ETV Bharat / sports

নক-আউটে ভরসা ‘নিষ্প্রভ’ কোহলি, দুবের ফর্মই ভাবাচ্ছে রোহিতকে - T20 World Cup

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 5:46 PM IST

India in T20 World Cup: লক্ষ্মীবারে বিশ্বকাপের সুপার এইটে খেলতে নামছে ‘মেন ইন ব্লু’ ৷ প্রতিপক্ষ আফগানিস্তান ৷ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সঙ্গেও খেলতে হবে টিম ইন্ডিয়াকে ৷

Etv Bharat
টিম ইন্ডিয়া (ইটিভি ভারত)

বার্বাডোজ, 19 জুন: টি-20 বিশ্বকাপের নক-আউটে নামছে টিম ইন্ডিয়া ৷ সুপার এইটের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান ৷ ঝুলিতে সাফল্য না-থাকলেও রশিদ খানরা সবসময়ই বিপক্ষ দলের মাথাব্যথার কারণ ৷ ওডিআই বিশ্বকাপে চ্যাম্পিয়ন অজিদের শেষ আটে প্রায় পেড়ে ফেলেছিলেন আফগানরা ৷ এছাড়াও বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সঙ্গেও খেলতে হবে টিম ইন্ডিয়াকে ৷ ফলে আপাত সহজ গ্রুপে পড়লেও প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই ৷

নক-আউট পর্বের আগে ‘রোহিত অ্যান্ড কোং’য়ের সবচেয়ে চিন্তার জায়গা টিম কম্বিনেশন ৷ ইউএসএ ম্যাচে সূর্যকুমার যাদব ফর্মে ফিরলেও এখনও বিরাট কোহলির ব্যাট কথা বলেনি ৷ এখনও পর্যন্ত দু’অঙ্কের রান আসেনি বিরাট-ব্যাটে ৷ তার উপর সৌরভ নাটভেকরের বলে যেভাবে খোঁচা মেরে উইকেট দিয়ে এসেছিলেন, তা যথেষ্ট চিন্তার ৷ যদিও নক-আউটে রানমেশিন সবসময়ই ভয়ংকর ৷ অতীতের পরিসংখ্যানই ভরসা দিচ্ছে ভারতকে ৷

একাদশে আসতে পারেন কুলদীপ

টুর্নামেন্টের শুরুতে অধিনায়ক রোহিত শর্মা চার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজাকে একাদশে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন । সেই কম্বিনেশনেই গ্রুপ পর্ব খেলেছে দল ৷ নিউইয়র্কের বোলারদের স্বর্গে নামানো দল বদলাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

সেক্ষেত্রে একজন পেসারকে বসিয়ে টিমে আনা হতে পারে কুলদীপ যাদবকে ৷ চায়নাম্যানকে দলে ঢোকাতে হলে বসতে হতে পারে মহম্মদ সিরাজ বা আর্শদীপ সিংকে ।

মাথাব্যথা শিবম দুবে

বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই নিষ্প্রভ শিবম ৷ ডেথ ওভার স্পেশালিস্ট ব্যাটারের ব্যাট থেকে আসা ছক্কার সংখ্যা মাত্র একটি ৷ হাত ঘোরানোর সুযোগও বিশেষ আসেনি ৷ আমেরিকার বিরুদ্ধে বল হাতে এক ওভারে দিয়েছিলেন 11 রান ৷ ফলে নক-আউটেও সেই ফর্ম ধরে রাখলে রোহিতের চিন্তা আরও বাড়বে ৷

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, নবীন-উল হক, ফজলহক ফারুকী, হযরতুল্লাহ জাজাই, ফরিদ আহমেদ মালিক, মহম্মদ ইসহাক, নাঙ্গেলিয়া খারোতে

বার্বাডোজ, 19 জুন: টি-20 বিশ্বকাপের নক-আউটে নামছে টিম ইন্ডিয়া ৷ সুপার এইটের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান ৷ ঝুলিতে সাফল্য না-থাকলেও রশিদ খানরা সবসময়ই বিপক্ষ দলের মাথাব্যথার কারণ ৷ ওডিআই বিশ্বকাপে চ্যাম্পিয়ন অজিদের শেষ আটে প্রায় পেড়ে ফেলেছিলেন আফগানরা ৷ এছাড়াও বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সঙ্গেও খেলতে হবে টিম ইন্ডিয়াকে ৷ ফলে আপাত সহজ গ্রুপে পড়লেও প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই ৷

নক-আউট পর্বের আগে ‘রোহিত অ্যান্ড কোং’য়ের সবচেয়ে চিন্তার জায়গা টিম কম্বিনেশন ৷ ইউএসএ ম্যাচে সূর্যকুমার যাদব ফর্মে ফিরলেও এখনও বিরাট কোহলির ব্যাট কথা বলেনি ৷ এখনও পর্যন্ত দু’অঙ্কের রান আসেনি বিরাট-ব্যাটে ৷ তার উপর সৌরভ নাটভেকরের বলে যেভাবে খোঁচা মেরে উইকেট দিয়ে এসেছিলেন, তা যথেষ্ট চিন্তার ৷ যদিও নক-আউটে রানমেশিন সবসময়ই ভয়ংকর ৷ অতীতের পরিসংখ্যানই ভরসা দিচ্ছে ভারতকে ৷

একাদশে আসতে পারেন কুলদীপ

টুর্নামেন্টের শুরুতে অধিনায়ক রোহিত শর্মা চার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজাকে একাদশে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন । সেই কম্বিনেশনেই গ্রুপ পর্ব খেলেছে দল ৷ নিউইয়র্কের বোলারদের স্বর্গে নামানো দল বদলাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

সেক্ষেত্রে একজন পেসারকে বসিয়ে টিমে আনা হতে পারে কুলদীপ যাদবকে ৷ চায়নাম্যানকে দলে ঢোকাতে হলে বসতে হতে পারে মহম্মদ সিরাজ বা আর্শদীপ সিংকে ।

মাথাব্যথা শিবম দুবে

বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই নিষ্প্রভ শিবম ৷ ডেথ ওভার স্পেশালিস্ট ব্যাটারের ব্যাট থেকে আসা ছক্কার সংখ্যা মাত্র একটি ৷ হাত ঘোরানোর সুযোগও বিশেষ আসেনি ৷ আমেরিকার বিরুদ্ধে বল হাতে এক ওভারে দিয়েছিলেন 11 রান ৷ ফলে নক-আউটেও সেই ফর্ম ধরে রাখলে রোহিতের চিন্তা আরও বাড়বে ৷

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, নবীন-উল হক, ফজলহক ফারুকী, হযরতুল্লাহ জাজাই, ফরিদ আহমেদ মালিক, মহম্মদ ইসহাক, নাঙ্গেলিয়া খারোতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.