ETV Bharat / sports

পুরোটাই স্বপ্নের মতো মনে হচ্ছে, 4 নম্বর লাল-হলুদ জার্সি পরে বললেন আনোয়ার - Anwar Ali Gets EB Jersey - ANWAR ALI GETS EB JERSEY

Anwar Ali Gets EB Jersey: স্পোর্টস-ডে অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের জার্সি পেলেন আনোয়ার আলি ৷ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাত দিয়ে গত কয়েকমাসে বহুল চর্চিত ভারতীয় ডিফেন্ডারের হাতে লাল-হলুদ জার্সি তুলে দেওয়া হল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের তরফে ৷

Anwar Ali Gets EB Jersey
ইস্টবেঙ্গলের 4 নম্বর জার্সি তুলে দেওয়া হল আনোয়ার আলিকে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 14, 2024, 1:31 PM IST

কলকাতা, 14 অগস্ট: এই ধরনের অভ্যর্থনা তিনি আশা করেননি ৷ সমর্থকদের ভালোবাসা দেখেও আপ্লুত ৷ চেষ্টা করবেন ইস্টবেঙ্গল ক্লাবকে সাফল্য এনে দিতে ৷ তবে, তাঁর এখন বলার সময় নয় ৷ ম্যাচে জয় পাওয়ার পরেই কথা বলবেন ৷ ইস্টবেঙ্গলের 4 নম্বর জার্সি পরে এমনটাই জানালেন আনোয়ার আলি ৷ এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সবচেয়ে চর্চিত ও বিতর্কিত নাম ৷

ইস্টবেঙ্গলের 4 নম্বর জার্সি তুলে দেওয়া হল আনোয়ার আলিকে ৷ (ইটিভি ভারত)

মঙ্গলবার স্পোর্টস-ডে অনুষ্ঠানের মঞ্চে ভারতীয় ডিফেন্ডারের হাতে দলের 4 নম্বর জার্সি তুলে দিল ইস্টবেঙ্গল ৷ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর হাতে 4 নম্বর জার্সিটি তুলে দিয়েছেন ৷ মঞ্চে তখন লিয়েন্ডার পেজ-সহ ইস্টবেঙ্গল ক্লাবের পদাধিকারীরা এবং দীপক মণ্ডল উপস্থিত ৷ ইস্টবেঙ্গলের জার্সিতে আশিয়ান জয়ী দীপককে দিয়েই আনোয়ার বরণ শুরু হয় ৷ স্পোর্টস ডে-র অনুষ্ঠান দিনভর চললেও, দিনে সেরা আকর্ষণ ছিল আনোয়ার আলির লাল-হলুদ জার্সিতে আত্মপ্রকাশ ৷

উল্লেখ্য, মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে লোনের চুক্তি বাতিল করে আনোয়ার তাঁর পুরনো ক্লাব দিল্লি এফসি-তে ফিরে যান ৷ সেখান থেকে পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেছেন ভারতীয় এই ডিফেন্ডার ৷ তাঁর এই দলবদল নিয়মের কাঁটাতারে বিদ্ধ ৷ বিষয়টির নিষ্পত্তি হবে চলতি মাসের বাইশ তারিখ ৷ ইতিমধ্যে, আনোয়ার নো- অবজেকশন সার্টিফিকেট পেয়েছেন ফেডারেশন থেকে ৷ তাঁকে ডুরান্ড কাপে খেলানোর জন্য নথিভুক্ত করেছে ইস্টবেঙ্গল ৷ খাতায় কলমে লাল-হলুদের হলেও, বল পায়ে প্র্যাকটিসে নামেননি ৷

তবে, চুক্তি ভেঙে দলবদলের নিয়ম উলঙ্ঘন করেছেন কিনা, তা নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের ত্রিমুখী লড়াই চলছে ৷ এই লড়াইয়ে ফেডারেশন কী রায় দেয় এবং তাতে কতটা শাস্তি ক্লাব বা ফুটবলারকে ভোগ করতে হয় সেটাই দেখার ! সেই শাস্তি নির্বাসন, না-আর্থিক জরিমানা সেটাও দেখার বিষয় ৷ এই অবস্থায় গত দু’দিনের অপেক্ষার পর, ইস্টবেঙ্গলের জার্সিতে আনোয়ারের আত্মপ্রকাশ লাল-হলুদ সমর্থকদের কাছে স্পোর্টস ডে-র উপহার ৷

দিনভর অনুষ্ঠানের সঙ্গেই দুপুরে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ এবং সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয় ৷ সেই মঞ্চে টেনিসের 'হল অব ফেম' পাওয়ার জন্য সম্মানিত হলেন লিয়েন্ডার পেজ ৷ তাঁকে আগেই ভারত গৌরব সম্মানে সম্মানিত করেছিল ইস্টবেঙ্গল ক্লাব ৷ প্রয়াত সচিব দীপক পল্টু দাস মেমোরিয়াল লেকচার দেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৷ অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্যপদ তুলে দেওয়া হল লগ্নিকারী সংস্থার কর্ণধার আদিত্য আগরওয়াল এবং বিভাস আগরওয়ালকে ৷

কলকাতা, 14 অগস্ট: এই ধরনের অভ্যর্থনা তিনি আশা করেননি ৷ সমর্থকদের ভালোবাসা দেখেও আপ্লুত ৷ চেষ্টা করবেন ইস্টবেঙ্গল ক্লাবকে সাফল্য এনে দিতে ৷ তবে, তাঁর এখন বলার সময় নয় ৷ ম্যাচে জয় পাওয়ার পরেই কথা বলবেন ৷ ইস্টবেঙ্গলের 4 নম্বর জার্সি পরে এমনটাই জানালেন আনোয়ার আলি ৷ এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সবচেয়ে চর্চিত ও বিতর্কিত নাম ৷

ইস্টবেঙ্গলের 4 নম্বর জার্সি তুলে দেওয়া হল আনোয়ার আলিকে ৷ (ইটিভি ভারত)

মঙ্গলবার স্পোর্টস-ডে অনুষ্ঠানের মঞ্চে ভারতীয় ডিফেন্ডারের হাতে দলের 4 নম্বর জার্সি তুলে দিল ইস্টবেঙ্গল ৷ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর হাতে 4 নম্বর জার্সিটি তুলে দিয়েছেন ৷ মঞ্চে তখন লিয়েন্ডার পেজ-সহ ইস্টবেঙ্গল ক্লাবের পদাধিকারীরা এবং দীপক মণ্ডল উপস্থিত ৷ ইস্টবেঙ্গলের জার্সিতে আশিয়ান জয়ী দীপককে দিয়েই আনোয়ার বরণ শুরু হয় ৷ স্পোর্টস ডে-র অনুষ্ঠান দিনভর চললেও, দিনে সেরা আকর্ষণ ছিল আনোয়ার আলির লাল-হলুদ জার্সিতে আত্মপ্রকাশ ৷

উল্লেখ্য, মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে লোনের চুক্তি বাতিল করে আনোয়ার তাঁর পুরনো ক্লাব দিল্লি এফসি-তে ফিরে যান ৷ সেখান থেকে পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেছেন ভারতীয় এই ডিফেন্ডার ৷ তাঁর এই দলবদল নিয়মের কাঁটাতারে বিদ্ধ ৷ বিষয়টির নিষ্পত্তি হবে চলতি মাসের বাইশ তারিখ ৷ ইতিমধ্যে, আনোয়ার নো- অবজেকশন সার্টিফিকেট পেয়েছেন ফেডারেশন থেকে ৷ তাঁকে ডুরান্ড কাপে খেলানোর জন্য নথিভুক্ত করেছে ইস্টবেঙ্গল ৷ খাতায় কলমে লাল-হলুদের হলেও, বল পায়ে প্র্যাকটিসে নামেননি ৷

তবে, চুক্তি ভেঙে দলবদলের নিয়ম উলঙ্ঘন করেছেন কিনা, তা নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের ত্রিমুখী লড়াই চলছে ৷ এই লড়াইয়ে ফেডারেশন কী রায় দেয় এবং তাতে কতটা শাস্তি ক্লাব বা ফুটবলারকে ভোগ করতে হয় সেটাই দেখার ! সেই শাস্তি নির্বাসন, না-আর্থিক জরিমানা সেটাও দেখার বিষয় ৷ এই অবস্থায় গত দু’দিনের অপেক্ষার পর, ইস্টবেঙ্গলের জার্সিতে আনোয়ারের আত্মপ্রকাশ লাল-হলুদ সমর্থকদের কাছে স্পোর্টস ডে-র উপহার ৷

দিনভর অনুষ্ঠানের সঙ্গেই দুপুরে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ এবং সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয় ৷ সেই মঞ্চে টেনিসের 'হল অব ফেম' পাওয়ার জন্য সম্মানিত হলেন লিয়েন্ডার পেজ ৷ তাঁকে আগেই ভারত গৌরব সম্মানে সম্মানিত করেছিল ইস্টবেঙ্গল ক্লাব ৷ প্রয়াত সচিব দীপক পল্টু দাস মেমোরিয়াল লেকচার দেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৷ অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্যপদ তুলে দেওয়া হল লগ্নিকারী সংস্থার কর্ণধার আদিত্য আগরওয়াল এবং বিভাস আগরওয়ালকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.