ETV Bharat / sports

ম্যাচ হারের জন্য রাহুলকে 'তুলোধনা' গোয়েঙ্কার, ভাইরাল ভিডিয়োয় চুপ লখনউ ক্যাপ্টেন - IPL 2024

Sanjiv Goenka and KL Rahul Viral Video: হায়দরাবাদের কাছে 10 উইকেটে হার সুপার জায়ান্টসের তাও 10 ওভারের আগেই ৷ এই হার কিছুতেই যেন মেনে নিতে পারছেন না লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ৷ আর সেইসঙ্গে কেএল রাহুল মাঠ ছাড়তেই প্রকাশ্যে একপ্রকার ভর্ৎসনা করলেন সঞ্জীব গোয়েঙ্কা ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখে অন্তত এমনটাই মনে হয়েছে ৷ এর মাঝে রাহুল কোনও প্রকার কথা বললে একেবারে যেন রাগে গিজ গিজ করছেন গোয়েঙ্কা 'সাহেব' ৷

Sanjiv Goenka and KL Rahul Viral Video
হায়রাবাদের কাছে হেরে কেএল রাহুল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 2:23 PM IST

হায়দরাবাদ, 9 মে: আইপিএলে নজিরবিহীন ঘটনার সাক্ষী একপ্রকার বলা চলে বুধবারের ম্যাচ। হায়দরবাদের কাছে গো-হারের পর ভাষা হারিয়ে ফেলেন লখনউ অধিনায়ক ৷ সেইসঙ্গে ব্যাটিং বিভাগ অপ্রত্যাশিত, এমনটাও যোগ করেছেন টি-20 বিশ্বকাপের দলে সুযোগ না-পাওয়া লোকেশ রাহুল ৷ আর এই হার কোনওভাবেই মেনে নিতে পারেননি দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ৷ মাঠের মধ্যেই তিনি ক্যাপ্টেনকে বোকাঝোকা করেছেন ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নেটপাড়ায় সমালোচিত হয়েছেন গোয়েঙ্কা 'সাহেব'৷

কী হয়েছে গতকাল? ম্যাচ তখন সবে শেষ হয়েছে। বিষণ্ণ মুখ করে দাঁড়িয়ে রয়েছেন কেএল রাহুল ৷ অধিনায়ক হিসাবে সানরাইজার্স হায়দরাবাদের কাছে 10 উইকেটের পরাজয় হজম করতে কষ্ট হচ্ছে। ওই অবস্থায় লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে দেখা গেল রাহুলের পাশে। হাত, পা, নাড়িয়ে একপ্রকার রেগে লাল হয়ে উত্তেজিতভাবে কথা বলছেন। রাহুল তাঁকে কিছু বলার চেষ্টা করলেও তা শোনার মেজাজেই ছিলেন শিল্পপতি গোয়েঙ্কা। তবে তাঁর কোনও কথা শোনা না-গেলেও দেখে মনে হচ্ছে লখনউ মালিকের সুর ছিল সপ্তমে ৷

সেই ভিডিয়ো ভাইরাল হতেই নেটদুনিয়ায় তুমুল বিতর্ক। প্রকাশ্যেই দলের অধিনায়ককে জনসমক্ষে এভাবে তিরস্কার করছেন মালিক ৷ এমন ঘটনা আইপিএলে কখনও ঘটেছে বলে মনে করতে পারছেন না অনেকেই। অধিনায়কের সঙ্গে মালিকের তিক্ততা থাকলেও তা বাইরে এভাবে অর্থাৎ জনসমক্ষে কেন? ভিডিয়ো দেখে নেটিজেনদের তোপ, মালিক হলেও জাতীয় দলের একজন ক্রিকেটারকে এভাবে অপমান করতে পারেন না কেউ। নেটাগরিকরা বলছেন, কার্যত তুলোধোনার মেজাজে রয়েছেন সঞ্জীব ৷ গোয়েঙ্কাকে নিয়ে ছিছিক্কার পড়ে গিয়েছে। লেখালেখিও শুরু হয়েছে ৷

এদিকে কেউ কেউ বলছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ৷ আসন্ন টি-20 বিশ্বকাপে রাহুলকে দল থেকে বাদ দেওয়া সঠি হয়েছে ৷ তিনি তো ফর্মেই নেয় ৷

আরও পড়ুন:

  1. লক্ষ্মীরতনের কোচিং, সৌরভের আস্থায় আইপিএলে নজর টানছেন অভিষেক
  2. হেড-অভিষেকের ব্যাটিং বিক্রমে 'খড়কুটো' লখনউ, দশ ওভারে 166 তুলল সানরাইজার্স
  3. পুরান-বাদোনির ঝোড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পেল লখনউ, জিততে হায়দরাবাদের চাই 166

হায়দরাবাদ, 9 মে: আইপিএলে নজিরবিহীন ঘটনার সাক্ষী একপ্রকার বলা চলে বুধবারের ম্যাচ। হায়দরবাদের কাছে গো-হারের পর ভাষা হারিয়ে ফেলেন লখনউ অধিনায়ক ৷ সেইসঙ্গে ব্যাটিং বিভাগ অপ্রত্যাশিত, এমনটাও যোগ করেছেন টি-20 বিশ্বকাপের দলে সুযোগ না-পাওয়া লোকেশ রাহুল ৷ আর এই হার কোনওভাবেই মেনে নিতে পারেননি দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ৷ মাঠের মধ্যেই তিনি ক্যাপ্টেনকে বোকাঝোকা করেছেন ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নেটপাড়ায় সমালোচিত হয়েছেন গোয়েঙ্কা 'সাহেব'৷

কী হয়েছে গতকাল? ম্যাচ তখন সবে শেষ হয়েছে। বিষণ্ণ মুখ করে দাঁড়িয়ে রয়েছেন কেএল রাহুল ৷ অধিনায়ক হিসাবে সানরাইজার্স হায়দরাবাদের কাছে 10 উইকেটের পরাজয় হজম করতে কষ্ট হচ্ছে। ওই অবস্থায় লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে দেখা গেল রাহুলের পাশে। হাত, পা, নাড়িয়ে একপ্রকার রেগে লাল হয়ে উত্তেজিতভাবে কথা বলছেন। রাহুল তাঁকে কিছু বলার চেষ্টা করলেও তা শোনার মেজাজেই ছিলেন শিল্পপতি গোয়েঙ্কা। তবে তাঁর কোনও কথা শোনা না-গেলেও দেখে মনে হচ্ছে লখনউ মালিকের সুর ছিল সপ্তমে ৷

সেই ভিডিয়ো ভাইরাল হতেই নেটদুনিয়ায় তুমুল বিতর্ক। প্রকাশ্যেই দলের অধিনায়ককে জনসমক্ষে এভাবে তিরস্কার করছেন মালিক ৷ এমন ঘটনা আইপিএলে কখনও ঘটেছে বলে মনে করতে পারছেন না অনেকেই। অধিনায়কের সঙ্গে মালিকের তিক্ততা থাকলেও তা বাইরে এভাবে অর্থাৎ জনসমক্ষে কেন? ভিডিয়ো দেখে নেটিজেনদের তোপ, মালিক হলেও জাতীয় দলের একজন ক্রিকেটারকে এভাবে অপমান করতে পারেন না কেউ। নেটাগরিকরা বলছেন, কার্যত তুলোধোনার মেজাজে রয়েছেন সঞ্জীব ৷ গোয়েঙ্কাকে নিয়ে ছিছিক্কার পড়ে গিয়েছে। লেখালেখিও শুরু হয়েছে ৷

এদিকে কেউ কেউ বলছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ৷ আসন্ন টি-20 বিশ্বকাপে রাহুলকে দল থেকে বাদ দেওয়া সঠি হয়েছে ৷ তিনি তো ফর্মেই নেয় ৷

আরও পড়ুন:

  1. লক্ষ্মীরতনের কোচিং, সৌরভের আস্থায় আইপিএলে নজর টানছেন অভিষেক
  2. হেড-অভিষেকের ব্যাটিং বিক্রমে 'খড়কুটো' লখনউ, দশ ওভারে 166 তুলল সানরাইজার্স
  3. পুরান-বাদোনির ঝোড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পেল লখনউ, জিততে হায়দরাবাদের চাই 166
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.