ETV Bharat / sports

রামনবমীর দিন নিরাপত্তা নিয়ে জটিলতা, ইডেনে কি হবে না নাইটদের ম্যাচ! - ipl 2024 - IPL 2024

Kolkata Knight Riders: আগামী 17 এপ্রিল ঘরের মাঠে খেলার কথা কলকাতা ও রাজস্থানের ৷ সেদিন আবার রামনবমী ৷ ইডেনে তাই পর্যাপ্ত পুলিশ দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে লালবাজার ৷ আর এসমস্ত কথা ইমেল মারফত বোর্ডকে সিএবি জানিয়ে দিয়েছে ৷ তাই সেই ম্যাচ কি অন্যত্র কোথাও সরানো হবে? কী ভাবছে বোর্ড?

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 9:00 PM IST

Updated : Apr 1, 2024, 9:17 PM IST

কলকাতা, 1 এপ্রিল: রামনবমীর দিন ইডেনে আইপিএলের ম্যাচ আয়োজন নিয়ে জটিলতা। ওইদিন অর্থাৎ, 17 মার্চ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা রাজস্থান রয়্যালসের। ম্যাচ আয়োজনে সমস্যার কারণ নিরাপত্তার ব্যবস্থা না-করতে পারা। লালবাজার ইতিমধ্যেই সিএবিকে জানিয়েছে, রামনবমীর উৎসবের কারণে ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। ফলে নাইটদের ম্যাচ আয়োজন ঘিরে হঠাৎ করেই সমস্যা তৈরি হয়েছে। মুখে না-বললেও বা আলোচনায় না-উঠলেও ওই সময় লোকসভার ভোটের দামামা তারস্বরে বাজতে শুরু করবে।

যদিও সিএবি এব্যাপারে কোনও দায় নিতে রাজি নয়। এই বিষয়ে কোনও মন্তব্য তারা করেনি। তারা পরিস্থিতি জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ইমেল করেছে। আইপিএলের ম্যাচ আয়োজনে সিএবি'র ভূমিকা অনেকটা তদারকির। ফলে ম্যাচ আয়োজনের উদ্ভূত সমস্যা কীভাবে মিটবে, তার দায় সিএবি নিতে রাজি নয়। এখন দেখার এই পরিস্থিতিতে ভারতীয় বোর্ড এবং নাইট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়। প্রসঙ্গত, এর আগে কোনও দিন বেসরকারি নিরাপত্তা রক্ষী দিয়ে ইডেনে ম্যাচ আয়োজন করা হয়নি। আর সেটা বাস্তবিকও নয় বলেই সিএবি কর্তারা মনে করেন।

কারণ, 70 হাজারের কাছাকাছি দর্শক এবং সেলিব্রিটির উপস্থিতি সামলানো লালবাজারের সাহায্য ছাড়া সম্ভব নয়। লালবাজার নিরাপত্তা না-দিতে পারার কথা জানিয়েছে ইমেলে। সেই ইমেল সিএবি বোর্ড এবং নাইটদের জানিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প দিনে ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে 16 এপ্রিল ম্যাচটি আয়োজনের ভাবনা থাকলেও আপত্তি রয়েছে নাইট থিঙ্কট্যাঙ্কের। কারণ 14 এপ্রিল লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচ খেলার 48 ঘণ্টার মধ্যে ফের খেলতে নারাজ গৌতম গম্ভীরের দল।

এই অবস্থায় 18 এপ্রিল ম্যাচ আয়োজনের ভাবনা করা হচ্ছে। এই ক্ষেত্রে আপত্তি রয়েছে রাজস্থানের। কারণ তাদেরও কম ব্যবধানে পরবর্তী ম্যাচ খেলতে হবে। তাই সব মিলিয়ে 17 এপ্রিল রামনবমীর দিন কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ ঘিরে জটিলতা ক্রমশ জোরালো হচ্ছে।

আরও পড়ুন:

