ETV Bharat / sports

নেই আলবার্তো, সূচি নিয়ে ক্ষোভ সত্ত্বেও বেঙ্গালুরু 'বধে'র আশ্বাস মোলিনার - ISL 2024 25

JOSE MOLINA IS UNHAPPY WITH SCHEDULE: আলবার্তো রদ্রিগেজকে ছাড়াই বেঙ্গালুরু উড়ে গেল মোহনবাগান ৷ তবে শনিবার সুনীল ছেত্রীদের মুখোমুখি হওয়ার আগে বাগান কোচ হোসে মোলিনার ভাবনায় অন্য কিছু ৷ একইসঙ্গে অসন্তুষ্টও তিনি ৷

JOSE MOLINA IS UNHAPPY WITH SCHEDULE
বেঙ্গালুরুকে হারানোর প্রস্তুতি বাগানে (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 27, 2024, 7:09 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে সূচি নিয়ে প্রশ্ন তুলে দিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনার। শনিবার আইএসএলে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। তবে বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে টানা ম্য়াচের কারণে অসন্তোষ বাগান কোচের গলায় ৷ তবে এরমধ্যেও ইতিবাচক থাকার চেষ্টা স্প্যানিশ কোচের ৷ ডুরান্ড চ্য়াম্পিয়ন নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ম্যাচ ছিনিয়ে নেওয়ার মধ্যে আশার আলো দেখছেন মোলিনা।

মোলিনার বক্তব্য (ETV Bharat)

বেঙ্গালুরু এফসি ম্যাচ নিয়ে আপাতত যাবতীয় ভাবনা আবর্তিত হলেও সবুজ-মেরুন কোচের মানসিক অস্থিরতাও রয়েছে পরের দু’টি ম্যাচের কথা ভেবে ৷ 2 অক্টোবর ইরানে ট্রাক্টর এসসি'র বিরুদ্ধে এসিএল টু-এর ম্যাচ রয়েছে মোহনবাগানের। ইরান থেকে ফিরেই 5 অক্টোবর আইএসএলে নামতে হবে মহামডানের বিরুদ্ধে। এভাবে পরপর ম্যাচ খেলা নিয়ে প্রশ্ন তুলছেন সবুজ-মেরুনের হেডস্যর। শুক্রবার সকালে অনুশীলন করে বেঙ্গালুরু রওনা হল মোহনবাগান। দলের সঙ্গে গেলেন না আলবার্তো রদ্রিগেজ ৷ গার্ডেন সিটি থেকেই ইরানের উদ্দেশে রওনা দেবে দল। 2 অক্টোবর ম্যাচ খেলে কলকাতায় মোহনবাগান ফিরবে 4 অক্টোবর ৷ পরের দিনই মহামেডান ম্যাচ। ফলে দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি ঠিকমতো কাটানোর আগেই মিনি ডার্বিতে নামতে হবে মোহনবাগানকে, একপ্রকার বিনা অনুশীলনে।

সমস্ত বিষয়টি নিয়ে বেশ বিরক্ত কোচ মোলিনা। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোলিনা বলেন, "এই সূচি একেবারেই খুশি হওয়ার মতো নয়। ম্যাচের আগে অন্তত একটা দিন তো প্রয়োজন হয় প্রস্তুতির জন্য ৷ সূচি তৈরির সময় এএফসি'র প্রতিযোগিতার কথা মাথায় রাখা প্রয়োজন।" পাশাপাশি মোহনবাগান পূর্ণ শক্তির দল নিয়েই ট্রাক্টর ম্যাচ খেলতে যাবে কি না, তাও স্পষ্ট নয়। সূত্রের খবর, টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলছে। তাঁরা ইরান যেতে ইচ্ছুক কি না, তার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বেঙ্গালুরু ম্যাচের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত বেঙ্গালুরু এফসি ম্যাচে নিয়ে যাবতীয় ভাবনা।

