ETV Bharat / sports

রড লেভার এরিনায় ইন্দ্রপতন, চতুর্থ বাছাই সিনারের কাছে হেরে বিদায় জোকারের - Jannik Sinner

Jannik Sinner Stuns Novak Djokovic in Australian Open: প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে হার নোভাক জকোভিচের ৷ আজ রড লেভার এরিনায় চতুর্থ বাছাই ইতালির জানিক সিনারের বিরুদ্ধে চার সেটের ম্যাচে কদর্য হারের সম্মুখীন হতে হল নোভাককে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 3:48 PM IST

মেলবোর্ন, 26 জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে হার নোভাক জকোভিচের ৷ রড লেভার এরিনায় এগারো নম্বর সেমিফাইনালে এসে হারতে হল 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান মহাতারকাকে ৷ টুর্নামেন্টের চতুর্থ বাছাইেয়র বিরুদ্ধে এ দিন শুরু থেকেই চাপে ছিলেন নোভাক ৷ প্রথম দুই সেটই একপেশে জেতেন ইতালিয়ান জানিক সিনার ৷ তৃতীয় সেট টাইব্রেকারে জিতে, স্ট্রেট সেটে হারের লজ্জা থেকে বাঁচেন জকোভিচ ৷

শুক্রবার রড লেভার এরিনায় 6-1, 6-2, 6-7 (6-8), 6-3 সেটে জিতেছেন তরুণ জানিক সিনার ৷ শুরু থেকেই নোভাকের বিরুদ্ধে আগ্রাসী টেনিস খেলেন ইতালিয়ান এই খেলোয়াড় ৷ তাঁর সার্ভ, রিটার্ন, ব্যাক হ্যান্ড শটের কোনও জবাবই ছিল না নোভাকের কাছে ৷ যার ফল, প্রথম সেটে মাত্র একটি গেম পয়েন্ট অর্জন করেন সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী মহাতারকা ৷ ওপেনিং সেটে নোভাকের দু’টি সার্ভ পয়েন্ট ভেঙেছে সিনার ৷ এর পর আর ঘুরে দাঁড়াতে পারেননি ৷

তবে, দ্বিতীয় সেটে নোভাক ঘুরে দাঁড়াবেন, সেই আশা ছিল ৷ কিন্তু, কোথায় কী ! প্রথম সেটের পুনরাবৃত্তি ঘটল দ্বিতীয় সেটেও ৷ শুধু এখানে একটি গেম পয়েন্ট বেশি পেয়েছিলেন নোভাক জকোভিচ ৷ দ্বিতীয় সেটে নোভাকের তিন ও সাত নম্বর গেমের সার্ভ ব্রেক করেন ইতালিয়ান অ্যাথলিট ৷ দ্বিতীয় সেটে নোভাক 6-2 সেটে হারেন ৷ তবে, তৃতীয় সেটে পালটা প্রতিরোধ গড়েন জোকার ৷ কেন তিনি 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক, তা বুঝিয়ে দেন ৷ তবে, প্রথম দুই রাউন্ড জেতার আত্মবিশ্বাস ছিল সিনারের সঙ্গে ৷ তাই তৃতীয় সেটে সমানে টক্কর হয় দু’জনের ৷ তৃতীয় সেট 6-7 (6-8) গেম পয়েন্টে জেতেন ৷

কিন্তু, চতুর্থ সেটে ফের নিজের দাপট দেখান জানিক সিনার ৷ এবার আর ম্যাচে ফেরার সুযোগ পাননি নোভাক ৷ 6-3 গেমে চতুর্থ সেট খুইয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে হারলেন নোভাক জকোভিচ ৷ সেই সঙ্গে কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ালিফাই করলেন সিনার ৷ 2011 সালের পর সিনার চতুর্থ খেলোয়াড়, যিনি নোভাককে রড লেভার এরিনায় হারিয়েছেন ৷ এর আগে স্ট্যান ওয়ারিঙ্কা, ডেনিস ইস্তোমিন এবং ইয়ন চুংয়ের কাছে অস্ট্রেলিয়ান ওপেনে হেরেছিলেন নোভাক ৷

আরও পড়ুন:

  1. নিজামের শহরে দুরন্ত জাদেজা, যস্বশী-রাহুলের ব্যাটে বড় রানের লিড ভারতের
  2. চতুর্থবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে প্লেয়ারের শিরোপা বিরাটের
  3. অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে আড়াইশোর আগেই শেষ ইংরেজ ইনিংস

মেলবোর্ন, 26 জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে হার নোভাক জকোভিচের ৷ রড লেভার এরিনায় এগারো নম্বর সেমিফাইনালে এসে হারতে হল 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান মহাতারকাকে ৷ টুর্নামেন্টের চতুর্থ বাছাইেয়র বিরুদ্ধে এ দিন শুরু থেকেই চাপে ছিলেন নোভাক ৷ প্রথম দুই সেটই একপেশে জেতেন ইতালিয়ান জানিক সিনার ৷ তৃতীয় সেট টাইব্রেকারে জিতে, স্ট্রেট সেটে হারের লজ্জা থেকে বাঁচেন জকোভিচ ৷

শুক্রবার রড লেভার এরিনায় 6-1, 6-2, 6-7 (6-8), 6-3 সেটে জিতেছেন তরুণ জানিক সিনার ৷ শুরু থেকেই নোভাকের বিরুদ্ধে আগ্রাসী টেনিস খেলেন ইতালিয়ান এই খেলোয়াড় ৷ তাঁর সার্ভ, রিটার্ন, ব্যাক হ্যান্ড শটের কোনও জবাবই ছিল না নোভাকের কাছে ৷ যার ফল, প্রথম সেটে মাত্র একটি গেম পয়েন্ট অর্জন করেন সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী মহাতারকা ৷ ওপেনিং সেটে নোভাকের দু’টি সার্ভ পয়েন্ট ভেঙেছে সিনার ৷ এর পর আর ঘুরে দাঁড়াতে পারেননি ৷

তবে, দ্বিতীয় সেটে নোভাক ঘুরে দাঁড়াবেন, সেই আশা ছিল ৷ কিন্তু, কোথায় কী ! প্রথম সেটের পুনরাবৃত্তি ঘটল দ্বিতীয় সেটেও ৷ শুধু এখানে একটি গেম পয়েন্ট বেশি পেয়েছিলেন নোভাক জকোভিচ ৷ দ্বিতীয় সেটে নোভাকের তিন ও সাত নম্বর গেমের সার্ভ ব্রেক করেন ইতালিয়ান অ্যাথলিট ৷ দ্বিতীয় সেটে নোভাক 6-2 সেটে হারেন ৷ তবে, তৃতীয় সেটে পালটা প্রতিরোধ গড়েন জোকার ৷ কেন তিনি 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক, তা বুঝিয়ে দেন ৷ তবে, প্রথম দুই রাউন্ড জেতার আত্মবিশ্বাস ছিল সিনারের সঙ্গে ৷ তাই তৃতীয় সেটে সমানে টক্কর হয় দু’জনের ৷ তৃতীয় সেট 6-7 (6-8) গেম পয়েন্টে জেতেন ৷

কিন্তু, চতুর্থ সেটে ফের নিজের দাপট দেখান জানিক সিনার ৷ এবার আর ম্যাচে ফেরার সুযোগ পাননি নোভাক ৷ 6-3 গেমে চতুর্থ সেট খুইয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে হারলেন নোভাক জকোভিচ ৷ সেই সঙ্গে কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ালিফাই করলেন সিনার ৷ 2011 সালের পর সিনার চতুর্থ খেলোয়াড়, যিনি নোভাককে রড লেভার এরিনায় হারিয়েছেন ৷ এর আগে স্ট্যান ওয়ারিঙ্কা, ডেনিস ইস্তোমিন এবং ইয়ন চুংয়ের কাছে অস্ট্রেলিয়ান ওপেনে হেরেছিলেন নোভাক ৷

আরও পড়ুন:

  1. নিজামের শহরে দুরন্ত জাদেজা, যস্বশী-রাহুলের ব্যাটে বড় রানের লিড ভারতের
  2. চতুর্থবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে প্লেয়ারের শিরোপা বিরাটের
  3. অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে আড়াইশোর আগেই শেষ ইংরেজ ইনিংস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.