  1. শেষবেলায় ঝোড়ো ইনিংস সামাদের, হায়দরাবাদকে 162 রানে বাঁধল গিলের গুজরাত
  2. ঝোড়ো অর্ধশতরান পন্তের, ধোনির নজিরের দিনে চেন্নাইয়ের সামনে কঠিন লক্ষ্যমাত্রা
  3. ঘরের মাঠে দাপুটে জয়, 7 উইকেটে হায়দরাবাদ 'বধ' গিল ব্রিগেডের

কলকাতা, 1 এপ্রিল: রামনবমীর দিন ইডেনে আইপিএলের ম্যাচ আয়োজন নিয়ে জটিলতা। ওইদিন অর্থাৎ, 17 মার্চ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা রাজস্থান রয়্যালসের। ম্যাচ আয়োজনে সমস্যার কারণ নিরাপত্তার ব্যবস্থা না-করতে পারা। লালবাজার ইতিমধ্যেই সিএবিকে জানিয়েছে, রামনবমীর উৎসবের কারণে ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। ফলে নাইটদের ম্যাচ আয়োজন ঘিরে হঠাৎ করেই সমস্যা তৈরি হয়েছে। মুখে না-বললেও বা আলোচনায় না-উঠলেও ওই সময় লোকসভার ভোটের দামামা তারস্বরে বাজতে শুরু করবে।

যদিও সিএবি এব্যাপারে কোনও দায় নিতে রাজি নয়। এই বিষয়ে কোনও মন্তব্য তারা করেনি। তারা পরিস্থিতি জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ইমেল করেছে। আইপিএলের ম্যাচ আয়োজনে সিএবি'র ভূমিকা অনেকটা তদারকির। ফলে ম্যাচ আয়োজনের উদ্ভূত সমস্যা কীভাবে মিটবে, তার দায় সিএবি নিতে রাজি নয়। এখন দেখার এই পরিস্থিতিতে ভারতীয় বোর্ড এবং নাইট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়। প্রসঙ্গত, এর আগে কোনও দিন বেসরকারি নিরাপত্তা রক্ষী দিয়ে ইডেনে ম্যাচ আয়োজন করা হয়নি। আর সেটা বাস্তবিকও নয় বলেই সিএবি কর্তারা মনে করেন।

কারণ, 70 হাজারের কাছাকাছি দর্শক এবং সেলিব্রিটির উপস্থিতি সামলানো লালবাজারের সাহায্য ছাড়া সম্ভব নয়। লালবাজার নিরাপত্তা না-দিতে পারার কথা জানিয়েছে ইমেলে। সেই ইমেল সিএবি বোর্ড এবং নাইটদের জানিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প দিনে ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে 16 এপ্রিল ম্যাচটি আয়োজনের ভাবনা থাকলেও আপত্তি রয়েছে নাইট থিঙ্কট্যাঙ্কের। কারণ 14 এপ্রিল লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচ খেলার 48 ঘণ্টার মধ্যে ফের খেলতে নারাজ গৌতম গম্ভীরের দল।

এই অবস্থায় 18 এপ্রিল ম্যাচ আয়োজনের ভাবনা করা হচ্ছে। এই ক্ষেত্রে আপত্তি রয়েছে রাজস্থানের। কারণ তাদেরও কম ব্যবধানে পরবর্তী ম্যাচ খেলতে হবে। তাই সব মিলিয়ে 17 এপ্রিল রামনবমীর দিন কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ ঘিরে জটিলতা ক্রমশ জোরালো হচ্ছে।

আরও পড়ুন:

  1. শেষবেলায় ঝোড়ো ইনিংস সামাদের, হায়দরাবাদকে 162 রানে বাঁধল গিলের গুজরাত
  2. ঝোড়ো অর্ধশতরান পন্তের, ধোনির নজিরের দিনে চেন্নাইয়ের সামনে কঠিন লক্ষ্যমাত্রা
  3. ঘরের মাঠে দাপুটে জয়, 7 উইকেটে হায়দরাবাদ 'বধ' গিল ব্রিগেডের
Last Updated : Apr 1, 2024, 9:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.