কলকাতা, 7 অগস্ট: মাত্র দশদিনের অনুশীলনে ভালো কিছু আশা না-করাই ভালো। মোহনবাগান সুপারজায়ান্টের কোচের চেয়ারে বসে প্রথম সাংবাদিক সম্মেলনে এভাবেই দলের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন হোসে মোলিনা। বৃহস্পতিবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ার ফোর্স। প্রথম ম্যাচে কাশ্মীরের ডাউন টাউনকে পরাজিত করায় লক্ষ্মীবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে জয় নক-আউট পর্ব নিশ্চিত করে দেবে।
কিন্তু ডুরান্ড কাপে সবুজ-মেরুনের প্রস্তুতিতে মোলিনার চিন্তা দলের ফিটনেস। পুরো শক্তির দল নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের বিমান বাহিনীর বিরুদ্ধে নামা সম্ভব হচ্ছে না। দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন চোটের কারণে নেই। চোটে নেই ধীরজ সিংও। গ্রেগ স্টুয়ার্টকে নামানোর বিযয়টি পরে সিদ্ধান্ত নেবেন মোলিনা। তবে জেসন কামিংস এবং টম আলড্রেড খেলবেন বলে জানিয়েছেন স্প্যানিশ কোচ। যদিও খেলার অবস্তায় নেই সবে শহরে পা রাখা আলবার্তো রডরিগেজ। সবমিলিয়ে বিদেশি ফুটবলাররা তৈরি নন।
এই অবস্থায় আলড্রেডকে পাশে নিয়ে মোলিনা বলেন, "ইস্টবেঙ্গল আমাদের তুলনায় বেশিদিন প্র্যাকটিস করেছে। আমি ডার্বি নিয়ে চিন্তা করছি না। মাত্র দশদিন প্র্যাকটিস করেছি। তাই যা হবে দেখা যাবে।" নিজের দলের প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে তিনি যোগ করেছন, "গ্রেগ স্টুয়ার্ট মাত্র দু'দিন প্র্যাকটিস করেছে। বাকিরা সবে নেমেছে। ভারতীয় দলের ফুটবলাররা দেরিতে এসেছে। এই অবস্থায় যতটা সম্ভব গুছিয়ে নিয়ে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।"
ডুরান্ড কাপকে অংশগ্রহণকারী বড় দলগুলো প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবেই দেখে। মোহনবাগান সুপার জায়ান্ট কোচের ভাবনাতেও তার প্রতিফলন। তারই মধ্যে ডার্বির চাপ রয়েছে। কলকাতায় আগে কোচিং করানোর অভিজ্ঞতা থেকে এই মহলের ফুটবল আবেগের কথা জানেন। তাই প্রথম ম্যাচের জয় নিয়ে ডার্বিতে নামতে চাইছেন। সবমিলিয়ে ডুরান্ড কাপে সবুজ-মেরুন ডাগ-আউটে অভিষেক হচ্ছে মোলিনার। কিন্তু অভিষেক পর্বের প্রস্তুতি নিয়ে বিশেষ খুশি নন তিনি।