ETV Bharat / sports

বড় ম্যাচে সমর্থকদের গোলের আশ্বাস ম্যাকলারেনের, রোমাঞ্চ অনুভব করছেন মোলিনা - ISL 2024 25

স্টুয়ার্ট-ম্যাকলারেন জুটিতেই লাল-হলুদ ডিফেন্স ভাঙার চেষ্টায় হোসে মোলিনা ৷ আটচল্লিশ ঘণ্টা আগে সমর্থকদের গোলর আশ্বাসও দিলেন অজি বিশ্বকাপার ৷

JAMIE MACLAREN AND GREG STEWART
শনিবারও কি দেখা যাবে এই ছবি ? (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 18, 2024, 2:46 PM IST

কলকাতা, 18 অক্টোবর: মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সিতে গোলের খাতা খুলেছেন ৷ আসন্ন বড় ম্যাচেও সেই গোলের ধারা বজায় রাখবেন ৷ ডার্বির আটচল্লিশ ঘণ্টা আগে সমর্থকদের আশ্বাস করলেন জেমি ম্য়াকলারেন ৷ এদিকে কলকাতায় আগে কোচিং করালেও বাঙালির চিরন্তন ডার্বিতে ডাগ-আউটে বসার সুযোগ হয়নি ৷ এবার সেই সুযোগ হতে চলায় বড় ম্য়াচের আগে রোমাঞ্চ উপভোগ করছেন সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা ৷

বৃহস্পতিবার শ'খানেক সমর্থক উপস্থিত ছিলেন মোহনবাগানের অনুশীলনে। ফুটবলারদের কাছে ডার্বি জয়ের আবদার করলেন তাঁরা। আপুইয়ার জন্মদিন ছিল বৃহস্পতিবার। একটি ফ্যান ক্লাব কেক কেটে বাগান মিডিও'র জন্মদিন পালন করে। সমর্থকদের আবদারে গোলের দাবি পূরণের আশ্বাস দিয়ে গেলেন এ লিগে পাঁচবারের সর্বাধিক গোলস্কোরার ম্য়াকলারেন। গ্রেগ স্টুয়ার্ট এদিন তাঁর ছোট্ট ছেলেকে নিয়ে প্র্যাকটিসে এসেছিলেন। বাবার সঙ্গে বাগান সমর্থকদের উন্মাদনা উপভোগ করলেন জুনিয়র স্টুয়ার্টও।

এদিকে বড় ম্যাচের আগে চোট সমস্যা কাটিয়ে ওঠার পথে মোহনবাগান সুপার জায়ান্ট। আলবার্তো রদ্রিগেজ, সাহাল আব্দুল সামাদ আগেই দলের অনুশীলনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার মূল দলের সঙ্গে প্র্যাকটিস সারলেন আশিক কুরুনিয়ানও। ডার্বিতে রক্ষণ সামলে আক্রমনের ছক কষছেন কোচ হোসে মোলিনা। লাল-হলুদের দুই সাইডব্যাকের দুর্বলতাকে কাজে লাগানোই লক্ষ্য তাঁর। আক্রমণে ম্যাকলারেনের সঙ্গে একটু পিছন থেকে গ্রেগ স্টুয়ার্টকে জুড়ে দিতে চান স্প্য়ানিয়ার্ড।

মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে স্টুয়ার্ট-ম্যাকলারেন জুটি বাজিমাত করেছিল। শনিবারের ডার্বিতেও সেই ভাবনা মোলিনার। জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতোস পরিবর্ত হিসেবে আসবেন। রক্ষণে আলবার্তো, আলড্রেড জুটির সঙ্গে দুই সাইডব্যাক আশিস রাই ও শুভাশিস বসু। রক্ষণ সামলানোর পাশাপাশি দ্রুত লয়ে পাসিং ফুটবলে ইস্টবেঙ্গল ডিফেন্স ভাঙারও ছক কষছেন তিনি। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চার নম্বরে মোহনবাগান সুপার জায়ান্ট। সবমিলিয়ে সমর্থকদের ডার্বি জয়ের আবদার মিটিয়ে পয়েন্ট টেবিলে উপরে ওঠাই লক্ষ্য মোলিনার।

কলকাতা, 18 অক্টোবর: মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সিতে গোলের খাতা খুলেছেন ৷ আসন্ন বড় ম্যাচেও সেই গোলের ধারা বজায় রাখবেন ৷ ডার্বির আটচল্লিশ ঘণ্টা আগে সমর্থকদের আশ্বাস করলেন জেমি ম্য়াকলারেন ৷ এদিকে কলকাতায় আগে কোচিং করালেও বাঙালির চিরন্তন ডার্বিতে ডাগ-আউটে বসার সুযোগ হয়নি ৷ এবার সেই সুযোগ হতে চলায় বড় ম্য়াচের আগে রোমাঞ্চ উপভোগ করছেন সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা ৷

বৃহস্পতিবার শ'খানেক সমর্থক উপস্থিত ছিলেন মোহনবাগানের অনুশীলনে। ফুটবলারদের কাছে ডার্বি জয়ের আবদার করলেন তাঁরা। আপুইয়ার জন্মদিন ছিল বৃহস্পতিবার। একটি ফ্যান ক্লাব কেক কেটে বাগান মিডিও'র জন্মদিন পালন করে। সমর্থকদের আবদারে গোলের দাবি পূরণের আশ্বাস দিয়ে গেলেন এ লিগে পাঁচবারের সর্বাধিক গোলস্কোরার ম্য়াকলারেন। গ্রেগ স্টুয়ার্ট এদিন তাঁর ছোট্ট ছেলেকে নিয়ে প্র্যাকটিসে এসেছিলেন। বাবার সঙ্গে বাগান সমর্থকদের উন্মাদনা উপভোগ করলেন জুনিয়র স্টুয়ার্টও।

এদিকে বড় ম্যাচের আগে চোট সমস্যা কাটিয়ে ওঠার পথে মোহনবাগান সুপার জায়ান্ট। আলবার্তো রদ্রিগেজ, সাহাল আব্দুল সামাদ আগেই দলের অনুশীলনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার মূল দলের সঙ্গে প্র্যাকটিস সারলেন আশিক কুরুনিয়ানও। ডার্বিতে রক্ষণ সামলে আক্রমনের ছক কষছেন কোচ হোসে মোলিনা। লাল-হলুদের দুই সাইডব্যাকের দুর্বলতাকে কাজে লাগানোই লক্ষ্য তাঁর। আক্রমণে ম্যাকলারেনের সঙ্গে একটু পিছন থেকে গ্রেগ স্টুয়ার্টকে জুড়ে দিতে চান স্প্য়ানিয়ার্ড।

মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে স্টুয়ার্ট-ম্যাকলারেন জুটি বাজিমাত করেছিল। শনিবারের ডার্বিতেও সেই ভাবনা মোলিনার। জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতোস পরিবর্ত হিসেবে আসবেন। রক্ষণে আলবার্তো, আলড্রেড জুটির সঙ্গে দুই সাইডব্যাক আশিস রাই ও শুভাশিস বসু। রক্ষণ সামলানোর পাশাপাশি দ্রুত লয়ে পাসিং ফুটবলে ইস্টবেঙ্গল ডিফেন্স ভাঙারও ছক কষছেন তিনি। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চার নম্বরে মোহনবাগান সুপার জায়ান্ট। সবমিলিয়ে সমর্থকদের ডার্বি জয়ের আবদার মিটিয়ে পয়েন্ট টেবিলে উপরে ওঠাই লক্ষ্য মোলিনার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.