মোহনবাগান সুপারজায়ান্ট কোচ বলছেন, "ঘরে কিংবা বাইরে যেখানেই দল খেলুক না কেন, আমাদের ফুটবল দর্শনে কোনও বদল নেই। মোহনবাগান সুপার জায়ান্ট জেতার জন্যই খেলতে নামবে।" পাশাপাশি ম্যাকলারেনকে নিয়ে হোসে মোলিনা বলছেন, "খুব শীঘ্রই ম্যাকলারেনকে প্রথম একাদশে দেখা যাবে। শেষ ম্যাচে কিছু সময়ের জন্য নেমেছিল। দলের জয়ে সাহায্য করেছে। ধীরে ধীরে ফিট হচ্ছে।"

কলকাতা, 27 সেপ্টেম্বর: বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে সূচি নিয়ে প্রশ্ন তুলে দিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনার। শনিবার আইএসএলে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। তবে বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে টানা ম্য়াচের কারণে অসন্তোষ বাগান কোচের গলায় ৷ তবে এরমধ্যেও ইতিবাচক থাকার চেষ্টা স্প্যানিশ কোচের ৷ ডুরান্ড চ্য়াম্পিয়ন নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ম্যাচ ছিনিয়ে নেওয়ার মধ্যে আশার আলো দেখছেন মোলিনা।

মোলিনার বক্তব্য (ETV Bharat)

বেঙ্গালুরু এফসি ম্যাচ নিয়ে আপাতত যাবতীয় ভাবনা আবর্তিত হলেও সবুজ-মেরুন কোচের মানসিক অস্থিরতাও রয়েছে পরের দু’টি ম্যাচের কথা ভেবে ৷ 2 অক্টোবর ইরানে ট্রাক্টর এসসি'র বিরুদ্ধে এসিএল টু-এর ম্যাচ রয়েছে মোহনবাগানের। ইরান থেকে ফিরেই 5 অক্টোবর আইএসএলে নামতে হবে মহামডানের বিরুদ্ধে। এভাবে পরপর ম্যাচ খেলা নিয়ে প্রশ্ন তুলছেন সবুজ-মেরুনের হেডস্যর। শুক্রবার সকালে অনুশীলন করে বেঙ্গালুরু রওনা হল মোহনবাগান। দলের সঙ্গে গেলেন না আলবার্তো রদ্রিগেজ ৷ গার্ডেন সিটি থেকেই ইরানের উদ্দেশে রওনা দেবে দল। 2 অক্টোবর ম্যাচ খেলে কলকাতায় মোহনবাগান ফিরবে 4 অক্টোবর ৷ পরের দিনই মহামেডান ম্যাচ। ফলে দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি ঠিকমতো কাটানোর আগেই মিনি ডার্বিতে নামতে হবে মোহনবাগানকে, একপ্রকার বিনা অনুশীলনে।

সমস্ত বিষয়টি নিয়ে বেশ বিরক্ত কোচ মোলিনা। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোলিনা বলেন, "এই সূচি একেবারেই খুশি হওয়ার মতো নয়। ম্যাচের আগে অন্তত একটা দিন তো প্রয়োজন হয় প্রস্তুতির জন্য ৷ সূচি তৈরির সময় এএফসি'র প্রতিযোগিতার কথা মাথায় রাখা প্রয়োজন।" পাশাপাশি মোহনবাগান পূর্ণ শক্তির দল নিয়েই ট্রাক্টর ম্যাচ খেলতে যাবে কি না, তাও স্পষ্ট নয়। সূত্রের খবর, টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলছে। তাঁরা ইরান যেতে ইচ্ছুক কি না, তার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বেঙ্গালুরু ম্যাচের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত বেঙ্গালুরু এফসি ম্যাচে নিয়ে যাবতীয় ভাবনা।

মোহনবাগান সুপারজায়ান্ট কোচ বলছেন, "ঘরে কিংবা বাইরে যেখানেই দল খেলুক না কেন, আমাদের ফুটবল দর্শনে কোনও বদল নেই। মোহনবাগান সুপার জায়ান্ট জেতার জন্যই খেলতে নামবে।" পাশাপাশি ম্যাকলারেনকে নিয়ে হোসে মোলিনা বলছেন, "খুব শীঘ্রই ম্যাকলারেনকে প্রথম একাদশে দেখা যাবে। শেষ ম্যাচে কিছু সময়ের জন্য নেমেছিল। দলের জয়ে সাহায্য করেছে। ধীরে ধীরে ফিট হচ্ছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.