ETV Bharat / sports

রাহুল সুপার জায়ান্টসের অবিচ্ছেদ্য অংশ, জাহিরকে পাশে নিয়ে জল্পনায় জল গোয়েঙ্কার - KL RAHUL FUTURE IN LSG - KL RAHUL FUTURE IN LSG

SANJIV GOENKA ON KL RAHUL: আইপিএলের আসন্ন মেগা নিলামের আগে কি কেএল রাহুলকে ধরে রাখবে এলএসজি? নাকি গত মরশুমের পর লখনউ ফ্র্য়াঞ্চাইজি ছাড়বেন স্টাম্পার-ব্যাটার ? জল্পনার মাঝে গত মরশুমের অধিনায়ককে নিয়ে বড় মন্তব্য করলেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা ৷

KL RAHUL
কেএল রাহুল (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 28, 2024, 7:03 PM IST

Updated : Aug 28, 2024, 8:21 PM IST

কলকাতা, 28 অগস্ট: নয়া মেন্টর হিসেবে জাহির খানের নাম ঘোষণার দিনেই অধিনায়ক কেএল রাহুলকে নিয়ে জল্পনায় কিছুটা জল ঢাললেন লখনউ সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। গতবছর আইপিএলের একটি ম্য়াচে হারের পর গোয়েঙ্কা সঙ্গে ডাগ-আউটে অধিনায়ক রাহুলের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ৷ যদিও সম্প্রতি কলকাতায় জাতীয় দলের স্টাম্পার-ব্যাটারের সঙ্গে একটি বৈঠক সেরেছেন এলএসজি কর্ণধার ৷ সবমিলিয়ে রাহুলের সঙ্গে গোয়েঙ্কার সমস্ত দূরত্ব দূর হয়েছে বলে বিভিন্ন মহলে দাবি করা হলেও জল্পনা চলছেই।

তবে আইপিএল নিলামের আগে রাহুলের দলবদলের খবরের সত্যতা ওড়ালেন এলএসজি মালিক ৷ সঞ্জীব গোয়েঙ্কা এদিন বলেন, "কেএল রাহুল সুপার জায়ান্টস পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আমি এটুকুই বলতে পারি।" গত মরশুমে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন মেন্টর গৌতম গম্ভীর। বর্তমানে তিনি জাতীয় দলের হেড কোচ। ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন মেন্টর গম্ভীর ও মর্নি মর্কেলকে ভারতীয় দলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা।

আইপিএলের মেগা নিলামে কাদের ধরে রাখবে টিম? কারণ, আসন্ন আইপিএলের মেগা নিলামে প্রতিটি দলই তাদের মত করে দল গোছানোর চেষ্টা করবে। তিনবছর আগে আইপিএলে যোগ দেওয়া এলএসজিও যে দল গোছানোর রাস্তায় হাঁটবে, তা স্পষ্ট। তবে কাদের রাখা হবে সেই ছবিটা পরিষ্কার নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটার ধরে রাখার ব্যাপারে কোনও নির্দেশিকা জারি করেনি। সেই কথা মাথায় রেখেই সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, "এখনও বিসিসিআইয়ের কোনও নিয়ম সামনে আসেনি। এই নিয়ে কিছুই জানি না। যদি বোর্ড 4 জনকে রাখার কথা ভাবে একরকম। 5 বা 6 জন ক্রিকেটার রাখার বিষয় হলে, অন্যরকম ভাবনা-চিন্তা করবে দল।"

যদিও দলের হেড কোচ হিসেবে থাকবেন জাস্টিন ল্যাঙ্গার। তাঁর দুই সহকারি লান্স ক্লুজনার ও অ্যাডাম ভোজেস। বুধবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন এলএসজি মালিক। কোটিপতি লিগের স্কাউটরা স্থানীয় ক্রিকেট প্রতিভার সন্ধান করে থাকেন। এলএসজিও সেই একই কাজ করে আসছে বলে জানিয়েছেন গোয়েঙ্কা। তবে বেঙ্গল প্রো টি-20 লিগে এলএসজি'র স্কাউটরা নজর দেন কি না, তা যদিও পরিষ্কার করেননি তিনি। গোয়েঙ্কা বলেন, "বাংলার মানুষ আমি। এখানেই বড় হওয়া। বাংলা ভাষা আমার ভাষা। আবেগ তো রয়েইছে। তবে ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে সব জায়গাতেই নজর রাখছি ৷"

কলকাতা, 28 অগস্ট: নয়া মেন্টর হিসেবে জাহির খানের নাম ঘোষণার দিনেই অধিনায়ক কেএল রাহুলকে নিয়ে জল্পনায় কিছুটা জল ঢাললেন লখনউ সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। গতবছর আইপিএলের একটি ম্য়াচে হারের পর গোয়েঙ্কা সঙ্গে ডাগ-আউটে অধিনায়ক রাহুলের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ৷ যদিও সম্প্রতি কলকাতায় জাতীয় দলের স্টাম্পার-ব্যাটারের সঙ্গে একটি বৈঠক সেরেছেন এলএসজি কর্ণধার ৷ সবমিলিয়ে রাহুলের সঙ্গে গোয়েঙ্কার সমস্ত দূরত্ব দূর হয়েছে বলে বিভিন্ন মহলে দাবি করা হলেও জল্পনা চলছেই।

তবে আইপিএল নিলামের আগে রাহুলের দলবদলের খবরের সত্যতা ওড়ালেন এলএসজি মালিক ৷ সঞ্জীব গোয়েঙ্কা এদিন বলেন, "কেএল রাহুল সুপার জায়ান্টস পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আমি এটুকুই বলতে পারি।" গত মরশুমে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন মেন্টর গৌতম গম্ভীর। বর্তমানে তিনি জাতীয় দলের হেড কোচ। ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন মেন্টর গম্ভীর ও মর্নি মর্কেলকে ভারতীয় দলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা।

আইপিএলের মেগা নিলামে কাদের ধরে রাখবে টিম? কারণ, আসন্ন আইপিএলের মেগা নিলামে প্রতিটি দলই তাদের মত করে দল গোছানোর চেষ্টা করবে। তিনবছর আগে আইপিএলে যোগ দেওয়া এলএসজিও যে দল গোছানোর রাস্তায় হাঁটবে, তা স্পষ্ট। তবে কাদের রাখা হবে সেই ছবিটা পরিষ্কার নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটার ধরে রাখার ব্যাপারে কোনও নির্দেশিকা জারি করেনি। সেই কথা মাথায় রেখেই সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, "এখনও বিসিসিআইয়ের কোনও নিয়ম সামনে আসেনি। এই নিয়ে কিছুই জানি না। যদি বোর্ড 4 জনকে রাখার কথা ভাবে একরকম। 5 বা 6 জন ক্রিকেটার রাখার বিষয় হলে, অন্যরকম ভাবনা-চিন্তা করবে দল।"

যদিও দলের হেড কোচ হিসেবে থাকবেন জাস্টিন ল্যাঙ্গার। তাঁর দুই সহকারি লান্স ক্লুজনার ও অ্যাডাম ভোজেস। বুধবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন এলএসজি মালিক। কোটিপতি লিগের স্কাউটরা স্থানীয় ক্রিকেট প্রতিভার সন্ধান করে থাকেন। এলএসজিও সেই একই কাজ করে আসছে বলে জানিয়েছেন গোয়েঙ্কা। তবে বেঙ্গল প্রো টি-20 লিগে এলএসজি'র স্কাউটরা নজর দেন কি না, তা যদিও পরিষ্কার করেননি তিনি। গোয়েঙ্কা বলেন, "বাংলার মানুষ আমি। এখানেই বড় হওয়া। বাংলা ভাষা আমার ভাষা। আবেগ তো রয়েইছে। তবে ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে সব জায়গাতেই নজর রাখছি ৷"

Last Updated : Aug 28, 2024, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.