ETV Bharat / sports

মোতেরায় প্লে-অফস, মহারণ কোথায় ? আইপিএল ফাইনালের দিনক্ষণ ঘোষণা বোর্ডের - IPL Final and Playoffs Schedule - IPL FINAL AND PLAYOFFS SCHEDULE

IPL Final and Play-offs Schedule: লোকসভা নির্বাচনের কারণে 7 এপ্রিল পর্যন্ত আইপিএলের সূচি প্রকাশ করেছিল বিসিসিআই ৷ এখনও প্রায় 80 শতাংশ টুর্নামেন্টের সূচি ঘোষণা করা বাকি রয়েছে ৷ তারই মধ্যে সামনে এল আইপিএল ফাইনালের দিন ও তার আয়োজক শহরের নাম ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 10:43 AM IST

Updated : Mar 24, 2024, 11:33 AM IST

নয়াদিল্লি, 24 মার্চ: 7 এপ্রিলের পর আইপিএলের সূচি এখনও অজানা ৷ তারই মধ্যে প্রকাশ্যে এল আইপিএল সিজন 17-র ফাইনালের সময়সূচি ও আয়োজক শহরের নাম ৷ আগামী 26 মে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আইপিএল ফাইনাল হবে ৷ আইপিএলের পুরনো নিয়ম অনুযায়ী, 2023 সালের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে ফাইনালের আয়োজন হচ্ছে ৷ সংবাদসংস্থা পিটিআই বিসিসিআইয়ের এক সূত্রকে উল্লেখ করে এমনটা জানিয়েছে ৷

তবে, শুধু ফাইনাল নয়, আইপিএল প্লে-অফের ভেন্যুও চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোয়ালিফায়ার ওয়ান ও এলিমিনেটর ম্যাচ আয়োজিত হবে ৷ আর দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা হবে চেন্নাইতে ৷ পিটিআইকে বিসিসিআইয়ের ওই সূত্র জানিয়েছে, "আইপিএল গর্ভনিং কাউন্সিল দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম মেনে গতবারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের আয়োজন করছে ৷ আর এবার সেটা চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ ৷"

বোর্ডের ওই সূত্র জানিয়েছে, বিসিসিআই আইপিএলের বাকি সূচিও তৈরি করে ফেলেছে এবং খুব দ্রুত তা প্রকাশ করা হবে ৷ আইপিএলের পুরো সূচি আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তৈরি করা হয়েছে ৷ উল্লেখ্য, এবছরেই হয়তো শেষবারের মতো ক্রিকেট মাঠে খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে ৷ আর সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস প্লে-অফ ও ফাইনালে উঠতে পারলে, তা চেন্নাইয়ের 'থালা' ফ্যানদের জন্য বাড়তি পাওনা হবে ৷

তবে, আইপিএল সিজন 17 সবে শুরু হয়েছে ৷ আর শুরুতেই টানটান উত্তেজনায় ভরা ম্যাচ উপভোগ করেছেন ক্রিকেট অনুরাগীরা ৷ বিশেষত, ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ ৷ শনিবারের এই ম্যাচ কখনই একদিকে ঝুঁকে থাকেনি ৷ কখনও অরেঞ্জ আর্মি, তো কখনও নাইটদের পাল্লা ভারী ছিল ৷ তবে, শেষ ওভারে হর্ষিত রানার দুরন্ত স্লোয়ার বোলিং কেকেআরকে 4 রানে ম্যাচ জিতিয়েছে ৷ আজ রবিবার দ্বিতীয় ডাবল-হেডার টুর্নামেন্টের ৷ যার প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপারজায়ান্টস ৷ আর দ্বিতীয় ম্যাচে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ৷

আরও পড়ুন:

  1. স্টার্ক-কামিন্সের মঞ্চে উজ্জ্বল রানা-সুয়শ, হায়দরাবাদ 'বধ' করে অভিযান শুরু কলকাতার
  2. বাদশার সামনে বিধ্বংসী দ্রে রাস, লিগের শুরুতেই বেগুনি ঝড় নন্দনকাননে
  3. 'মৃত্যুঞ্জয়ী' ফিরলেন বাইশ গজে, ঋষভকে ব্যাট হাতে দেখে স্ট্যান্ডিং ওভেশন দর্শকদের

নয়াদিল্লি, 24 মার্চ: 7 এপ্রিলের পর আইপিএলের সূচি এখনও অজানা ৷ তারই মধ্যে প্রকাশ্যে এল আইপিএল সিজন 17-র ফাইনালের সময়সূচি ও আয়োজক শহরের নাম ৷ আগামী 26 মে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আইপিএল ফাইনাল হবে ৷ আইপিএলের পুরনো নিয়ম অনুযায়ী, 2023 সালের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে ফাইনালের আয়োজন হচ্ছে ৷ সংবাদসংস্থা পিটিআই বিসিসিআইয়ের এক সূত্রকে উল্লেখ করে এমনটা জানিয়েছে ৷

তবে, শুধু ফাইনাল নয়, আইপিএল প্লে-অফের ভেন্যুও চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোয়ালিফায়ার ওয়ান ও এলিমিনেটর ম্যাচ আয়োজিত হবে ৷ আর দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা হবে চেন্নাইতে ৷ পিটিআইকে বিসিসিআইয়ের ওই সূত্র জানিয়েছে, "আইপিএল গর্ভনিং কাউন্সিল দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম মেনে গতবারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের আয়োজন করছে ৷ আর এবার সেটা চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ ৷"

বোর্ডের ওই সূত্র জানিয়েছে, বিসিসিআই আইপিএলের বাকি সূচিও তৈরি করে ফেলেছে এবং খুব দ্রুত তা প্রকাশ করা হবে ৷ আইপিএলের পুরো সূচি আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তৈরি করা হয়েছে ৷ উল্লেখ্য, এবছরেই হয়তো শেষবারের মতো ক্রিকেট মাঠে খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে ৷ আর সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস প্লে-অফ ও ফাইনালে উঠতে পারলে, তা চেন্নাইয়ের 'থালা' ফ্যানদের জন্য বাড়তি পাওনা হবে ৷

তবে, আইপিএল সিজন 17 সবে শুরু হয়েছে ৷ আর শুরুতেই টানটান উত্তেজনায় ভরা ম্যাচ উপভোগ করেছেন ক্রিকেট অনুরাগীরা ৷ বিশেষত, ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ ৷ শনিবারের এই ম্যাচ কখনই একদিকে ঝুঁকে থাকেনি ৷ কখনও অরেঞ্জ আর্মি, তো কখনও নাইটদের পাল্লা ভারী ছিল ৷ তবে, শেষ ওভারে হর্ষিত রানার দুরন্ত স্লোয়ার বোলিং কেকেআরকে 4 রানে ম্যাচ জিতিয়েছে ৷ আজ রবিবার দ্বিতীয় ডাবল-হেডার টুর্নামেন্টের ৷ যার প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপারজায়ান্টস ৷ আর দ্বিতীয় ম্যাচে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ৷

আরও পড়ুন:

  1. স্টার্ক-কামিন্সের মঞ্চে উজ্জ্বল রানা-সুয়শ, হায়দরাবাদ 'বধ' করে অভিযান শুরু কলকাতার
  2. বাদশার সামনে বিধ্বংসী দ্রে রাস, লিগের শুরুতেই বেগুনি ঝড় নন্দনকাননে
  3. 'মৃত্যুঞ্জয়ী' ফিরলেন বাইশ গজে, ঋষভকে ব্যাট হাতে দেখে স্ট্যান্ডিং ওভেশন দর্শকদের
Last Updated : Mar 24, 2024, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.