ETV Bharat / sports

পাসপোর্টে লেখা আছে ‘মহিলা’ ! বক্সিং বিতর্কে সাফাই অলিম্পিক্স কমিটির - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Imane Khelif Controversy: যত বিতর্ক অলিম্পিকে ! রিংয়ে প্রতিদ্বন্দ্বী ‘পুরুষ’, বিস্ফোরক অভিযোগ তুলে 46 সেকেন্ডেই ম্যাচ ছাড়েন ইতালির অ্যাঞ্জেলা কারিনি ৷ তারপরেই ইমানে খেলিফ বিতর্কে মুখ খুলল অলিম্পিক্স কমিটি ৷

Imane Khelif
ইমানে খেলিফ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 2, 2024, 4:35 PM IST

প্যারিস, 2 অগস্ট: প্রত্যেকের পাসপোর্টে লেখা তাঁরা ‘মহিলা’ ৷ ফলে তাঁদের সেই বিভাগেই দেওয়া হয়েছে ৷ এছাড়াও মহিলাদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে যে যোগ্যতা থাকা প্রয়োজন, তাঁরা সেগুলি স্বাভাবিকভাবেই উৎরে গিয়েছেন ৷ ইমানে খেলিফ বিতর্কে এমনটাই জানালেন আইওসি (International Olympic Committee) মুখপাত্র মার্ক অ্যাডামস ৷

প্যারিস অলিম্পিক্সে বিতর্ক শুরু হয়েছে মহিলাদের 66 কেজি’র ‘রাউন্ড অফ 16’-ম্যাচ নিয়ে ৷ মুখোমুখি হয়েছিলেন ইতালির অ্যাঞ্জেলা কারিনি ও আলজেরিয়ার ইমানে খেলিফ ৷ জোরালো ঘুষি খেয়ে 46 সেকেন্ডেই কোর্ট ছেড়ে বেরিয়ে যান কারিনি ৷ অভিযোগ করেন, খেলিফ আসলে ‘পুরুষ’ ৷ এত জোরে ঘুষি কোনও মহিলা মারতে পারেন না ৷ কাঁদতে কাঁদতে রিং ছাড়েন ইতালির বক্সার ৷

কারিনির কথায়, নিজের জীবন বাঁচাতে বাধ্য হয়ে রিং ছেড়েছেন তিনি ৷ ঘটনায় সোশাল মিডিয়া জুড়ে বিতর্কের ঝড় উঠেছেন ৷ কড়া নিন্দা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, হ্যারি পটারের স্রষ্ঠা জেকে রাউলিং ৷

2022 বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছিলেন অপেশাদার বক্সার খেলিফ ৷ ফাইনালের আগে তাঁকে অযোগ্য ঘোষণা করে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি ৷ কারণ, খেলিফের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা যথেষ্ট বেশি ছিল ৷ অর্থাৎ, নিজেকে মহিলা বলে প্রমাণ করতে পারেননি আলজেরিয়ার বক্সার ৷ 2023 বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও বাদ পড়েন খেলিফ ৷ ফলে প্যারিস অলিম্পিক্সে তাঁর যোগদানে বিতর্ক শুরু হয়েছে ৷

আলজেরিয়ান অলিম্পিক কমিটি অবশ্য খলিফকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাদ দেওয়ার বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছিল ৷ তারা জানিয়েছিল, 'চিকিৎসা ও কিছু ওষুধের কারণে' তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল । যদিও আলজেরিয়ার বিভিন্ন মিডিয়া রিপোর্টে সরাসরি জানিয়েছিল, টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকায় খেলিফকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল ।

যাঁকে ঘিরে যাবতীয় বিতর্ক, সেই খেলিফ পূর্বে এই জাতীয় ঘটনায় ষড়যন্ত্রে দেখেছেন ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে বাদ পড়ে বলেছিলেন, ‘‘কিছু দেশ আছে যারা আলজেরিয়া সোনার পদক জিতুক তা চায়নি । এটি একটি ষড়যন্ত্র, আমরা এতে চুপ থাকব না ।’’

প্যারিস, 2 অগস্ট: প্রত্যেকের পাসপোর্টে লেখা তাঁরা ‘মহিলা’ ৷ ফলে তাঁদের সেই বিভাগেই দেওয়া হয়েছে ৷ এছাড়াও মহিলাদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে যে যোগ্যতা থাকা প্রয়োজন, তাঁরা সেগুলি স্বাভাবিকভাবেই উৎরে গিয়েছেন ৷ ইমানে খেলিফ বিতর্কে এমনটাই জানালেন আইওসি (International Olympic Committee) মুখপাত্র মার্ক অ্যাডামস ৷

প্যারিস অলিম্পিক্সে বিতর্ক শুরু হয়েছে মহিলাদের 66 কেজি’র ‘রাউন্ড অফ 16’-ম্যাচ নিয়ে ৷ মুখোমুখি হয়েছিলেন ইতালির অ্যাঞ্জেলা কারিনি ও আলজেরিয়ার ইমানে খেলিফ ৷ জোরালো ঘুষি খেয়ে 46 সেকেন্ডেই কোর্ট ছেড়ে বেরিয়ে যান কারিনি ৷ অভিযোগ করেন, খেলিফ আসলে ‘পুরুষ’ ৷ এত জোরে ঘুষি কোনও মহিলা মারতে পারেন না ৷ কাঁদতে কাঁদতে রিং ছাড়েন ইতালির বক্সার ৷

কারিনির কথায়, নিজের জীবন বাঁচাতে বাধ্য হয়ে রিং ছেড়েছেন তিনি ৷ ঘটনায় সোশাল মিডিয়া জুড়ে বিতর্কের ঝড় উঠেছেন ৷ কড়া নিন্দা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, হ্যারি পটারের স্রষ্ঠা জেকে রাউলিং ৷

2022 বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছিলেন অপেশাদার বক্সার খেলিফ ৷ ফাইনালের আগে তাঁকে অযোগ্য ঘোষণা করে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি ৷ কারণ, খেলিফের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা যথেষ্ট বেশি ছিল ৷ অর্থাৎ, নিজেকে মহিলা বলে প্রমাণ করতে পারেননি আলজেরিয়ার বক্সার ৷ 2023 বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও বাদ পড়েন খেলিফ ৷ ফলে প্যারিস অলিম্পিক্সে তাঁর যোগদানে বিতর্ক শুরু হয়েছে ৷

আলজেরিয়ান অলিম্পিক কমিটি অবশ্য খলিফকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাদ দেওয়ার বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছিল ৷ তারা জানিয়েছিল, 'চিকিৎসা ও কিছু ওষুধের কারণে' তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল । যদিও আলজেরিয়ার বিভিন্ন মিডিয়া রিপোর্টে সরাসরি জানিয়েছিল, টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকায় খেলিফকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল ।

যাঁকে ঘিরে যাবতীয় বিতর্ক, সেই খেলিফ পূর্বে এই জাতীয় ঘটনায় ষড়যন্ত্রে দেখেছেন ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে বাদ পড়ে বলেছিলেন, ‘‘কিছু দেশ আছে যারা আলজেরিয়া সোনার পদক জিতুক তা চায়নি । এটি একটি ষড়যন্ত্র, আমরা এতে চুপ থাকব না ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.