বেঙ্গালুরু, 26 এপ্রিল: ভোট দিলেন রাহুল দ্রাবিড় ৷ ‘মেন ইন ব্লু’র হেডস্যর কর্ণাটকের মাল্লেশরম কেন্দ্রের বাসিন্দা ৷ বেলা গড়াতেই ভোটের লাইনে দেখা মিলল তাঁর ৷ প্রায় প্রতি কেন্দ্রেই সকাল থেকে দীর্ঘ লাইন পড়েছে ৷ দেশের প্রাক্তন অধিনায়কই শুধু নন, বর্তমানে ক্রিকেট দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন দ্রাবিড় ৷ যদিও কোনও ‘বিশেষ ব্যবস্থা’ নয়, দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করেই ভোট দিলেন তিনি ৷
একই সঙ্গে, প্রত্যেককে ভোটদানের জন্য আবেদনও জানিয়েছেন দ্রাবিড় ৷ এদিন ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হন টিম ইন্ডিয়ার হেডস্যর ৷ দ্রাবিড় বলেন, ‘‘ভোট দিয়েছি ৷ খুব সহজেই সবকিছু হয়েছে ৷ কোথাও কোনও সমস্যা চোখে পড়েনি ৷ প্রত্যেকের ভোটদানের অধিকার পূরণ করা দরকার ৷ সুস্থ গণতন্ত্র গড়ে তোলার জন্য নির্বাচনে অংশ নেওয়া অত্যন্ত জরুরি ৷''
দ্রাবিড় আরও বলেন, সিলিকন ভ্যালিতে এবার বড় সংখ্যায় ভোটদান হবে বলে আশা করছেন তিনি । ‘দ্য ওয়াল’ বলেন, “আমি বেঙ্গালুরুতে এবার আরও বেশি ভোটারের প্রত্যাশা করছি । এখনে বড় সংখ্যায় প্রথম ভোটার রয়েছে ৷ প্রত্যেককে অবশ্যই তাঁদের প্রয়োগ ব্যবহার করতে হবে ।’’ স্ত্রী’কে নিয়ে ভোট দিতে এলেন সতীর্থ অনিল কুম্বলেও ৷ ভোট দিলেন জাভাগল শ্রীনাথ, মহম্মদ শামিরাও ৷
গতবছর তীরে এসেও তরী ডুবেছিল ৷ অজিদের কাছে বিশ্বকাপ ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল রাহুলের ছেলেদের ৷ বছর ঘুরতেই সামনে আরেক বিশ্বকাপ ৷ কুড়ি-বিশের লড়াইয়ে এবার কোনও ভুল করতে নারাজ ‘মেন ইন ব্লু’ ৷ সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাচ্ছেন দ্রাবিড় ৷ 2 জুন থেকে শুরু হবে বিশ্বকাপ ৷ 5 জুন ভারত প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৷ 1 মে’র মধ্যে আইসিসি’কে 15 জনের দলের তালিকা জানাতে হবে ৷
আরও পড়ুন: