নয়াদিল্লি, 24 মার্চ: 7 এপ্রিলের পর আইপিএলের সূচি এখনও অজানা ৷ তারই মধ্যে প্রকাশ্যে এল আইপিএল সিজন 17-র ফাইনালের সময়সূচি ও আয়োজক শহরের নাম ৷ আগামী 26 মে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আইপিএল ফাইনাল হবে ৷ আইপিএলের পুরনো নিয়ম অনুযায়ী, 2023 সালের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে ফাইনালের আয়োজন হচ্ছে ৷ সংবাদসংস্থা পিটিআই বিসিসিআইয়ের এক সূত্রকে উল্লেখ করে এমনটা জানিয়েছে ৷
তবে, শুধু ফাইনাল নয়, আইপিএল প্লে-অফের ভেন্যুও চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোয়ালিফায়ার ওয়ান ও এলিমিনেটর ম্যাচ আয়োজিত হবে ৷ আর দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা হবে চেন্নাইতে ৷ পিটিআইকে বিসিসিআইয়ের ওই সূত্র জানিয়েছে, "আইপিএল গর্ভনিং কাউন্সিল দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম মেনে গতবারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের আয়োজন করছে ৷ আর এবার সেটা চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ ৷"
বোর্ডের ওই সূত্র জানিয়েছে, বিসিসিআই আইপিএলের বাকি সূচিও তৈরি করে ফেলেছে এবং খুব দ্রুত তা প্রকাশ করা হবে ৷ আইপিএলের পুরো সূচি আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তৈরি করা হয়েছে ৷ উল্লেখ্য, এবছরেই হয়তো শেষবারের মতো ক্রিকেট মাঠে খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে ৷ আর সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস প্লে-অফ ও ফাইনালে উঠতে পারলে, তা চেন্নাইয়ের 'থালা' ফ্যানদের জন্য বাড়তি পাওনা হবে ৷
তবে, আইপিএল সিজন 17 সবে শুরু হয়েছে ৷ আর শুরুতেই টানটান উত্তেজনায় ভরা ম্যাচ উপভোগ করেছেন ক্রিকেট অনুরাগীরা ৷ বিশেষত, ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ ৷ শনিবারের এই ম্যাচ কখনই একদিকে ঝুঁকে থাকেনি ৷ কখনও অরেঞ্জ আর্মি, তো কখনও নাইটদের পাল্লা ভারী ছিল ৷ তবে, শেষ ওভারে হর্ষিত রানার দুরন্ত স্লোয়ার বোলিং কেকেআরকে 4 রানে ম্যাচ জিতিয়েছে ৷ আজ রবিবার দ্বিতীয় ডাবল-হেডার টুর্নামেন্টের ৷ যার প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপারজায়ান্টস ৷ আর দ্বিতীয় ম্যাচে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ৷
আরও পড়ুন: