রেয়স আইয়ারের দলকে ৷ তাই দলের সব থেকে লাকি অধিনায়ককে মেন্টর হিসেবে নিযুক্ত করেছেন কেকেআর ফ্র্যাঞ্চাইজি ৷ এখন দেখার প্রচেষ্টা ও গৌতম গম্ভীরের হাত যশে নাইটদের ক্যাবিনেটে আইপিএল ট্রফি ফেরে কিনা ৷

আরও পড়ুন:

  1. জাদেজার পঞ্চবাণে 'তাসের ঘর' ইংল্যান্ড ব্যাটিং, রাজকোটে রেকর্ড জয়ে সিরিজে এগল ভারত
  2. অনুশীলনে আহত মুস্তাফিজুর, রক্তাক্ত অবস্থায় ভরতি হাসপাতালে
  3. ওষুধেই নিরাময়, বসছে না স্টেন্ট; হাসপাতাল থেকে ছুটি সৌরভের মায়ের

কলকাতা, 19 ফেব্রুয়ারি: আইপিএল ট্রফি জয়ের স্বাদ তাঁর অধিনায়কত্বে পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স ৷ গত 16টি আইপিএলে যে দু’বার নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে, সব ক’টি তাঁরই নেতৃত্বে ৷ নাইটদের প্রাক্তন নেতা গৌতম গম্ভীর এবার ফের কেকেআরের ডাগ-আউটে ৷ মেন্টরের ভূমিকা পালন করবেন তিনি ৷ লখনউ সুপার জায়ান্টস শিবির ছেড়ে কলকাতায় ফিরেই তিনি নাইটদের চ্যাম্পিয়ন করার রেসিপি তৈরিতে নেমে পড়েছেন ৷ আর তার প্রস্তুতি শুরু হবে আগামী মার্চ মাসে 7 দিনের বিশেষ ক্যাম্প থেকে ৷

খুব শীঘ্রই আইপিএলের ঢাকে কাঠি পড়তে চলেছে ৷ এখনও সূচি ঘোষণা হয়নি ৷ তবে, প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রায় সব ফ্রাঞ্চাইজি ৷ ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করে দিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ৷ মুম্বইয়ে কেকেআরের অ্যাকাডেমিতে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্যেই অনুশীলন শুরু হয়েছে নাইটদের ৷ ভারতীয় দলে নেই ও রঞ্জি খেলছেন না, সেইসব ক্রিকেটাররা নাইটের অ্যাকাডেমিতে অনুশীলন করছেন ব্যাটিং কোচ অভিষেক নায়ারে অধীনে ৷

তবে, দলে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে মূল শিবির এবার মুম্বই নয় কলকাতায় করতে চলেছে নাইটরা ৷ আইপিএলের আগে সাত দিনের বিশেষ অনুশীলন শিবিরের আয়োজন করা হয়েছে কলকাতায়। মার্চ মাসের 15 তারিখ থেকে সাত দিনের শিবির করবে নাইটরা ৷ আইপিএলের অফিসিয়াল সূচি ঘোষণা হয়নি ৷ মার্চের বাইশ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হতে পারে বলে খবর ৷ আইপিএল সূচির খসড়া বিসিসিআই তৈরি করে রেখেছে বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, 23 মার্চ ইডেনে কেকেআরের প্রথম ম্যাচ রয়েছে ৷

নাইট শিবিরের খবর মার্চ মাসে সাত দিনের ওই শিবিরে প্রথম দিন থেকে প্রায় সব ক্রিকেটারকে যোগ দিতে বলা হয়েছে ৷ বিদেশি ক্রিকেটারেরাও থাকবেন শুরুতেই ৷ আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের শিবিরে প্রথম দিন থেকে যোগ দেওয়ার কথা রয়েছে ৷ তবে, অধিনায়ক শ্রেয়স আইয়ার শুরু থেকেই থাকবেন কি না, তা নিয়ে জল্পনা রয়েছে ৷ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে চোট পেয়েছেন তিনি ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রি-হ্যাবে ব্যস্ত তিনি ৷ ফলে শ্রেয়স কবে থেকে নাইট শিবিরে যোগদান করবেন, সেই বিষয়টি স্পষ্ট নয় ৷ গতবছর চোটের কারণে, শ্রেয়স ছিটকে যাওয়ায় নেতৃত্বের ব্যাটন উঠেছিল নীতীশ রানার হাতে ৷

দলের মেন্টর গৌতম গম্ভীরের উদ্যোগে ইডেন গার্ডেন্সে প্রস্তুতি শিবির করবে শাহরুখ খানের দল ৷ ইডেনের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে এই প্রস্তুতি শিবিরের পরিকল্পনা ৷ মুম্বইতে যে শিবির চলছে সেটাও গম্ভীরের পরামর্শেই হচ্ছে ৷ বিগত 10 বছর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি কেকেআর ৷ 2021 সালে ফাইনালে উঠলেও, চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছিল শ্রেয়স আইয়ারের দলকে ৷ তাই দলের সব থেকে লাকি অধিনায়ককে মেন্টর হিসেবে নিযুক্ত করেছেন কেকেআর ফ্র্যাঞ্চাইজি ৷ এখন দেখার প্রচেষ্টা ও গৌতম গম্ভীরের হাত যশে নাইটদের ক্যাবিনেটে আইপিএল ট্রফি ফেরে কিনা ৷

আরও পড়ুন:

  1. জাদেজার পঞ্চবাণে 'তাসের ঘর' ইংল্যান্ড ব্যাটিং, রাজকোটে রেকর্ড জয়ে সিরিজে এগল ভারত
  2. অনুশীলনে আহত মুস্তাফিজুর, রক্তাক্ত অবস্থায় ভরতি হাসপাতালে
  3. ওষুধেই নিরাময়, বসছে না স্টেন্ট; হাসপাতাল থেকে ছুটি সৌরভের মায়ের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.