কলকাতা, 30 এপ্রিল: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চলতি আইপিএলে দ্বিতীয়বার জরিমানার মুখে নাইট পেসার হর্ষিত রানা ৷ জরিমানার পাশাপাশি একটি ম্যাচ নাইট পেসারকে সাসপেন্ডও করা হয়েছে ৷ ফলত 3 মে অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না চলতি আইপিএলে এখনও পর্যন্ত 11টি উইকেটের মালিক ৷
আইপিএলের তরফে জানানো হয়েছে, টুর্নামেন্টের আচরণবিধি লঙ্ঘন করেছেন নাইট পেসার ৷ সোমবার ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট রাইডার্স ৷ সেই ম্যাচে দিল্লি ব্যাটার অভিষেক পোড়েলকে আউট করে 'সেন্ড-অফ' দেখান হর্ষিত ৷ যে অভিব্যক্তি মোটেই ভালোভাবে নেয়নি কোটিপতি লিগের নিয়ামক সংস্থা ৷ যদিও বিবৃতিতে শাস্তি বা জরিমানার নির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি আইপিএলের তরফে ৷
কোটিপতি লিগের আচরণবিধির আর্টিকল 2.5-এর লেভেল 1 ধারায় নাইট পেসারকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ যদিও রানার এই জরিমানার মুখে পড়ার বিষয়টি চলতি আইপিএলে প্রথমবার নয় ৷ গত মাসে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচেও অনভিপ্রেত অঙ্গভঙ্গির কারণে ম্যাচ ফি'র 60 শতাংশ কাটা গিয়েছিল দিল্লি ক্রিকেটারের ৷ সেবার হায়দরাবাদ ওপেনার ময়াঙ্ক আগরওয়ালকে আউট করে চুম্বন ছু়ড়েছিলেন রানা ৷ যদিও সেবার সাসপেনশনের মুখে পড়তে হয়নি তাঁকে ৷
চলতি আইপিএলে এমনিতে দুরন্ত ছন্দে রয়েছেন হর্ষিত ৷ সামগ্রিকভাবে দলের বোলিং পারফরম্যান্স সমালোচিত হলেও 11 উইকেট নিয়ে সুনীল নারিনের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি হর্ষিত ৷ সোমবার দিল্লির বিরুদ্ধেও সাত উইকেটে জয়ের ম্যাচে 28 রানে 2 উইকেট তুলে নেন তিনি ৷ এমতাবস্থায় ওয়াংখেড়েতে শুক্রবার রোহিতদের বিরুদ্ধে হর্ষিতকে না-পাওয়া পার্পল ব্রিগেডের জন্য নিঃসন্দেহে ধাক্কা ৷
আরও পড়ুন: