ETV Bharat / sports

14 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই, চলতি আইপিএলে প্রথম হার নাইটদের - IPL 2024 - IPL 2024

CSK vs KKR: জয়ের হ্যাটট্রিকের পরে হারের মুখোমুখি নাইটরা। সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স 9 উইকেটে 137 রানে তোলে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট এবং বল হাতে ব্যর্থতাই আজকের ম্যাচ জিততে দিল না নাইটদের৷

CSK vs KKR
16 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই, নাইটদের হারাল 7 উইকেটে
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 11:07 PM IST

Updated : Apr 9, 2024, 7:55 AM IST

চেন্নাই, 8 এপ্রিল: আইপিএলের ইতিহাসে প্রথমবার জয়ের হ্যাটট্রিক করে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ সোমবারের চিপকে ম্যাচ জিতে চারে চার করে লিগ শীর্ষে থাকার লক্ষ্য নিয়ে নেমে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস-এর বোলিংয়ের সামনে 9 উইকেট হারিয়ে 20 ওভারে 137 রানেই গুটিয়ে যায় নাইট বাহিনী ৷ আর তার জেরেই হারতে হল কলকাতাকে।

অন্যদিকে, টানা দু'ম্যাচে হারের পরে জয়ের সরণিতে প্রত্যাবর্তন চেন্নাই সুপার কিংসের। চিপক স্টেডিয়ামে নিয়ন্ত্রিত বোলিংয়ে নাইট ব্যাটারদের কম রানে বেধে ফেলার পর চেন্নাই ব্যাটাররা অনায়াসে জয়ের কড়ি গুছিয়ে নিলেন। আট উইকেটে দলের সহজ জয়ে নেতৃত্ব দিলেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়৷

নেতৃত্বের ব্যাটন মহেন্দ্র সিং ধোনির হাত থেকে নেওয়ার পরে ঋতুরাজ ছন্দে ফিরতে পারছিলেন না। সোমবার নাইট ম্যাচকেই প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিলেন তিনি। রাচিন রবীন্দ্র 15 রান এবং ডারেল মিচেল 25 রান করে ফিরে যাওয়ার পর মনে হয়েছিল হয়তো লড়াই হবে। কম রানের পুঁজি নিয়ে খেলতে নেমে ক্যাচ মিস করা যেমন বিলাসিতা তেমনই সঠিক লাইন লেংন্থে বল করতে না পারা অপরাধ। কিন্তু দুটোই নাইটরা করেছে।

এরসঙ্গে শ্রেয়স আইয়ারের বোধবুদ্ধিশূন্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলতে হবে। ফলে প্রতিপক্ষের পরিকল্পনাহীন ক্রিকেটের ফায়দা চেন্নাই যে তুলবে তাতে আশ্চর্য কি। ঋতুরাজ গাইকোয়াড় ফায়দা তুলতে ভুল করেননি। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন শিবম দুবে। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে 28 রানে আউট হলেন শিভম দুবে৷ শিভম আউট হতেই মাঠে নামলেন ধোনি৷ যাকে দেখার প্রত্যাশায় ছিল চিপক৷ তবে তিনি খেললেন মাত্র একটাই বল৷ অধিনায়ক ঋতুরাজ থাকলেন 62 রানে অপরাজিত। বল বাকি থাকতে সহজ জয় তুলে নিয়ে ফের হলুদ ঝড় চিপকে।

নাইট ব্যাটিং তাণ্ডব মুখ থুবড়ে পড়ল চতুর্থ ম্যাচে। চলতি আইপিএলে সবচেয়ে কম রানের ইনিংস নাইটদের। সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স নয় উইকেটে 137 রানে শেষ। গত তিনটে ম্যাচে যেখানে নাইট ব্যাটাররা প্রথম বল থেকে পঞ্চম গিয়ারে ব্যাট করেছেন সেখানে চিপক স্টেডিয়ামে শুরুটাই বড় ধাক্কা খেয়ে। স্কোরবোর্ডে রান ওঠার আগেই ফিরে যান ফিল সল্ট।

প্রতিপক্ষের মুখে নুন ছেটানোর আগেই নোনতা স্বাদ নাইটদের জিভে। প্রতিকুল পরিস্থিতি সুনীল নারাইন কেকেআর এর মধুসূদন দাদা। আশা জাগিয়ে শুরু করেও ঝড় তুলতে পারলেন না ক্যারিবিয়ান ব্যাটার। 20 বলে তাঁর 27 রানের ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও দুটো বিশাল ছয়। ইনিংস শেষ হল রবীন্দ্র জাদেজার বলে থেকসানার হাতে ধরা পড়ে। ইনিংসের প্রথম বলে সল্ট আউট হয়ে চলে যাওয়ার পরে সুনীল নারিনের সঙ্গে জুটি বেধে ইনিংস গড়ছিলেন অঙ্গকৃষ রঘুবংশী। যে বলের যা প্রাপ্য তা বুঝিয়ে এই জুটি প্রথম ছয় ওভারে 56 রান তোলে।

এই সময় মনে হচ্ছিল হয়তো নাইটরা শুরুর ঝটকা সরিয়ে বড় ইনিংস গড়বে। কারণ, সুনীল নারিন তাঁর নিজস্ব ছন্দে ডানা মেলতে শুরু করেছিলেন। তাঁকে যোগ্য সঙ্গত ছিল অঙ্গকৃষ্ণের। কিন্তু রবীন্দ্র জাদেজার কাছে 18 বলে 24 রান করে নারিন ফিরে যেতেই কেকেআর অনেকটা তাসের ঘরের মত ভেঙে পড়ে। সাত নম্বর ওভারের প্রথম বলে অঙ্গকৃষ্ণকে ফেরানোর পরে পাঁচ নম্বর বলে সুনীল নারিনকে আউট করেন জাদেজা।

ছয় বলের মধ্যে জোড়া ধাক্কা নাইটদের বেকায়দায় ফেলে দেয়। এরপর যারা এলেন তারা চেন্নাইয়ের বোলিং সামলাতে পারেননি। বিশেষ করে রবীন্দ্র জাদেজা এবং মাহিষ থিকসানার ঘুর্নির সামনে নাইট মিডল অর্ডার আত্মসমর্পন করে। ভেঙ্কটেশ আইয়ার (3), রামনদীপ সিং(13), রিঙ্কু সিং(3),আন্দ্রে রাসেল (10) রান করে ফিরে যান।

মিডল অর্ডারের এই ব্যর্থতার ধাক্কা সামলানো কেকেআর এর পক্ষে সামলানো সম্ভব হয়নি। অধিনায়ক শ্রেয়স আইয়ার দলে রয়েছেন। কিন্তু তাঁর পারফরম্যান্স টি টোয়েন্টি ক্রিকেটের পক্ষে মানানসই নয়। তিন নম্বরে ব্যাট করতে নেমে 32 বলে 34 রান করলেন তিনটি বাউণ্ডারির সহায়তায়। টি টোয়েন্টি যেখানে ঝোড়ো পারফরম্যান্সের মঞ্চ সেখানে নাইট অধিনায়ক সাদা কালো যুগের ওয়ান ডে ক্রিকেটের মেজাজে ব্যাট করছেন। নাইট সংসারে ব্যর্থতার আরেকটি নাম মিচেল স্টার্ক। আইপিএলের 24 কোটির বোলার বল এবং ব্যাট হাতে ব্যর্থ। ব্যাট হাতে শূন্য করার পরে বল হাতে দুই ওভারে 19 রান দিলেন।

আরও পড়ুন:

  1. যশের দাপটে ইতি শুভমনের গুজরাতের, 33 রানে জয়ে লিগ টেবিলে তিনে উঠল লখনউ

চেন্নাই, 8 এপ্রিল: আইপিএলের ইতিহাসে প্রথমবার জয়ের হ্যাটট্রিক করে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ সোমবারের চিপকে ম্যাচ জিতে চারে চার করে লিগ শীর্ষে থাকার লক্ষ্য নিয়ে নেমে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস-এর বোলিংয়ের সামনে 9 উইকেট হারিয়ে 20 ওভারে 137 রানেই গুটিয়ে যায় নাইট বাহিনী ৷ আর তার জেরেই হারতে হল কলকাতাকে।

অন্যদিকে, টানা দু'ম্যাচে হারের পরে জয়ের সরণিতে প্রত্যাবর্তন চেন্নাই সুপার কিংসের। চিপক স্টেডিয়ামে নিয়ন্ত্রিত বোলিংয়ে নাইট ব্যাটারদের কম রানে বেধে ফেলার পর চেন্নাই ব্যাটাররা অনায়াসে জয়ের কড়ি গুছিয়ে নিলেন। আট উইকেটে দলের সহজ জয়ে নেতৃত্ব দিলেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়৷

নেতৃত্বের ব্যাটন মহেন্দ্র সিং ধোনির হাত থেকে নেওয়ার পরে ঋতুরাজ ছন্দে ফিরতে পারছিলেন না। সোমবার নাইট ম্যাচকেই প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিলেন তিনি। রাচিন রবীন্দ্র 15 রান এবং ডারেল মিচেল 25 রান করে ফিরে যাওয়ার পর মনে হয়েছিল হয়তো লড়াই হবে। কম রানের পুঁজি নিয়ে খেলতে নেমে ক্যাচ মিস করা যেমন বিলাসিতা তেমনই সঠিক লাইন লেংন্থে বল করতে না পারা অপরাধ। কিন্তু দুটোই নাইটরা করেছে।

এরসঙ্গে শ্রেয়স আইয়ারের বোধবুদ্ধিশূন্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলতে হবে। ফলে প্রতিপক্ষের পরিকল্পনাহীন ক্রিকেটের ফায়দা চেন্নাই যে তুলবে তাতে আশ্চর্য কি। ঋতুরাজ গাইকোয়াড় ফায়দা তুলতে ভুল করেননি। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন শিবম দুবে। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে 28 রানে আউট হলেন শিভম দুবে৷ শিভম আউট হতেই মাঠে নামলেন ধোনি৷ যাকে দেখার প্রত্যাশায় ছিল চিপক৷ তবে তিনি খেললেন মাত্র একটাই বল৷ অধিনায়ক ঋতুরাজ থাকলেন 62 রানে অপরাজিত। বল বাকি থাকতে সহজ জয় তুলে নিয়ে ফের হলুদ ঝড় চিপকে।

নাইট ব্যাটিং তাণ্ডব মুখ থুবড়ে পড়ল চতুর্থ ম্যাচে। চলতি আইপিএলে সবচেয়ে কম রানের ইনিংস নাইটদের। সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স নয় উইকেটে 137 রানে শেষ। গত তিনটে ম্যাচে যেখানে নাইট ব্যাটাররা প্রথম বল থেকে পঞ্চম গিয়ারে ব্যাট করেছেন সেখানে চিপক স্টেডিয়ামে শুরুটাই বড় ধাক্কা খেয়ে। স্কোরবোর্ডে রান ওঠার আগেই ফিরে যান ফিল সল্ট।

প্রতিপক্ষের মুখে নুন ছেটানোর আগেই নোনতা স্বাদ নাইটদের জিভে। প্রতিকুল পরিস্থিতি সুনীল নারাইন কেকেআর এর মধুসূদন দাদা। আশা জাগিয়ে শুরু করেও ঝড় তুলতে পারলেন না ক্যারিবিয়ান ব্যাটার। 20 বলে তাঁর 27 রানের ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও দুটো বিশাল ছয়। ইনিংস শেষ হল রবীন্দ্র জাদেজার বলে থেকসানার হাতে ধরা পড়ে। ইনিংসের প্রথম বলে সল্ট আউট হয়ে চলে যাওয়ার পরে সুনীল নারিনের সঙ্গে জুটি বেধে ইনিংস গড়ছিলেন অঙ্গকৃষ রঘুবংশী। যে বলের যা প্রাপ্য তা বুঝিয়ে এই জুটি প্রথম ছয় ওভারে 56 রান তোলে।

এই সময় মনে হচ্ছিল হয়তো নাইটরা শুরুর ঝটকা সরিয়ে বড় ইনিংস গড়বে। কারণ, সুনীল নারিন তাঁর নিজস্ব ছন্দে ডানা মেলতে শুরু করেছিলেন। তাঁকে যোগ্য সঙ্গত ছিল অঙ্গকৃষ্ণের। কিন্তু রবীন্দ্র জাদেজার কাছে 18 বলে 24 রান করে নারিন ফিরে যেতেই কেকেআর অনেকটা তাসের ঘরের মত ভেঙে পড়ে। সাত নম্বর ওভারের প্রথম বলে অঙ্গকৃষ্ণকে ফেরানোর পরে পাঁচ নম্বর বলে সুনীল নারিনকে আউট করেন জাদেজা।

ছয় বলের মধ্যে জোড়া ধাক্কা নাইটদের বেকায়দায় ফেলে দেয়। এরপর যারা এলেন তারা চেন্নাইয়ের বোলিং সামলাতে পারেননি। বিশেষ করে রবীন্দ্র জাদেজা এবং মাহিষ থিকসানার ঘুর্নির সামনে নাইট মিডল অর্ডার আত্মসমর্পন করে। ভেঙ্কটেশ আইয়ার (3), রামনদীপ সিং(13), রিঙ্কু সিং(3),আন্দ্রে রাসেল (10) রান করে ফিরে যান।

মিডল অর্ডারের এই ব্যর্থতার ধাক্কা সামলানো কেকেআর এর পক্ষে সামলানো সম্ভব হয়নি। অধিনায়ক শ্রেয়স আইয়ার দলে রয়েছেন। কিন্তু তাঁর পারফরম্যান্স টি টোয়েন্টি ক্রিকেটের পক্ষে মানানসই নয়। তিন নম্বরে ব্যাট করতে নেমে 32 বলে 34 রান করলেন তিনটি বাউণ্ডারির সহায়তায়। টি টোয়েন্টি যেখানে ঝোড়ো পারফরম্যান্সের মঞ্চ সেখানে নাইট অধিনায়ক সাদা কালো যুগের ওয়ান ডে ক্রিকেটের মেজাজে ব্যাট করছেন। নাইট সংসারে ব্যর্থতার আরেকটি নাম মিচেল স্টার্ক। আইপিএলের 24 কোটির বোলার বল এবং ব্যাট হাতে ব্যর্থ। ব্যাট হাতে শূন্য করার পরে বল হাতে দুই ওভারে 19 রান দিলেন।

আরও পড়ুন:

  1. যশের দাপটে ইতি শুভমনের গুজরাতের, 33 রানে জয়ে লিগ টেবিলে তিনে উঠল লখনউ
Last Updated : Apr 9, 2024, 7:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.