কলকাতা, 10 ফেব্রুয়ারি: চলতি আইএসএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে শনিবার মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ তার আগে চমক আন্তোনিও লোপেজ হাবাস ৷ ফরাসি মিডফিল্ডার হুগো বুমোসকে সরিয়ে ফিনিশ মিডিও জনি কাউকোকে আইএসএল স্কোয়াডে অন্তর্ভুক্ত করলেন স্প্যানিশ কোচ ৷ শনিবার সকালে আইএসএলের অফিসিয়াল ওয়েবসাইটে মোহনবাগান সুপার জায়ান্টের যে স্কোয়াড, সেখানে হুগো বুমোসের নাম নেই ৷ বদলে জায়গা পেয়েছেন ইউরোকাপার কাউকো ৷ স্বাভাবিকভাবেই বুমোসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ফুটবলমহলে ৷
হুগো বুমোসকে নিয়ে সবুজ-মেরুন ড্রেসিংরুমে সমস্যা অনেকদিন ধরেই চলছিল ৷ ডার্বির আগে দীপক টাংরি এবং গোলরক্ষক কোচ অভিজিৎ মণ্ডলের জন্মদিন পালনের সময় কেক কাটার অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তিনি ৷ এরপর ডার্বির 18 জনের দলেও তাঁকে রাখেননি হাবাস ৷ পরে প্র্যাকটিসে যোগ দিলেও দলের সঙ্গে দূরত্ব রয়েই গিয়েছিল ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে হাবাসকে হুগো প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, হুগো হায়দরাবাদ ম্যাচে খেলবেন কি না, সেটা জানা যাবে ম্যাচের দিন ৷
দলবদলের দ্বিতীয় উইন্ডোর শেষভাগে হুগো বুমোসের দলবদল নিয়ে জল্পনা ছড়িয়েছিল ৷ কিন্তু, সেইসময় তা মান্যতা না-পাওয়ায় মনে হয়েছিল সমস্যা মিটে গিয়েছে ৷ কিন্তু, তা যে নয় শনিবার আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের ঘোষিত দলে প্রমাণিত ৷ দলবদলের দ্বিতীয় উইন্ডো শেষ হয়ে গিয়েছে ৷ এই অবস্থায় হুগো বুমোসেকে ছেড়ে দেওয়ার খবরে সিলমোহর পড়ায় জল্পনা ফের বাড়ল ৷ কারণ, ফরাসি মিডফিল্ডার কোন দলে যেতে পারেন তা নিয়ে আগ্রহ তৈরি হবে ৷ কারণ, ট্রন্সফার উইন্ডো বন্ধ হলেও, ফ্রি ফুটবলারকে নেওয়া যায় ৷ তাহলে কি তিনি তাঁর পুরনো ক্লাব মুম্বই সিটি এফসিতে যোগ দেবেন ? এক্ষেত্রেও নিয়মের বেড়াজাল রয়েছে ৷ তা এড়ানো গেলে বুমোসকে হয়তো চলতি আইএসএলে অন্য দলে দেখা যেতে পারে ৷
জনি কাউকো চোট সারিয়ে কয়েকদিন আগে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যোগ দিয়েছেন ৷ তাঁকে দলের সঙ্গে সড়গড় করতে ও পুরো ফিট করে তুলতেই দলের সঙ্গে প্র্যাকটিস করাচ্ছেন হাবাস ৷ বিদেশি হিসেবে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স, আর্মান্দো সাদিকু, ব্র্যান্ডন হ্যামিল এবং হেক্টর ইয়ুৎসে রয়েছেন ৷ চোটের কারণে, ব্র্যান্ডন হামিল প্রায় একমাস বাইরে ৷ ফলে রক্ষণ মজবুত করতে জনি কাউকোর মতো মাঝমাঠে ভারসাম্য রক্ষাকারী ফুটবলার দরকার হাবাসের ৷ সেটা করতে গিয়েই বুমোস বাদ পড়লেন এবং দলে এলেন কাউকো ৷ এই ব্যাপারে মোহনবাগান থেকে অফিসিয়াল ঘোষণা কখন হয়, সেটা সময় বলবে ৷
আরও পড়ুন: