ETV Bharat / sports

IPL 2025 মেগা নিলাম ! কোথায় বিনামূল্যে দেখা যাবে জানেন ? - IPL AUCTION 2025 LIVE STREAMING

আগামী বছর মার্চে শুরু হবে আইপিএল ৷ 25 মে অনুষ্টিত হবে ফাইনাল ৷ বোর্ডের আগাম ঘোষণায় আরও জমে গিয়েছে আইপিএল 2025 মেগা নিলাম ৷

IPL 2025 Auction Live Streaming
কোথায় বিনামূল্যে দেখা যাবে IPL 2025 মেগা নিলাম ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 23, 2024, 4:55 PM IST

হায়দরাবাদ, 23 নভেম্বর: জেদ্দায় রবিবার ও সোমবার বসছে আইপিএল 2025 নিলামের আসর ৷ ইতিমধ্যেই আইপিএলের উদ্বোধন ও ফাইনালের দিন জানিয়ে দিয়েছে বোর্ড ৷ শুধু তাই নয়, নজিরবিহীনভাবে আগামী তিনবছরের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে ৷ আগামী বছর মার্চে শুরু হবে আইপিএল ৷ 25 মে অনুষ্টিত হবে ফাইনাল ৷

দু’দিন ব্য়াপী এবার আইপিএলের নিলাম প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল রিয়াধে ৷ যদিও সৌদিতেই নয়া ভেন্যু খুঁজে নিয়েছে বোর্ড ৷ নিলামের জন্য নথিভুক্ত হয়েছেন 1574 জন ক্রিকেটার ৷ জেদ্দার আবাদি আল জোহার এরিনায় বসবে নিলামে উঠবেন বিশ্বের নামীদামি ক্রিকেটাররা ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছিল, 1574 জন ক্রিকেটারের মধ্যে 1165 জন ভারতীয় ক্রিকেটার ও 409 জন বিদেশি ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে ওই দু'দিনে ৷ তবে বিসিসিআই 1574 জন খেলোয়াড়ের প্রাথমিক তালিকা ছাঁটাই করে 574-এ নামিয়ে এনেছে ৷ যার মধ্যে 366 জন ভারতীয় এবং 208 জন বিদেশি । 48 জন ক্যাপড ভারতীয় এবং 193 জন ক্যাপড বিদেশি খেলোয়াড়।

প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক 25 জন করে ক্রিকেটার স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে ৷ সেক্ষেত্রে রিটেনড প্লেয়ারদের তালিকা বাদ দিলে সবক'টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে 204টি স্লটের জন্য দু'দিনের মেগা নিলাম চলবে সৌদির জেদ্দা শহরে ৷ ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, আর্শদীপ সিং... 24-25 নভেম্বর একাধিক তারকার ভাগ্য নির্ধারণ ৷ ‘মেন ইন ব্লু’কে বিশ্বকাপ দেওয়া ক্রিকেটারদের পাশাপাশি নিলামে উঠবে 13 বছর বয়সি দেশের অনূর্ধ্ব-19 ক্রিকেটার বৈভব সূর্যবংশীও ৷

আইপিএল 2025 নিলামে সাত ভারতীয় তারকা মার্কি সেটে রয়েছেন । এই 7 খেলোয়াড় হলেন ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিং ।

  • কার পার্সে কত টাকা রয়েছে ?
  • টিম ও টাকার অঙ্ক
  • আরটিএম (RTM) কার্ড
মুম্বই ইন্ডিয়ান্স ₹ 45 কোটি 1 (1 আনক্যাপড)
চেন্নাই সুপার কিংস ₹55 কোটি1 (1 আনক্যাপড/1 ক্যাপড)
কলকাতা নাইট রাইডার্স ₹51 কোটি0
দিল্লি ক্যাপিটালস ₹73 কোটি2 (1 আনক্যাপড/2 ক্যাপড)
গুজরাট টাইটানস ₹69 কোটি1 (1 ক্যাপড)
লখনউ সুপার জায়ান্টস ₹69 কোটি1 (1 ক্যাপড)
পাঞ্জাব কিংস ₹ 110.5 কোটি 4 (4 ক্যাপড)
রাজস্থান রয়্যালস ₹ 41 কোটি 0
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ₹ 83 কোটি 3 (1 আনক্যাপড/3 ক্যাপড)
সানরাইজার্স হায়দ্রাবাদ ₹ 45 কোটি 1 (1 আনক্যাপড)
কখন দেখা যাবে নিলাম ?

জেদ্দায় 24 ও 25 নভেম্বর বসবে আইপিএল নিলামের আসর ৷ সরাসরি নিলাম দেখা যাবে ভারতীয় সময় দুপুর 2.30 থেকে (স্থানীয় সময় দুপুর 12.30) ৷

কোথায় দেখবেন IPL 2025 নিলাম ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025 নিলামের লাইভ স্ট্রিমিং JioCinema দেখানো হবে । এছাড়াও আইপিএল 2025 নিলাম সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস চ্যানেলে ৷

নিলাম দেখা যাবে স্টার স্পোর্টস 2, স্টার স্পোর্টস 2 এইচডি, স্টার স্পোর্টস 3, স্টার স্পোর্টস সিলেক্ট 2 এইচডি, স্টার স্পোর্টস ফার্স্ট, স্টার স্পোর্টস 1, স্টার স্পোর্টস 1 এইচডি, স্টার স্পোর্টস 1 এইচডি হিন্দি, স্টার স্পোর্টস 1 এইচডি তামিল, স্টার স্পোর্টস 1 এইচডি তেলেগু এবং স্টার স্পোর্টস 1 ভারতে কন্নড় টিভি চ্যানেলে।

আরও পড়ুন

হায়দরাবাদ, 23 নভেম্বর: জেদ্দায় রবিবার ও সোমবার বসছে আইপিএল 2025 নিলামের আসর ৷ ইতিমধ্যেই আইপিএলের উদ্বোধন ও ফাইনালের দিন জানিয়ে দিয়েছে বোর্ড ৷ শুধু তাই নয়, নজিরবিহীনভাবে আগামী তিনবছরের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে ৷ আগামী বছর মার্চে শুরু হবে আইপিএল ৷ 25 মে অনুষ্টিত হবে ফাইনাল ৷

দু’দিন ব্য়াপী এবার আইপিএলের নিলাম প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল রিয়াধে ৷ যদিও সৌদিতেই নয়া ভেন্যু খুঁজে নিয়েছে বোর্ড ৷ নিলামের জন্য নথিভুক্ত হয়েছেন 1574 জন ক্রিকেটার ৷ জেদ্দার আবাদি আল জোহার এরিনায় বসবে নিলামে উঠবেন বিশ্বের নামীদামি ক্রিকেটাররা ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছিল, 1574 জন ক্রিকেটারের মধ্যে 1165 জন ভারতীয় ক্রিকেটার ও 409 জন বিদেশি ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে ওই দু'দিনে ৷ তবে বিসিসিআই 1574 জন খেলোয়াড়ের প্রাথমিক তালিকা ছাঁটাই করে 574-এ নামিয়ে এনেছে ৷ যার মধ্যে 366 জন ভারতীয় এবং 208 জন বিদেশি । 48 জন ক্যাপড ভারতীয় এবং 193 জন ক্যাপড বিদেশি খেলোয়াড়।

প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক 25 জন করে ক্রিকেটার স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে ৷ সেক্ষেত্রে রিটেনড প্লেয়ারদের তালিকা বাদ দিলে সবক'টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে 204টি স্লটের জন্য দু'দিনের মেগা নিলাম চলবে সৌদির জেদ্দা শহরে ৷ ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, আর্শদীপ সিং... 24-25 নভেম্বর একাধিক তারকার ভাগ্য নির্ধারণ ৷ ‘মেন ইন ব্লু’কে বিশ্বকাপ দেওয়া ক্রিকেটারদের পাশাপাশি নিলামে উঠবে 13 বছর বয়সি দেশের অনূর্ধ্ব-19 ক্রিকেটার বৈভব সূর্যবংশীও ৷

আইপিএল 2025 নিলামে সাত ভারতীয় তারকা মার্কি সেটে রয়েছেন । এই 7 খেলোয়াড় হলেন ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিং ।

  • কার পার্সে কত টাকা রয়েছে ?
  • টিম ও টাকার অঙ্ক
  • আরটিএম (RTM) কার্ড
মুম্বই ইন্ডিয়ান্স ₹ 45 কোটি 1 (1 আনক্যাপড)
চেন্নাই সুপার কিংস ₹55 কোটি1 (1 আনক্যাপড/1 ক্যাপড)
কলকাতা নাইট রাইডার্স ₹51 কোটি0
দিল্লি ক্যাপিটালস ₹73 কোটি2 (1 আনক্যাপড/2 ক্যাপড)
গুজরাট টাইটানস ₹69 কোটি1 (1 ক্যাপড)
লখনউ সুপার জায়ান্টস ₹69 কোটি1 (1 ক্যাপড)
পাঞ্জাব কিংস ₹ 110.5 কোটি 4 (4 ক্যাপড)
রাজস্থান রয়্যালস ₹ 41 কোটি 0
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ₹ 83 কোটি 3 (1 আনক্যাপড/3 ক্যাপড)
সানরাইজার্স হায়দ্রাবাদ ₹ 45 কোটি 1 (1 আনক্যাপড)
কখন দেখা যাবে নিলাম ?

জেদ্দায় 24 ও 25 নভেম্বর বসবে আইপিএল নিলামের আসর ৷ সরাসরি নিলাম দেখা যাবে ভারতীয় সময় দুপুর 2.30 থেকে (স্থানীয় সময় দুপুর 12.30) ৷

কোথায় দেখবেন IPL 2025 নিলাম ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025 নিলামের লাইভ স্ট্রিমিং JioCinema দেখানো হবে । এছাড়াও আইপিএল 2025 নিলাম সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস চ্যানেলে ৷

নিলাম দেখা যাবে স্টার স্পোর্টস 2, স্টার স্পোর্টস 2 এইচডি, স্টার স্পোর্টস 3, স্টার স্পোর্টস সিলেক্ট 2 এইচডি, স্টার স্পোর্টস ফার্স্ট, স্টার স্পোর্টস 1, স্টার স্পোর্টস 1 এইচডি, স্টার স্পোর্টস 1 এইচডি হিন্দি, স্টার স্পোর্টস 1 এইচডি তামিল, স্টার স্পোর্টস 1 এইচডি তেলেগু এবং স্টার স্পোর্টস 1 ভারতে কন্নড় টিভি চ্যানেলে।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.