ETV Bharat / sports

দুরন্ত কামব্যাক, ফাইনালে মেদভেদেভকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেন সিনারের - জ্যানিক সিনার ও দানিল মেদভেদেভ

Jannik Sinner wins Australian Open 2024: 22 বছরের ইতালীয় তরুণের এটিই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় ৷ রড লেভার এরিনায় 2021 সালের ইউএস ওপেনজয়ী ফাইনালে হারালেন 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 ব্যবধানে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 6:03 PM IST

Updated : Jan 28, 2024, 7:16 PM IST

মেলবোর্ন, 28 জানুয়ারি: প্রথম দু'সেটে দাঁড়াতেই পারেননি ৷ সেখান থেকে দুরন্ত কামব্যাকে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে পুরলেন জ্যানিক সিনার ৷ 22 বছরের ইতালীয় তরুণের এটিই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় ৷ রড লেভার এরিনায় শেষ তিন সেটে প্রতিপক্ষ দানিল মেদভেদেভকে দাঁত ফোটানোর সুযোগই দিলেন না সিনার ৷ 2021 সালের ইউএস ওপেনজয়ী ফাইনালে হারলেন 6-3, 6-3, 4-6, 4-6, 3-6 ব্যবধানে ৷

সেমি-ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জকোভিচকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিলেন সিনার ৷ অন্যদিকে, শেষ চারে আলেকজান্ডার ডেরেভের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করে জিতেছিলেন মেদভেদেভ ৷ ব়্যাঙ্কিংয়ে 3 নম্বরে রয়েছেন তিনি, অন্যদিকে সিনার রয়েছে 4 নম্বরে ৷ ফলে ফাইনালে দুরন্ত লড়াই দেখার অপেক্ষায় ছিলেন টেনিসপ্রেমীরা ৷ রবিবাসরীয় হাইভোল্টেজ ম্যাচে সেটাই হল ৷ রড লেভার এরিনায় প্রথমার্ধ যদি মেদভেদেভের হয়, দ্বিতীয়ার্ধে নিজেকে ছাপিয়ে গেলেন সিনার ৷ শেষ সেটের প্রথমেই সিনার এগিয়ে গেলেও ফেরার আপ্রাণ চেষ্টা করেছিলেন মেদভেদেভ ৷ যদিও দুরন্ত ফোরহ্যান্ডে ম্যাচ শেষ করে দেন সিনার ৷ কার্যত সেয়ানে সেয়ানে কোলাকুলির শেষে শেষ হাসি হাসলেন তরুণ খেলোয়াড় ৷

অন্যদিকে, মহিলাদের ডাবলসে জিতেছেন সেই সু-য়েই ও এলিস মার্টিন্সের জুটি ৷ জার্মানি ও তাইওয়ানের জুটি হারিয়েছেন জেলেনা ওস্তাপেঙ্কো ও লুডমাইলা কিচেনকের জুটিকে ৷ ফাইনালে 6-1, 7-5 ব্যবধানে জয় তুলে নিয়েছে সেই-মার্টিন্স জুটি ৷ মিক্সড ডাবলসেও বাজিমাত করেছেন সেই সু-য়েই ৷ পোল্যান্ডের জ়্যান জ়িয়েলনস্কিকে সঙ্গী করে হারিয়েছেন নিয়েল স্কুপস্কি ও ডেসিরে ক্রকজিক জুটিকে ৷ ম্যাচের ফল সু-য়েইদের পক্ষে 6-7 (7-5), 6-4, 11-9 ৷

আরও পড়ুন:

  1. বুড়ো হাড়ে ভেলকি, অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাসে বোপান্না
  2. আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে রুপো জয় অনুরাধা দেবীর
  3. গাব্বায় ক্যালিপসোর কামাল, 27 বছর পর ডেরায় ঢুকে অজি 'বধ' ওয়েস্ট ইন্ডিজের

মেলবোর্ন, 28 জানুয়ারি: প্রথম দু'সেটে দাঁড়াতেই পারেননি ৷ সেখান থেকে দুরন্ত কামব্যাকে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে পুরলেন জ্যানিক সিনার ৷ 22 বছরের ইতালীয় তরুণের এটিই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় ৷ রড লেভার এরিনায় শেষ তিন সেটে প্রতিপক্ষ দানিল মেদভেদেভকে দাঁত ফোটানোর সুযোগই দিলেন না সিনার ৷ 2021 সালের ইউএস ওপেনজয়ী ফাইনালে হারলেন 6-3, 6-3, 4-6, 4-6, 3-6 ব্যবধানে ৷

সেমি-ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জকোভিচকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিলেন সিনার ৷ অন্যদিকে, শেষ চারে আলেকজান্ডার ডেরেভের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করে জিতেছিলেন মেদভেদেভ ৷ ব়্যাঙ্কিংয়ে 3 নম্বরে রয়েছেন তিনি, অন্যদিকে সিনার রয়েছে 4 নম্বরে ৷ ফলে ফাইনালে দুরন্ত লড়াই দেখার অপেক্ষায় ছিলেন টেনিসপ্রেমীরা ৷ রবিবাসরীয় হাইভোল্টেজ ম্যাচে সেটাই হল ৷ রড লেভার এরিনায় প্রথমার্ধ যদি মেদভেদেভের হয়, দ্বিতীয়ার্ধে নিজেকে ছাপিয়ে গেলেন সিনার ৷ শেষ সেটের প্রথমেই সিনার এগিয়ে গেলেও ফেরার আপ্রাণ চেষ্টা করেছিলেন মেদভেদেভ ৷ যদিও দুরন্ত ফোরহ্যান্ডে ম্যাচ শেষ করে দেন সিনার ৷ কার্যত সেয়ানে সেয়ানে কোলাকুলির শেষে শেষ হাসি হাসলেন তরুণ খেলোয়াড় ৷

অন্যদিকে, মহিলাদের ডাবলসে জিতেছেন সেই সু-য়েই ও এলিস মার্টিন্সের জুটি ৷ জার্মানি ও তাইওয়ানের জুটি হারিয়েছেন জেলেনা ওস্তাপেঙ্কো ও লুডমাইলা কিচেনকের জুটিকে ৷ ফাইনালে 6-1, 7-5 ব্যবধানে জয় তুলে নিয়েছে সেই-মার্টিন্স জুটি ৷ মিক্সড ডাবলসেও বাজিমাত করেছেন সেই সু-য়েই ৷ পোল্যান্ডের জ়্যান জ়িয়েলনস্কিকে সঙ্গী করে হারিয়েছেন নিয়েল স্কুপস্কি ও ডেসিরে ক্রকজিক জুটিকে ৷ ম্যাচের ফল সু-য়েইদের পক্ষে 6-7 (7-5), 6-4, 11-9 ৷

আরও পড়ুন:

  1. বুড়ো হাড়ে ভেলকি, অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাসে বোপান্না
  2. আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে রুপো জয় অনুরাধা দেবীর
  3. গাব্বায় ক্যালিপসোর কামাল, 27 বছর পর ডেরায় ঢুকে অজি 'বধ' ওয়েস্ট ইন্ডিজের
Last Updated : Jan 28, 2024, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.