ETV Bharat / sports

হাফ-ডজন উইকেটে মাইলস্টোন বুমরার, আড়াইশো পেরিয়ে গুটিয়ে গেল ইংল্যান্ড - India vs England 2nd Test

India vs England 2nd Test: শনিবার দ্বিতীয় দিনে ইংল্যান্ডের ব্যাটারদের কোনওভাবেই ক্রিসে টিকতে দিলেন না টিম মেন ইন ব্লু'র সহঅধিনায়ক জসপ্রীত বুমরা ৷ একাই নিলেন ছ-ছটি উইকেট ৷ সেইসঙ্গে টেস্ট ক্রিকেটে 150 উইকেটের মাইলফলক ছুঁলেন বুমরা ৷ এদিন ইংল্যান্ডের রানের গতি কমাতে বুমরাকে সাহায্য করেছেন কুলদিপ যাদবও ৷ তিনটে উইকেট নিয়েছেন চায়নাম্যান ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 4:35 PM IST

Updated : Feb 3, 2024, 5:38 PM IST

বিশাখাপত্তনম, 3 ফেব্রুয়ারি: 6টি উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে মাটি ধরালেন জসপ্রীত বুমরা ৷ ভাইজ্যাগ আলোকিত বুমরার দাপুটে বোলিংয়ে ৷ ব্রিটিশ ব্যাটিং লাইন-আপের প্রথম সারির একাধিক ব্যাটারকে এদিন ড্রেসিংরুমে ফেরালেন ভারতের সহঅধিনায়ক ৷ ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, টম হার্টলি এবং জিমি অ্যান্ডারসনকে সাজঘরে ফেরালেন গুজরাত পেসার ৷ এই নিয়ে দশমবার টেস্ট ক্রিকেটে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার নজির গড়লেন জসপ্রীত বুমরা ৷ বুমরার দাপটে প্রথম ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে গেল 253 রানে ৷ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারত কোনও উইকেট না-হারিয়ে 28 রান তুলেছে ৷ সবমিলিয়ে দ্বিতীয় দিনের শেষে 171 রানে এগিয়ে রোহিতরা ৷

এছাড়াও এদিন আরও এক রেকর্ড গড়েন ভারতীয় এই জোরে বোলার ৷ টেস্ট ক্রিকেটে দ্রুততম দেড়শো উইকেটের মালিক হলেন ভারতীয় এই সহঅধিনায়ক ৷ এর আগে হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের ওলি পোপ সবথেকে বেশি রান করেছিলেন ৷ আর তাঁকে রান করতে বাধা দিতে দেখা গিয়েছিল বুমরাকে ৷ এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় ৷ ওলি পোপকে বাধা দিয়ে আইসিসি'র শাস্তির মুখে পড়েছিলেন বুমরা। তাই হয়তো বিশাখাপত্তনম টেস্টে উইকেট পেয়েও আগ্রাসী সেলিব্রেশন দেখাননি বুমরা ৷

কিন্তু সেই কাজটা তাঁর পাওয়ার সেকশনে করে দেখালেন ৷ শনিবার পোপকে 23 রান করে থামিয়ে দেন ভারতীয় এই জোরে বোলার ৷ ইংল্যান্ডকে 253 রানে অলআউট করতে বুমরাকে সাহায্য করেন কুলদীপ যাদবও ৷ তিনটে উইকেট নিয়েছেন 'চায়নাম্যান' ৷ আর ব্রিটিশ ওপেনার জ্যাক ক্রলিকে ফেরান অক্ষর প্যাটেল ৷ ইংল্যান্ড ওপেনার ক্রলিই সবথেকে বেশি রান (76) করেছেন ৷ অধিনায়ক বেন স্টোকস দ্বিতীয় সর্বোচ্চ 47 রান করে বুমরার শিকার হন ৷

দ্বিতীয়দিন শেষবেলায় দ্বিতীয় ইনিংসে মাত্র পাঁচ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় ভারতীয় দল ৷ দিনের শেষে অধিনায়ক রোহিত র্শমা 13 রান ও যশস্বী জয়সওয়াল 15 রানে অপরাজিত রয়েছেন ৷ ভারতের রান কোনও উইকেট না-হারিয়ে 28 ৷

আরও পড়ুন:

  1. বিশাখাপত্তনমে চারশোর গণ্ডি পেরতে ব্যর্থ ভারত, ব্রিটিশদের বিরুদ্ধে একাকুম্ভ যশস্বী
  2. তৃতীয় কনিষ্ঠ হিসেবে দ্বি-শতরান, 'সিটি অফ ডেস্টিনি'তে দেশের ভাগ্য লিখলেন যশস্বী
  3. 'যশস্বীময়' ভাইজ্যাগ টেস্ট! প্রথম ডাবল সেঞ্চুরি জয়সওয়ালের

বিশাখাপত্তনম, 3 ফেব্রুয়ারি: 6টি উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে মাটি ধরালেন জসপ্রীত বুমরা ৷ ভাইজ্যাগ আলোকিত বুমরার দাপুটে বোলিংয়ে ৷ ব্রিটিশ ব্যাটিং লাইন-আপের প্রথম সারির একাধিক ব্যাটারকে এদিন ড্রেসিংরুমে ফেরালেন ভারতের সহঅধিনায়ক ৷ ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, টম হার্টলি এবং জিমি অ্যান্ডারসনকে সাজঘরে ফেরালেন গুজরাত পেসার ৷ এই নিয়ে দশমবার টেস্ট ক্রিকেটে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার নজির গড়লেন জসপ্রীত বুমরা ৷ বুমরার দাপটে প্রথম ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে গেল 253 রানে ৷ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারত কোনও উইকেট না-হারিয়ে 28 রান তুলেছে ৷ সবমিলিয়ে দ্বিতীয় দিনের শেষে 171 রানে এগিয়ে রোহিতরা ৷

এছাড়াও এদিন আরও এক রেকর্ড গড়েন ভারতীয় এই জোরে বোলার ৷ টেস্ট ক্রিকেটে দ্রুততম দেড়শো উইকেটের মালিক হলেন ভারতীয় এই সহঅধিনায়ক ৷ এর আগে হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের ওলি পোপ সবথেকে বেশি রান করেছিলেন ৷ আর তাঁকে রান করতে বাধা দিতে দেখা গিয়েছিল বুমরাকে ৷ এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় ৷ ওলি পোপকে বাধা দিয়ে আইসিসি'র শাস্তির মুখে পড়েছিলেন বুমরা। তাই হয়তো বিশাখাপত্তনম টেস্টে উইকেট পেয়েও আগ্রাসী সেলিব্রেশন দেখাননি বুমরা ৷

কিন্তু সেই কাজটা তাঁর পাওয়ার সেকশনে করে দেখালেন ৷ শনিবার পোপকে 23 রান করে থামিয়ে দেন ভারতীয় এই জোরে বোলার ৷ ইংল্যান্ডকে 253 রানে অলআউট করতে বুমরাকে সাহায্য করেন কুলদীপ যাদবও ৷ তিনটে উইকেট নিয়েছেন 'চায়নাম্যান' ৷ আর ব্রিটিশ ওপেনার জ্যাক ক্রলিকে ফেরান অক্ষর প্যাটেল ৷ ইংল্যান্ড ওপেনার ক্রলিই সবথেকে বেশি রান (76) করেছেন ৷ অধিনায়ক বেন স্টোকস দ্বিতীয় সর্বোচ্চ 47 রান করে বুমরার শিকার হন ৷

দ্বিতীয়দিন শেষবেলায় দ্বিতীয় ইনিংসে মাত্র পাঁচ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় ভারতীয় দল ৷ দিনের শেষে অধিনায়ক রোহিত র্শমা 13 রান ও যশস্বী জয়সওয়াল 15 রানে অপরাজিত রয়েছেন ৷ ভারতের রান কোনও উইকেট না-হারিয়ে 28 ৷

আরও পড়ুন:

  1. বিশাখাপত্তনমে চারশোর গণ্ডি পেরতে ব্যর্থ ভারত, ব্রিটিশদের বিরুদ্ধে একাকুম্ভ যশস্বী
  2. তৃতীয় কনিষ্ঠ হিসেবে দ্বি-শতরান, 'সিটি অফ ডেস্টিনি'তে দেশের ভাগ্য লিখলেন যশস্বী
  3. 'যশস্বীময়' ভাইজ্যাগ টেস্ট! প্রথম ডাবল সেঞ্চুরি জয়সওয়ালের
Last Updated : Feb 3, 2024, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.