ETV Bharat / sports

ক্যানসারের চিকিৎসায় অংশুমান গায়কোয়াড়কে 1 কোটি আর্থিক সাহায্য বিসিসিআইয়ের - Anshuman Gaekwad Cancer

Anshuman Gaekwad's Cancer: ব্লাড ক্যানসারে আক্রান্ত অংশুমান গায়কোয়াড়কে তাঁর চিকিৎসার জন্য 1 কোটি টাকা আর্থিক সাহায্য করছে বিসিসিআই ৷ অবিলম্বে এই টাকা দেওয়ার জন্য বিসিসিআইকে নির্দেশ দিয়েছেন সচিব জয় শাহ ৷

ETV BHARAT
ক্যানসারের চিকিৎসায় অংশুমান গায়কোয়াড়কে 1 কোটি টাকা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 2:06 PM IST

Updated : Jul 14, 2024, 3:25 PM IST

মুম্বই, 14 জুলাই: ব্লাড ক্যানসারে আক্রান্ত প্রবীণ ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়কে 1 কোটি টাকা আর্থিক সাহায্য করছে বিসিসিআই ৷ অবিলম্বে এই টাকা দেওয়ার জন্য বিসিসিআইকে নির্দেশ দিয়েছেন সচিব জয় শাহ ৷ তিনি গায়কোয়াড়ের পরিবারের সঙ্গে কথাও বলেছেন ৷ পরিস্থিতি পর্যালোচনা করেই তিনি এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিল ৷

71 বছরের প্রবীণ ক্রিকেটারের চিকিৎসায় তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে আগেই জানিয়েছিলেন 68 বছর বয়সি প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রাক্তন প্রধান নির্বাচক বেঙ্গসরকার ৷ তবে বোর্ডের কাছের সাহায্য চাওয়া হয়েছে বলেও জানান তিনি ৷ বেঙ্গসরকার বলেছিলেন যে, "আমরা সাহায্য চেয়েছি এবং আর্থিক সাহায্যের জন্য বিসিসিআই-এর সঙ্গে যোগাযোগ করেছি... এবং আমি মনে করি বোর্ড অবশ্যই সাহায্য করবে । দেখা যাক কী হয় !"

সেই আবেদনের প্রেক্ষিতেই বিসিসিআই সচিব জয় শাহ কথা বলেন অংশুমান গায়কোয়াড়ের পরিবারের সঙ্গে ৷ পরিস্থিতি বিবেচনা করে তিনি অবিলম্বে প্রবীণ ক্রিকেটারের ক্যানসারের চিকিৎসার জন্য বিসিসিআইকে 1 কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷

40টি টেস্ট ও 15টি ওয়ানডে ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করা প্রাক্তন ক্রিকেটার ব্লাড ক্যানসারে আক্রান্ত এবং কয়েকদিন তিনি লন্ডনের কিংস কলেজে চিকিৎসাধীন ছিলেন । তবে বেঙ্গসরকার জানিয়েছিলেন, কয়েকদিন লন্ডনে চিকিৎসার পর অংশুমানের পরিবার তাঁকে বরোদায় ফিরিয়ে এনেছে ৷ বর্তমানে প্রবীণ ক্রিকেটার ভালো আছেন বলেও জানান বেঙ্গসরকার ৷

প্রসঙ্গত, 1975 সাল থেকে 1987 সাল পর্যন্ত দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি, অংশুমান গায়কোয়াড় দু’বার টিম ইন্ডিয়ার কোচও হয়েছেন ৷ প্রথমে 1997 সাল থেকে 1999 সাল ও তারপরে আবার 2000 সালে তিনি ভারতের কোচ হন । গায়কোয়াড় যখন ভারতের কোচ ছিলেন, তখন অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকর । অংশুমানের কোচিংয়ের সময়ই অনিল কুম্বলে দিল্লির ফিরোজ শাহ কোটলায় (বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়াম নামে পরিচিত) একটি টেস্টে এক ইনিংসে 10টি উইকেট নিয়ে ক্রিকেটের ইতিহাসে রেকর্ড তৈরি করেন । সেই ম্যাচে ভারতের লড়াই ছিল পাকিস্তানের সঙ্গে ৷

মুম্বই, 14 জুলাই: ব্লাড ক্যানসারে আক্রান্ত প্রবীণ ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়কে 1 কোটি টাকা আর্থিক সাহায্য করছে বিসিসিআই ৷ অবিলম্বে এই টাকা দেওয়ার জন্য বিসিসিআইকে নির্দেশ দিয়েছেন সচিব জয় শাহ ৷ তিনি গায়কোয়াড়ের পরিবারের সঙ্গে কথাও বলেছেন ৷ পরিস্থিতি পর্যালোচনা করেই তিনি এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিল ৷

71 বছরের প্রবীণ ক্রিকেটারের চিকিৎসায় তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে আগেই জানিয়েছিলেন 68 বছর বয়সি প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রাক্তন প্রধান নির্বাচক বেঙ্গসরকার ৷ তবে বোর্ডের কাছের সাহায্য চাওয়া হয়েছে বলেও জানান তিনি ৷ বেঙ্গসরকার বলেছিলেন যে, "আমরা সাহায্য চেয়েছি এবং আর্থিক সাহায্যের জন্য বিসিসিআই-এর সঙ্গে যোগাযোগ করেছি... এবং আমি মনে করি বোর্ড অবশ্যই সাহায্য করবে । দেখা যাক কী হয় !"

সেই আবেদনের প্রেক্ষিতেই বিসিসিআই সচিব জয় শাহ কথা বলেন অংশুমান গায়কোয়াড়ের পরিবারের সঙ্গে ৷ পরিস্থিতি বিবেচনা করে তিনি অবিলম্বে প্রবীণ ক্রিকেটারের ক্যানসারের চিকিৎসার জন্য বিসিসিআইকে 1 কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷

40টি টেস্ট ও 15টি ওয়ানডে ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করা প্রাক্তন ক্রিকেটার ব্লাড ক্যানসারে আক্রান্ত এবং কয়েকদিন তিনি লন্ডনের কিংস কলেজে চিকিৎসাধীন ছিলেন । তবে বেঙ্গসরকার জানিয়েছিলেন, কয়েকদিন লন্ডনে চিকিৎসার পর অংশুমানের পরিবার তাঁকে বরোদায় ফিরিয়ে এনেছে ৷ বর্তমানে প্রবীণ ক্রিকেটার ভালো আছেন বলেও জানান বেঙ্গসরকার ৷

প্রসঙ্গত, 1975 সাল থেকে 1987 সাল পর্যন্ত দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি, অংশুমান গায়কোয়াড় দু’বার টিম ইন্ডিয়ার কোচও হয়েছেন ৷ প্রথমে 1997 সাল থেকে 1999 সাল ও তারপরে আবার 2000 সালে তিনি ভারতের কোচ হন । গায়কোয়াড় যখন ভারতের কোচ ছিলেন, তখন অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকর । অংশুমানের কোচিংয়ের সময়ই অনিল কুম্বলে দিল্লির ফিরোজ শাহ কোটলায় (বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়াম নামে পরিচিত) একটি টেস্টে এক ইনিংসে 10টি উইকেট নিয়ে ক্রিকেটের ইতিহাসে রেকর্ড তৈরি করেন । সেই ম্যাচে ভারতের লড়াই ছিল পাকিস্তানের সঙ্গে ৷

Last Updated : Jul 14, 2024, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.